জেনারেল রাইটিং :-টাকা বেশি হলে মানুষ পিছনের কথা ভুলে যায়
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা টাকার নেশায় অন্ধ হয়ে যায়। তারা ভাবে পৃথিবীতে টাকা থাকলে তাদের আর কিছু লাগে না। আসলে বর্তমান আমাদের সমাজে একবার কেউ ভালো হয়ে গেলে আর পিছনের কথা মনে রাখে না।সত্যি বলতে এই চিত্র বেশি দেখা যায় আমাদের সমাজে।আসলে আপনজন এমন করলে আর কাউকে বিশ্বাস করা যায় না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আসলে হানিফ সাহেব ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে হানিফ এর একটা বোন ছিল। বিয়ের প্রায় পাঁচ বছর পরে তার স্বামী মারা গিয়েছিল।হানিফ তার বোনের দুটি ছেলেমেয়েকে নিজে না খেয়ে তাদেরকে খাওয়া পড়া দিয়েছে।তবে মেয়েটা এসএসসি পাস করে বিয়ে দিয়েছে। আর ছেলেটা একটু পড়াশোনায় অনেক ভালো তাই হানিফ সাহেব নিজে কষ্ট করে তার বোনের ছেলেকে পড়াশোনা করিয়াছে। হানিফ সাহেব তার ছেলেমেয়ে রেখে তার বোনের ছেলেকে মানুষ করেছে।তারপর হানিফ সাহেব এর বোনের ছেলে ডাক্তার হয়েছে। তার নাম ছিল জুয়েল। প্রথম দিকে মামার প্রতি একটু খেয়াল ছিল।
হানিফ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লো।তার চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। তারপর হানিফ সাহেব এর ছেলে গিয়েছিল জুয়েল মানে তার ফুফাতো ভাইয়ের কাছে।তবে জুয়েল তাকে পরিচয় না দিয়ে কিছু টাকা দিয়ে চলে গিয়েছিল। তবে হানিফ সাহেব এর জন্য অনেক টাকা পয়সার দরকার। কিন্তু মানুষের আত্মসম্মান আছে তাই হানিফ এর ছেলে বলেছে - আমার বাবা না বাঁচলেও আমি কখনো জুয়েল এর টাকা দিয়ে বাবাকে চিকিৎসা করাব না।আসলে মানুষ কতটা খারাপ হলে হানিফ সাহেব এর মতো মানুষকে অস্বীকার করতে পারে। আসলে এমন মানুষ এখন পৃথিবীতে অভাব নেই। তবে এদেরকে আমি সব সময় ধিক্কার জানায়। আপনারা সবাই হানিফ সাহেব এর দোয়া করবেন যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি
https://x.com/MimiRimi1683671/status/1947687353059090446?t=ux0fiZmdW2AxL-iGZQFWqQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1947706046216343874?t=vekxV7_VDVUbVslDLADQrg&s=19
হ্যাঁ আপু টাকা হলে মানুষ পিছনের কথা ভুলে যাই। আর এরকম মানুষ গুলো সমাজে কম বেশি অনেক দেখা যায়। জুয়েলের মত লোক গুলো পিছনের কথা ভুলে যাই। জুয়েল এই কথা স্মরণ রাখা দরকার ছিল তার মামা তাকে মানুষ করেছেন। তবে এরকম ঘটনা আমাদের এদিকে আছে। পোস্টটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।