জেনারেল রাইটিং :-মিথ্যার পক্ষে সবাই থাকে
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
জেনারেল রাইটিং :-মিথ্যার পক্ষে সবাই থাকে
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা যা বলবে সেটাই সত্যি। সত্যি বলতে আমাদের জীবন অনিশ্চিত, এটা আমরা সবাই জানি,কিন্তু কেউ মানি না।আমাদের শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আমরা অন্যের ওপর প্রয়োগ করে থাকি। আর মিথ্যা এমন একটা জিনিস যা বলার মতো নয়, তবে আমাদের সমাজে কিছু মানুষের জন্য মিথ্যা অনেক সহজ। আসলে কথায় আছে জোর যার মুলুক তার। আমরা সমাজকে মিথ্যার দিকে নিয়ে যাচ্ছি। সমাজে যারা সত্য পথে থাকে তারা হয়তো তাদের ন্যায্য মূল্য সহজে পায় না। আসলে এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা বলবে আর সবাই সেটাই সত্যি মনে করবে।
আমাদের কয়েক বাড়ির পরের ঘটনা। এটা কিন্তু বাস্তব ঘটনা। আসলে এমন কিছু ঘটনা আমাদের সমাজে চোখে সামনে ঘটে বলার নয়। যাইহোক আমার বাংলা ব্লগ যেহেতু মনের কথা লেখার সুযোগ করে দিয়েছে তাই লেখতে পারি।আরিফ আর সোহেল দুই ভাই আরিফ বড় আর সোহেল ছোট ।তবে সোহেল আরিফের মতো তেমন চালাক নয়, তবে শিক্ষক। যাইহোক দুই ভাই আলাদা থাকে যার যার ছেলেমেয়ে নিয়ে। তবে আরিফ একজন মিথ্যাবাদি,তবে আরিফ এর এলাকায় পাওয়া আছে।সে যদি মিথ্যা ও বলে সমাজের লোক কোন প্রতিবাদ করে না।আসলে তারা চাইলে ও প্রতিবাদ করতে পারেন।যাইহোক আরিফের বউ গ্রামের লোকের ওপর অনেক অত্যাচার করে। লোকজনদের দিয়ে তার অনেক কাজকর্ম করায়। তবে কখনো যদি কেউ না করতে চায় তাহলে সে অস্হির হয়ে পড়ে।
একদিন এক মহিলা মানে চাচি হয়, কাজ করতে অসম্মতি জানাই তখন আরিফের বউ অনেক কিছু বললো।আসলে চাচিকে দিয়ে আগে ও অনেক কাজ করেছে কিন্তু বিনিময়ে কোন টাকা পয়সা দেয় না। শুধু এক বেলা খাবার দিয়েছে। এভাবে মহিলাকে দিয়ে প্রতিনিয়ত কাজ করাই। আসলে মহিলা আবার অন্য জায়গা টাকা দিয়ে কাজ নিয়েছে তাই আরিফের বউয়ের ফ্রি কাজ করতে চায় না।তবে আরিফের বউ তাকে অনেক কিছু বলে দিয়েছে। যদি সে না আসে কাজ করতে তাহলে তাকে বাড়িতে থাকতে দেবে না। আসলে চাচির আবার তাদের কাছে মাঝে মাঝে আসতে হয় কোন প্রয়োজনে।তাই বলে কি মানুষ সুযোগে এমন ব্যবহার করবে।বর্তমান কেউ কি শুধু এক বেলা খেয়ে কাজ করতে চায় না। তখন আরিফের বউ মহিলার ওপর রেখে যায়।
যাইহোক মহিলাটি আরিফের বউয়ের অনেক অত্যাচার এর স্বীকার হয়েছে। কিন্তু সত্যি বলতে মহিলাটি আরেক জনের বাড়িতে ছেলে নিয়ে খাবে আরো বেতন দেবে সেখানে কাজে গিয়েছে। এদিকে আরিফের বউ এলাকার সবার কাছে বলে বেড়াচ্ছে চাচিকে আমি সব দেয় কিন্তু সে আমার কাজ করেনা। আর সবাই তাকে ভয় পায় এরজন্য চাচির পক্ষে কেউ নেই। চাচিকে এখন সবাই বলছে তুমি মিথ্যা বলছো।আসলে চাচির কথায় সত্যি। কিন্তু চাচির তো কোন শক্তি নেই তাই আর কি করার সবাই মিথ্যা টাকেই সত্যি বলে মনে করেছে।সত্যি সমাজে যার শক্তি আছে তার মিথ্যা কথায় সবাই বিশ্বাস করে।তবে এমন অন্ধবিশ্বাস মানুষের না থাকায় উত্তম। আশাকরি আমার লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষ খুবই খারাপ সুযোগের সৎ ব্যবহার করে। আরিফের বউ দেখতেছি অনেক খারাপ। যে ক্ষমতার ব্যবহার করে প্রতিটা মানুষের জীবনকে নরক বানিয়ে দিচ্ছে। গ্রামের প্রতিটা মানুষ যদি এক হয় তাহলে আরিফের বউকে শাস্তি দেওয়া যেত। মিথ্যার পক্ষে সবাই থাকে কারণ ভয়। বর্তমানে যার টাকা আছে তার পক্ষে মানুষ সবাই কথা বলে ভয়। চাচির শক্তি নাই কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে। এই বিচার দুনিয়াতে না হলেও আখিরাত একদিন হবে।
