আধুনিক চিন্তাভাবনা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আধুনিক চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-1839191_1280.jpg



লিংক


আধুনিক যুগে মানুষের চিন্তাভাবনা সবসময় আধুনিক থাকার দরকার। কেননা আমরা যদি আধুনিক চিন্তাভাবনা না করে সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে আমরা কিন্তু আবার পুনরায় পূর্বের অবস্থানে ফিরে যাব। অর্থাৎ সেই আদিম যুগের মানুষের মতো আমরা বসবাস করবো। আসলে আমাদের পৃথিবীতে কিছু কিছু বুদ্ধিমান মানুষ ছিল বলে আজ আমরা এই আধুনিক যুগে পদার্পণ করতে পেরেছি। আর এই আধুনিক যুগে এসে আমরা সব সময় বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করছি এবং এতে করে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। একটা জিনিস আপনারা সবসময় চিন্তা ভাবনা করে দেখেছেন যে আগের তুলনায় মানুষ এখন অনেক বেশি স্বাবলম্বী হয়ে চলাচল করার চেষ্টা করে। কেননা মানুষ অনেক বেশি আধুনিক এখন।


আবার এই আধুনিক যুগে এসে আমরা এমন এমন কিছু জিনিস সব সময় দেখতে পাই যে যা দেখে আমাদের মনে হয় যে আমরা এখনো পূর্বের অবস্থানে রয়ে গেছি। আসলে আধুনিক চিন্তাভাবনার দিনে এইসব লোকেদের সত্যিই ভাবা যায় না। কেননা আপনি এইসব লোকেদের কাছে যখন যাবেন তখন দেখবেন যে তারা আপনাদের থেকে আরও ১০০ বছর পিছিয়ে আছে। কেননা তারা কখনো নিজেদেরকে উন্নত করতে চায় না এবং তারা তাদের পূর্বের মতো বর্বর থাকতে চায়। আসলে এই মানুষগুলোর জন্য কিন্তু আমরা এখনো সামনের দিকে এগিয়ে যেতে পারছিনা। যদিও একটু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবুও কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। আসলে এসব মানুষেরা কখনো নিজেদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চায় না।


তারা সব সময় একাকীত্ব জীবন যাপনে পছন্দ করে এবং সমাজের আধুনিক জিনিসপত্র থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু এসব লোকেদের আমাদের অবশ্যই আধুনিক চিন্তাভাবনা সম্পর্কে বোঝাতে হবে এবং তাদের জীবনটাকে উন্নত করার চেষ্টা করতে হবে। কেননা একটা জাতি যদি সব সময় পিছনের দিকে পিছিয়ে থাকে তাহলে অন্য জাতির পক্ষে কখনো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এজন্য আমরা সব সময় আমাদের চিন্তাভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাখবো। আসলে এই পৃথিবীতে এক এক মানুষের চিন্তা ভাবনা সব সময় এক এক ধরনের হয়ে থাকে। আর এই এক এক ধরনের চিন্তাভাবনার থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র। যা আমাদেরকে আরও বেশি আধুনিক করে তোলে।


তাইতো আমাদের এখনো পূর্বের অবস্থানে বসে থাকলে মোটেও চলবে না। আমাদেরকে আরো অনেক বেশি আধুনিক হতে হবে এবং আমাদের চিন্তাভাবনাকে একই সাথে আরো বেশি উন্নত করতে হবে। আসলে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা কি উন্নত না করতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সেই পূর্বের অবস্থানে ধরে রাখবো। আসলে বর্তমান সময়ে অনেক পরিবার রয়েছে যারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে থাকে এবং এর ফলে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে। তাইতো আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করব এবং যারা পিছনে পড়ে আছে তাদেরকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এতে করে আমরা আরো অনেক বেশি আধুনিক হতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 months ago 

এই বিষয়টা আমি আপনার সাথে পুরোপুরি একমত একটা জাতি যদি পিছিয়ে থাকে তাহলে সেই জাতি কখনোই উক্ত দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। পুরো জাতীর মধ্যে যখন আধুনিকতার চিন্তাধারা ঢুকবে তখন সেই জাতি এবং উক্ত দেশ উভয় দ্রুত এগিয়ে যেতে পারবে।

 3 months ago 

সারাবিশ্ব দিনদিন এগিয়ে যাচ্ছে। আমরা উন্নত দেশের তুলনায় এখনও অনেক বছর পিছিয়ে আছি। এখন যদি আমরা আধুনিক চিন্তা ভাবনা করতে না পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে না পারি,তাহলে আমরা জাতি হিসেবে আরও পিছিয়ে পড়বো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আসলে আমি মনে করি আধুনিক যুগে টিকে থাকতে হলে আমাদের চিন্তাভাবনাও আধুনিক হতে হবে, নইলে আমরা পিছিয়ে পড়ব। কিছু মানুষ এখনো পুরনো ধ্যান ধারণায় আটকে আছে, যা সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। তাদেরকে শিক্ষিত ও উন্নত চিন্তাধারায় এগিয়ে নিতে হবে, যাতে পুরো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। নতুন আবিষ্কার ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চললেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত সমাজ তৈরি সম্ভব। তাই আমাদের উচিত চিন্তার জগৎকে প্রসারিত করে আধুনিকতার পথে এগিয়ে যাওয়া।