অর্থ যার দুনিয়া তার।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


handshake-3100563_1280.jpg



লিংক


এই পৃথিবীতে অর্থ ছাড়া আর মানুষ কখনো মানুষকে মূল্য দিতে চায় না। অর্থাৎ আপনার কাছে যত বেশি অর্থ আছে মানুষ তত আপনাকে ভালোবাসবে এবং আপনার আশেপাশে থাকা সব সময় চেষ্টা করবে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অর্থের জন্য আপনার চারিপাশে ঘুরে বেড়ায় এবং আপনার সুখের সময় আপনার পাশে থাকে তারা কিন্তু কখনো আপনার প্রকৃত ভালো মানুষ হতে পারে না। একটা জিনিস আপনারা সব সময় লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা মানুষের কাছ থেকে যেদিন অর্থ কমে যাবে সেদিন সেই মানুষের কাছ থেকে আপনজন কমতে শুরু করবে এবং একটা সময় তারা এই পৃথিবীতে একা হয়ে যাবে। তাদের ভালোবাসার মতো আর কেউ থাকবে না।


কিন্তু আপনার কাছে যতক্ষন অনেক বেশি অর্থ থাকবে ততক্ষণ এই দুনিয়া আপনার। অর্থাৎ আপনি এই পৃথিবীতে অর্থ দিয়ে যা কিছু করতে চাইবেন সবকিছু আপনি করতে পারবেন। কেননা এখন মানুষ মানুষকে ভালোবাসে তার অর্থ দেখে। মানুষের মন মানসিকতা থেকে কেউ কখনো কাউকে ভালোবাসে না। কিন্তু এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যা আমরা যদি মানুষের অর্থ থেকে মানুষকে ভালবাসি এবং সব সময় প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সুখী হতে পারব না। একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে অর্থ কখনো তার নিজের জীবনের সুখ বয়ে নিয়ে আসতে পারে না।


আসলে অর্থের পিছনে ছুটতে ছুটতে মানুষ তাদের আপন মানুষগুলোকে ভুলে যায় এবং এর ফলে কিন্তু তারা ভবিষ্যতে প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়েও কখনো তারা সুখী হতে পারে না। আসলে একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে ভালোভাবে একটু বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে এবং কখনো অর্থকে জীবনের প্রধান মনে করা যাবে না। যদিও প্রত্যেকের জীবনে অর্থের প্রয়োজন রয়েছে কিন্তু মানুষ এই অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তাহলে কিন্তু সেটি একটা খারাপ বিষয়। কেননা ভালো কাজ করার মাধ্যমে যারা অর্থ উপার্জন করে তারা কিন্তু কখনো অর্থের বড়াই করে না এবং মানুষকে কখনো তুচ্ছ মনে করে না।


কিন্তু যারা খারাপ পথ অবলম্বন করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করার চেষ্টা করে তারা কিন্তু জীবনে কখনো সুখী হতে পারেনা এবং অন্যান্য মানুষেরা কখনো তাদেরকে ভালোবাসে না।আসলে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের মধ্যে যদি আমরা সবসময় থাকতে পারি তাহলে এই পৃথিবীর সব জায়গা থেকে আমরা সুখ গ্রহণ করতে পারব। এজন্য আমরা সব সময় অর্থের পিছনে না ছুটে বরং কি করে জীবনে ভালো থাকা যায় এবং অন্যের উপকার করা যায় সেজন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবো। আর এভাবে যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে কিন্তু একদিন না একদিন আমরা এই পৃথিবীতে সুখী হতে পারব এবং অর্থের অহংকার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

The article talks about money and happiness very deeply, and I have previously ignored the meaning of life because of making money, which has caused my life to become worrying about gains and losses, and I have begun to become unfriendly to others. Later, I realized that money is a tool of life, not the meaning of life.