মা
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে মাকে নিয়ে কিছু অনুভূতি উপস্থাপন করছি।আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
সোর্স
মা শব্দটি একটি অক্ষরে বিভক্ত, কিন্তু এই একটি অক্ষরের মূল্য অনেক বেশি। যেটা সারা জীবন ও কম হবার নয়। মা হলেন এমন একজন ব্যক্তি যে সবার জায়গা ভাগ করে নিতে পারে কিন্তু তার জায়গাটা কেহ নিতে পারে না। যেমন বলা হয় বাবা একটি বটগাছ সে তার দুহাত দিয়ে সবাইকে আগলে রাখে। তেমন মা ও তার সর্বোচ্চ দিয়ে সবাইকে তার কোলে আশ্রয় দিয়ে থাকে। সৃষ্টিকর্তাই বলেছে যে মা-বাবাকে ভালবাসবে শ্রদ্ধা করবে তাকে আমি সর্বদা আগলে রাখবো। এক মাত্র মা পারে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে শত যন্ত্রণা সহ্য করে সন্তানকে আলোর মুখ দেখাতে। একটি সন্তান প্রথমেই তার মায়ের ছোঁয়া পেয়ে থাকে। প্রথমেই মা মা বলে চিৎকার করতে থাকে। সৃষ্টিকর্তা একজন মায়ের বাহু এতটাই কোমল ভাবে তৈরি করেছে যে সন্তান নিশ্চিন্তে ঘুমাতে পারে। যখন একটি সন্তান পড়ে যেয়ে ব্যথা পায় আর মা মা বলে কান্না করতে থাকে। তখন মা শত কাজ ফেলে ছুটতে ছুটতে তার সন্তানের কাছে এসে তার ব্যথার জায়গায় তার কোমল হাত দিয়ে যখন হাত বুলিয়ে দেয় তখন সেই সন্তানের শত ব্যথা দূর হয়ে যায়। মা হল একটা শক্তি, মা হল বেঁচে থাকার প্রেরণা, মা হল জীবন গড়ে তোলার কারিগর। কান্না করার সেরা জায়গাটা হল মায়ের কোল। টেনশন শত কষ্টে থাকলেও মা যখন তার কোলে মাথা রেখে তার কোমল হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় তখন শত টেনশন শত কষ্ট সবকিছু দূর হয়ে যায়। একজন পুরুষ সে বাইরের কাজ করে অফিস করে বাড়িতে এসে সংসার সামলাতে পারে না। কিন্তু একজন মা বাইরে কাজ করে, অফিস করে সংসারও সামলাতে পারে। তাইতো সৃষ্টিকর্তা মায়েদেরকে সবার থেকে আলাদা করেছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সবাই ছেড়ে চলে গেলেও মা কখনো তার সন্তানকে রেখে চলে যায় না। কারণ মা আর সন্তানের ভালোবাসা খুব পবিত্র হয়ে থাকে। প্রত্যেকটা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা একটু আলাদা হয়ে থাকে। একটা লজিক বলি বাইরে থেকে যখন বাড়িতে এসে আপনি প্রথমে আপনার মাকেই ডাক দিবেন। আপনি কিন্তু আর অন্য কাউকে ডাক দিতে পারবেন না। একজন বাবা যেমন তার সন্তানের প্রতি সর্বদা দায়িত্বশীল তেমনটি মা তার সন্তানের প্রতি প্রেমময়। পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানকে তার নিজের থেকে বেশি ভালোবেসে থাকে। সন্তানের কিছু হলে একজন মা তার জীবন দিতে ও রাজি থাকে। একজন মা শত কষ্টে থাকলেও সে সব সময় প্রার্থনা করে তার সন্তান যেন ভালো থাকে। মা জীবনের প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরদিনের বন্ধু। কারণ একমাত্র মায়ের কাছেই সব কথা সব আবদার করা যায়। মা তার দুহাত দিয়ে সন্তানকে আগলে ধরে রাখে তার বুকে। পৃথিবীর সুন্দর নারী যদি হয়ে থাকে তাহলে তিনি হল মা। মায়ের মতন সুন্দর পৃথিবীতে আর কোন নারী হতে পারে না। মায়ের মতন ভালবাসা পৃথিবীর আর কেউ বাসতে পারে না। মায়ের মতন শাসন পৃথিবীর আর কেউ করতে পারে না। আজ যদি পৃথিবীতে মা নামের এই নারী না আসতো তাহলে আমরা কেহ এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পেতাম না। পৃথিবীর সব মা শ্রেষ্ঠ মা পৃথিবীর সব মা সর্বশক্তিমান।