লোডশেডিং এবং বাল্যকালের স্মৃতি।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই কদিন বিদ্যুতের বেশ যন্ত্রণা পোহাতে হচ্ছে। সময়টা আমাকে আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আজ আপনাদের সাথে সেই স্মৃতি শেয়ার করব।

সময়টা ছিল ২০০৮ সাল। তখন আমরা জাতীয় চিড়িয়াখানা, মিরপুর এবং জাতীয় উদ্ভিদ উদ্যান যা বোটানিক্যাল গার্ডেন নামে অধিক পরিচিত, তার স্টাফ কোয়ার্টারে থাকতাম। বোটানিক্যাল গার্ডেনের একপাশে এই স্টাফ কোয়ার্টারের অবস্থান ছিল। তিন দিকে বোটানিক্যাল গার্ডেন থাকায় সেখানে সবসময় বাতাস থাকতো। বিশেষ করে রাতের বেলায়। তখন প্রতিদিনই নিয়ম করে ঠিক সন্ধ্যা সাতটার পর বিদ্যুৎ চলে যেত। ওই সময় আমরা সবাই স্টাফ কোয়ার্টারের যে স্কুল ছিল, স্কুলের মাঠে চলে আসতাম।
পুরো মাঠ জুড়েই ঘাস ছিল। মানুষ এখানে ওখানে জড়ো হয়ে বসে গল্প করত। সবাই সবার খোঁজ খবর নিত। অবশ্য, সকলেই যে আসতো এমনটা নয়। তবে অনেকেই আসতো। আমি তখন ক্লাস এইটে পড়তাম। লোডশেডিং শুরু হলে আমরা সেখানে চলে যেতাম। বন্ধুরা মিলে খেলাধুলা শুরু করতাম।
পূর্ণিমার রাতে আমাদের খেলা বেশ জমে উঠত। তখন আমরা লুকোচুরি খেলতাম। সারা মাঠেই তখন লোক থাকত। যার কারণে মাঠ জুড়ে আমরা দৌড়াদৌড়ি করতে পারতাম না। এই কারণেই লুকোচুরি খেলা খেলতাম আমরা। যখন পূর্ণিমা থাকত না তখন বড়দের সাথে বসে বসে তাদের গল্প শুনতাম। মাঝে মাঝে তারা গান গাইত, আমরা গানগুলো শুনতাম।
বড়রা বসে বসে নিজেদের আলোচনা করত। মহিলারা একসাথে বসে কেউ হয়তো কারো চুলে বিলি করতে করতে গল্প করত। তাদের গল্প কখনো কখনো ছিল বেশ জটিল। কখনো কখনো ছিল বেশ নিরীহ। যেমন আজ তারা কি রান্না করেছে, আজ পানি ছিল না বলে তারা কি কি সমস্যায় পড়েছে, এসব নিরীহ গল্প তারা করতো। আবার কখনো কখনো কে কোথায় কি করেছে এসব নিয়ে সমালোচনা করত।
বয়স্ক পুরুষরা সেখানে খুব কম আসত। আমার বয়সী, আমাদের চেয়ে সিনিয়র ভাইয়েরা আসত। তাদের আলোচনার বিষয় ছিল প্রেম, ভালবাসা আর খেলাধুলা। কখনো কখনো তারা মারামারির গল্প করত। কে কোথায় গিয়ে কবে মারামারি করেছে সেসব গল্প। কখনো কখনো ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতো। কখনো ঘুরে এসে তার গল্প করত।
বেশ দারুন একটা সময় কাটাতাম। তারপর যখন বিদ্যুৎ আসতো, সবাই একসাথে হুল্লোড় করে উঠত। বেশ মজা লাগত। ঘটনাগুলো এখনো মনে পড়লে অন্যরকম একটা আনন্দ জাগে। দারুন সময় ছিল তা। সব সময় স্মৃতিতে গেঁধে থাকবে।

Link: https://x.com/akib_66/status/1915239075403227593?t=aR6d_l-yQtOu9_YWwwhwmw&s=19