অযথা অর্থ অপচয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থ অপচয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-3261425_1280.jpg



লিংক


এই পৃথিবীতে অর্থ উপার্জন অনেকেই করতে পারে। সেই অর্থ কি সঠিকভাবে খরচ কিন্তু কেউ করতে পারে না। অর্থাৎ অর্থ উপার্জন করার যতটা সহজ ঠিক ততটা সহজ কিন্তু অর্থ সঞ্চয় করা নয়। আসলে কিছু কিছু শ্রেণীর লোক আছে যারা জন্মগতভাবে ধনী হয় এবং তাদের জীবনে তেমন একটা বেশি কষ্ট কখনোই করতে হয় না। আসলে এইসব সন্তানদের জীবনটা খুব আনন্দের ভিতর কেটে গেলেও তারা যেহেতু জীবনে অর্থ উপার্জনের জন্য তেমন একটা বেশি চিন্তা করতে হয় না তাই তাদের এই অর্থের প্রতি তেমন কোন মায়া দয়া থাকে না। অর্থাৎ তারা তাদের প্রয়োজন ছাড়াই প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে। আসলে এই অর্থ ব্যয় করাকে অর্থের অপচয় করা বলে। কিন্তু এইসব ব্যক্তিরা হয়তোবা তাদের জীবনে কখনো বুঝতে পারবে না যে এই অর্থ উপার্জন করা কতটা কঠিন।

আসলে যারা মধ্যবিত্ত এবং গরিব পরিবারে জন্মগ্রহণ করে তারাই একমাত্র বুঝতে পারে যে অর্থের প্রয়োজন আমাদের জীবনে কতটা বেশি। অর্থাৎ এই জীবনে অর্থ উপার্জন করতে হলে তাদের কতটা বেশি কাজকর্ম করতে হয় তা একমাত্র তারাই জানে। আর যারা কষ্ট করে অর্থ উপার্জন করে তারা যেহেতু অর্থের মূল্য বোঝে তাই তারা কিন্তু বিনা কারণে কখনো অর্থের অপচয় করে না। আর যখন তারা একটু বেশি অর্থ উপার্জন করে তখন সেই অর্থ থেকে কিছু অর্থ তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। কেননা তাদের কাছে এমন অঢেল টাকা নেই যে যা দিয়ে তারা ভবিষ্যতে তাদের দিনগুলো কাটাতে পারবে। আর যখন তারা ইনকাম করবে তখন তারা যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে রাখে তাহলে ভবিষ্যতে তাদেরকে অনেকটা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাতে হবে।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় দেখি যে যারা গরিব তারা তাদের গরিব অবস্থা থেকে একটু ভালো অবস্থানে আসার জন্য দিনটা কঠোর পরিশ্রম করে। আসলে এইভাবে কঠোর পরিশ্রম করতে করতে তাদের জীবন থেকে সুখ নামক জিনিসটা চিরতরে মুছে যায়। কেননা তারা যদি কঠোর পরিশ্রম না করে তাহলে তারা তাদের পরিবারকে ভালোভাবে রাখতে পারবে না এবং তাদের পরিবারের লোক গুলো সব সময় কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে থাকবে। তাই শুধুমাত্র তাদের পরিবারের সুখের জন্য তারা নিজেদের সুখকে বিসর্জন দিয়ে অর্থ উপার্জনের জন্য দিনরাত বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় এবং অনেক সময় ওভার টাইমে কাজ করে। আসলে এইসব ব্যক্তিদের জীবনে আনন্দ উৎসব বলে তেমন কোন কিছু কখনোই থাকে না।


কিন্তু একটা জিনিস তাদের মাথায় থাকে যে তারা তাদের পরিবারের সুখ দেখতে পারলেই এতে তাদের শান্তি। তাইতো জীবনে আপনি যতই ধনী হোন না কেন আপনি কখনো অযথা অর্থের অপচয় করবেন না। কেননা আপনি যদি যে অর্থ অপচয় করেন সেই অর্থ দিয়ে যদি দুটো গরীব মানুষের সাহায্য করেন তাহলে কিন্তু সেই গরীব মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালবাসবে এবং তারা আপনার কাছে চির ঋণী হয়ে থাকবে। এজন্য আমার সমাজের উচু পর্যায়ের লোকের কাছে আবেদন যে তারা তাদের উপার্জিত টাকার কিছু অংশ যদি দেশের গরিব মানুষদের সাহায্যে আসে তাহলে হয়তোবা কিছু মানুষ এই পৃথিবীতে একটু সুখের মুখ দেখতে পারবে। এজন্য আমাদের কখনো অর্থ অপচয় করলে চলবে না বরং অর্থের সঠিক ব্যবহার করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।