খারাপ কোন কিছুকে প্রশ্রয় দেয়া যাবে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ কোন কিছু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


stone-308734_1280.webp



লিংক


আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে কিন্তু বিভিন্ন ধরনের মানুষকে আমরা দেখতে পাই। আসলে এক একজন মানুষের চরিত্র কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। আপনি একটা মানুষকে প্রথম দেখাতে বলতে পারবেন না যে সে মানুষটি ভালো কি খারাপ। অর্থাৎ আমরা যখন মানুষের সঙ্গে আস্তে আস্তে মেলামেশা করার চেষ্টা করি তখন সেই মানুষের ভিতরে জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানতে পারি। কিন্তু আমরা একটা জিনিস সবসময় মনে রাখব যে একজন মানুষ যদি অন্য একজন মানুষের সাথে অন্যায় ভাবে তার উপর অত্যাচার করে তাহলে আমরা সেই জিনিসটাকে কখনো মেনে নিতে পারব না। অর্থাৎ তৎক্ষণাৎ আমরা সেই খারাপ জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করতে সবাই এগিয়ে আসবো।


আসলে আমরা যদি কোন খারাপ কিছুকে একবার প্রশ্রয় দিয়ে ফেলি তাহলে কিন্তু তারা খারাপ কাজ করার সুযোগ আরো অনেক বেশি পেয়ে যাবে। আপনি একটা জিনিস সবসময় ভাববেন যে আজ যে অন্যায়টা অন্য কারো সাথে হচ্ছে সেই অন্যায়টা কিন্তু আপনার সাথেও হতে পারে। অর্থাৎ আপনি এটা ভাববেন না যে অন্যের সাথে অন্যায় করলে আপনার কোন কিছু যায় আসে না। কেননা সেই ব্যক্তি গুলো একদিন আপনার সাথে সেই একই রকম অন্যায় অত্যাচার করবে এবং বাকি মানুষগুলো মুখ বন্ধ করে সেগুলো দেখতে থাকবে। তাইতো আমরা যখন সমাজে কোন কিছু খারাপ দেখতে পাবো তখন সেই খারাপ জিনিস গুলোর ঠিক করে দেওয়ার চেষ্টা করব এবং তারা যাতে খারাপ কোন কিছু না করে এজন্য তাদেরকে অবশ্যই আটকে দেয়ার চেষ্টা করব।


আসলে এই পৃথিবীতে এখন বর্তমানে মানুষের শত্রু মানুষ। অর্থাৎ এখন মানুষ আর অন্য কোন হিংস্র প্রাণীকে ভয় না পেলেও মানুষকে কিন্তু সবসময় মানুষ ভয় পেয়ে থাকে। অর্থাৎ আমরা এমন এমন মানুষের মধ্যে এমন কিছু আচরণ দেখে থাকি যা দেখলে আমাদের মনে হয় যে তারা হিংস্র পশুর থেকেও অনেক বেশি হিংস্র। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি খারাপ কোন কিছুকে মাথায় তুলে নিয়ে নাচানাচি করি এতে করে কিন্তু পরবর্তীতে তাদের খারাপ কাজ করার প্রবণতা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। সাধারণ শ্রেণীর মানুষেরা অনেক বেশি কষ্টে থাকবে। এজন্য আমাদের প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে এবং সমাজে কোন কিছু অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে অবশ্যই হবে।


আসলে এভাবে যদি আমরা খারাপ জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজটাকে খারাপ জিনিসটা দিন দিন মুছে যাবে। এজন্য একটা বিষয় আমাদের প্রতিনিয়ত মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষের কাজে খারাপ জিনিস লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা তাদের সেই খারাপ জিনিসটা পুনরায় ঠিক করে দেয়ার চেষ্টা করব। কেননা কিছু কিছু কাজ আছে যেটি খারাপ এবং মানুষ সহজে সেই খারাপ কাজগুলো কখনো বুঝতে পারে না। আসলে তাদের সেই খারাপ কাজের ফলে যখন কারো ক্ষতি হয় তখন তারা সেই জিনিসটা উপলব্ধি করে তারা খুব কষ্ট। আর এজন্য আমাদের সবাইকে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং খারাপ জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।