বর্তমানে জীবনের কোন মূল্য নেই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-3208596_1280.jpg



লিংক

এই পৃথিবীতে মানুষ এখন বর্তমানে খুবই মূল্যহীন। অর্থাৎ আপনার কাছে যদি কোন ধন-সম্পত্তি না থাকে তাহলে আপনাকে মানুষ কখনো পাত্তা দেবে না এবং আপনাকে অন্যান্য মানুষেরা সবসময় মূল্যহীন মনে মনে করবে। আর এই পৃথিবীতে এখন যাদের যত বেশি অর্থ সম্পত্তি থাকে তত বেশি মানুষ তাদেরকে সম্মান করে এবং তাদের আশেপাশে থাকার চেষ্টা করে। আর এজন্য এই পৃথিবীতে জ্ঞানী ভালো মানুষের কোন মূল্য থাকেনা। যারা এই পৃথিবীতে জ্ঞানী মানুষদের মূল্য করতে জানে না তারা কখনো সঠিক জ্ঞানী হতে পারে না এবং তাদের মত মূর্খ লোকের জন্য এই পৃথিবীতে এখন এত ধরনের সমস্যা লেগে রয়েছে। মানুষ এখন মানুষকে মূল্য দিতে যেমন চেষ্টা করে না তেমনি তাদের জীবনের কোন ক্ষতি হলে তাদের কোন কিছু যায় আসে না।

অর্থাৎ এখন মানুষ মানুষকে যেভাবে হত্যা করে এবং কোন একটা মানুষ যদি মারাত্মক কোন বিপদে পড়ে এবং অন্যান্য মানুষেরা সেই জিনিসগুলো দেখে তাদের পাশ কাটিয়ে চলে যায়। আবার কিছু যদি হয় তাহলে মানুষ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে মজাটা দেখে। মানুষের এই আচরণগুলো মাঝে মাঝে আমরা যখন দেখতে পাই তখন সত্যিই আমাদের মানুষ হিসেবে পরিচয় দিতে ঘৃণা করে। কেননা আমরা মানুষ যদি এইভাবে মানুষের সাথে আচার আচরণ করি এবং মানুষের জীবনের কোন মূল্য না দেই তাহলে আমরা কিসের মানুষ এবং কিসের সৃষ্টির শ্রেষ্ঠ জীব।আসলে বর্তমান সময়ের মানুষের এই ধরনের আচরণ দেখলে মনে হয় যে আমরা হল পৃথিবীতে সবথেকে নিম্নতম একটা জীব। কেননা এর থেকে অন্যান্য প্রাণীরা অনেক বেশি ভালো।

আর মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্য কোন মানুষকে হত্যা করতে দুইবার চিন্তা করে না। মানুষ এখন শুধুমাত্র নিজেদের সুখ শান্তি নিয়ে চিন্তাভাবনা করে এবং কি করেও প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায় সেজন্য চেষ্টা করে। আসলে মানুষ যদি এভাবে তাদের মন মানসিকতাকে পরিবর্তন করে খারাপ দিকে চলে যায় তাহলে এই পৃথিবীটা একসময় নরকে পরিণত হবে। কেননা এই পৃথিবীতে পূর্বের সময় শান্তি ছিল। আর এই শান্তি থাকার প্রধান কারণ হলো তখন মানুষেরা সবসময় অন্যান্য মানুষদেরকে সাহায্য করত এবং কোন মানুষ যদি মারাত্মক কোন বিপদে পড়তো তখন অন্যান্য মানুষগুলো এসে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করত। এছাড়াও তারা সব সময় কোন খারাপ কিছুর বিরুদ্ধে একসাথে মোকাবিলা করতো এবং কাউকে একা ফেলে আসতো না।

আর সেই পূর্বের কথা যখন এখন বর্তমানে আমরা চিন্তা ভাবনা করি তখন আমাদেরও ইচ্ছে করে আমরা কেন আবার আগের মতো হতে পারি না। যদিও আমরা এখন আধুনিক হয়েছি কিন্তু মন মানসিকতার দিক থেকে আমরা কখনো আধুনিক হতে পারেনি। আর আমাদের পৃথিবীতে মানব জীবন কিন্তু সব থেকে মূল্যবান এবং এই জীবনে ক্ষতি যারা করে তারা কখনো মানবজাতিকে ভালোবাসা না এবং সব সময় মানবজাতির ক্ষতি চায়। আর এজন্য একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু হারিয়ে গেলে আমরা ফিরে পেতে পারি কিন্তু জীবনে একবার চলে গেলে সেই জীবনকে আমরা আর কখনো ফিরে পাব না। তাই তো আমাদের সব সময় অন্যের জীবনের মূল্য দিতে হবে এবং মানুষের উপকার করার চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।