ভালো হতে পয়সা লাগে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


businessman-3963988_1280.jpg



লিংক

আসলে এই ভালো হতে পয়সা লাগে না এই কথাটি আগে প্রযোজ্য থাকলেও বর্তমান সময়ে এই কথাটির আর কোন মূল্য নেই। অর্থাৎ বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে মানুষ টাকার কাছে সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারে। তাই এখন যদি মানুষ ভালো হতে চায় এবং এই ভালো হওয়ার জন্য তাকে অনেক বেশি পয়সা দিতে হয়। কি আশ্চর্য একটা চিন্তাভাবনায় সব মানুষদের। আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি ভালো এবং মন্দের পার্থক্য করে আলাদা আলাদা ভাবে দুটো শ্রেণীতে ভাগ করে দিতে পারি তাহলে দেখতে পারবো যে খারাপ শ্রেণীর লোকের সংখ্যা অনেক বেশি এবং ভালো শ্রেণীর লোকের সংখ্যা দু এক জন হতে পারে। অর্থাৎ এই বড় পার্থক্যের ভিতর দিয়ে আমরা বের করতে পারি যে এই পৃথিবীতে কয়জন মানুষ ভালো এবং কয়জন খারাপ।


আসলে ভালো মানুষ যদি জীবনে সব সময় ভালো কাজ করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু এতে তাদের জীবনে তেমন একটা সুখ শান্তি কখনো উপভোগ করতে পারবে না। কেননা বর্তমান সময়ে সুখ শান্তি উপভোগ করতে গেলে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। আর অনেক বেশি অর্থ যোগাড় করার জন্য তাকে সব সময় অসৎ পথের দিকে এগিয়ে যেতে হবে। কেননা এ পৃথিবীতে এই একটা মাত্র সহজ পথ রয়েছে যার মাধ্যমে মানুষ অনেক বেশি পয়সা উপার্জন করতে পারে এবং সুখ-শান্তিতে নাকি থাকতে পারে। আমার কাছে তো মনে হয় যে এই সুখে থাকাকে কখনো প্রকৃত সুখে থাকা বলে না। কেননা ভালো মানুষ যদি পয়সার জন্য কষ্ট পায় তবুও কিন্তু সে কখনো অন্যায় পথ অবলম্বন করে না। অর্থাৎ তারা তার চরিত্রের ক্ষেত্রে সবসময় অটুট থাকে।


আপনি কোন খারাপ মানুষকে পয়সা দিয়ে ক্রয় করতে পারলেও একজন ভালো মানুষকে কখনো পয়সা দিয়ে ক্রয় করতে পারবেন না। কেননা এই পৃথিবীতে সব থেকে মূল্যবান হলো মানুষের চরিত্র। আর এই চরিত্র এমন একটা জিনিস যদি একবার আপনি চরিত্র নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর কখনো আপনার চরিত্রকে ঠিক করতে পারবেন না। আর এজন্য কোন কিছুর বিনিময়ে আমরা আমাদের চরিত্রকে অন্যের কাছে বিক্রি করে দেবো না। আসলে যারা ভাল মনের মানুষ এবং সব সময় অন্যের ভালো করতে চেষ্টা করে তারা কিন্তু সবসময় সৎপথে চলার চেষ্টা করে এবং সৎ পথ অবলম্বন করে তারা জীবনে বেঁচে থাকার চেষ্টা করে। এসব মানুষেরা যতই অর্থ অভাবে থাকুক না কেন আপনি তাদের মুখে সবসময় একটা সুখের হাঁসি দেখতে পারবেন।


আর এই হাঁসি কিন্তু আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনি কখনো এই ধরনের সুখের হাঁসি হাঁসতে পারবেন না। এইজন্য আমরা সব সময় ভালো মানুষের পথ অবলম্বন করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। কেননা আমরা যদি এভাবে ভালো মন্দের বিচার বিবেচনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং খারাপ লোকেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব। আর আমরা দেখতে পাই যে আপনি কখনো অর্থ দিয়ে কোন খারাপ মানুষকে ভালো করতে যেমন পারবে না তেমনি ভালো মানুষকে কখনো খারাপ করতে পারবেন না। আর এই জন্য আমাদের সব সময় উচিত এইসব ভালো মানুষের পথ অনুসরণ করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য এবং কখনো মানুষের কোন রূপ ক্ষতি না করার জন্য।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।