ঠিক বলেছেন ভাইয়া ভয়ে মিথ্যার পক্ষে সবাই থাকে কিছু করার থাকে না, ধন্যবাদ ভাইয়া।
দুনিয়াটাই এমন আপু কিছু করার নেই। মিথ্যার প্রভাব পাহাড়ের মত হয়ে আছে। তাই যেথায় সেথায় মিথ্যাই জয়ী এবং মিথ্যা দিয়েই সব সত্যকে ঢেকে দেয়া হচ্ছে।
মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তোলার সৎ সাহস আজ আমরা হারিয়ে ফেলেছি। এজন্যেই মিথ্যার জয় আজ সবদিকে।
এ সমাজের অবস্থা দেখে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে।
ধন্যবাদ হাজার হাজার ঘটনার মধ্য থেকে একটা ঘটনা শেয়ার করার জন্য।
সত্যি ভাইয়া মিথ্যার বিরুদ্ধে সৎ সাহস আজ আমরা হারিয়ে ফেলেছি, ধন্যবাদ ভাইয়া।
পৃথিবীটা এখন মিথ্যা দিয়ে ঢাকা। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে এখন বর্তমানে তার তত বেশি মূল্যায়ন করে। আর এই বিষয়টা প্রত্যেকটা জায়গায় একই রকম চলছে। আপনি যে চাচীর কথা বলছেন উনাকে নিয়ে এত কাজ করে দিত বিনিময়ে থাকে শুধু খাওয়া দিত। উনি যতদিন কাজ করে দিয়েছে এটা তো অনেক কিছু। কারণ বর্তমান সময়ে মানুষ টাকা ছাড়া কাজ করে না। আরিফের বউ ছিল একজন মিথ্যাবাদী এই জন্য চাচিকে কিছু না দেয়া সত্বেও সে সবাইকে বলে বেড়াতো আমি তাকে সবকিছুই দিয়ে থাকি। আর এ ধরনের মানুষের জন্য আজ সমাজ এত কলুষিত হচ্ছে।
জি ভাইয়া মানুষ সুযোগ পেলে সৎ ব্যবহার করে থাকে, ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আরিফ ও সোহেল দুই ভাই সোহেল আরিফের মতো চালাক নয় তবে শিক্ষক। আরিফের ক্ষমতা আছে তাই তার বউ গরিবদের উপরে জুলুম করে।আসলে ভাষা নেই গরিবদের হক মেরে খেয়ে কি ঐ মহিলা কোটিপতি হতে পারবে।ওনি কি সারাজিবনের জন্য বেঁচে থাকার অনুমতি নিয়ে এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে।ওই চাচি ভয় হয়তো এখন কিছুই বলতে পারছে না প্রতিবাদ করতে পারছে না তবে সৃষ্টি কর্তা বলে তো কেউ একজন আছেন। আসলে সৃষ্টি কর্তা ছার দেন ছেরে দেন না।
আসলে আপু এরা ভাবে সারাজীবন পৃথিবীতে বেঁচে থাকবে।ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করার জন্য।
বর্তমান দুনিয়া টা তাই হয়েছে সত্যের ভাত নেই ৷অর্থাৎ সত্য পথে চলতে গেলে অনেক কষ্ট দুঃখ নিয়ে চলতে হবে ৷আর এটাই হলো সৎ বা সততার গুণ বর্তমান সময়ে ৷আর যারা মিথ্যে আশ্রয় থাকে তারাই সুখে শান্তিতে চলে থাকে ৷ কিন্তু শেষমেষ বলে না যে সুখের পর দুঃখ যেটা আসলে মেনে নেওয়ার মতো থাকে না ৷ তবে যারা প্রতিনিয়তই দুঃখের সাথে চলতে থাকে তারা প্রতি সময়ে লড়াই করতে পারে৷
আসলে আপু, প্রকৃতির বাস্তবতা হচ্ছে মিথ্যে বিষয়টাকে সবাই খুব সাপোর্ট করে থাকে কিন্তু সত্য বিষয়কে কেউ সাপোর্ট করতে চায় না। মিথ্যার প্রভাবে সত্য ঢাকা পড়ে যায় কালো আঁধারে। কিছু মানুষ আছে মিথ্যা কে খুব সুন্দর ভাবে সত্য হিসেবে উপস্থাপন করে থাকে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাইয়া সমাজে এমন মানুষ আছে মিথ্যাকে সুন্দর ভাবে সত্যি বানিয়ে ফেলে,ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
একদমই ঠিক কথা বলেছেন৷ মিথ্যা দিয়ে এখন সব কিছুই করা যায়৷ আসলে মিথ্যাকে তারা এমন ভাবে উপস্থাপন করে যা সত্য থেকেও যেন একটু বেশি ভালো মনে হয়৷ মিথ্যে দ্বারা যদি কোন ধরনের কাজ সম্পন্ন করা যায় তাহলে তো আর কোন কথাই নেই৷ মিথ্যা যদি তারা জানে যে এটাই মিথ্যা তারপরেও কিছুতেই বলবে না যে এটি মিথ্যা৷ এটি সত্য মনে করে এগিয়ে যেতে থাকবে৷ সকলে এখন মিথ্যা সাথে বেশি থাকার চেষ্টা করে৷ মিথ্যাকে বেশি সমর্থন করে৷ ধন্যবাদ এই পোস্টই আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য।
মিথ্যার পক্ষে সবাই থাকে কিনা জানিনা, তবে পাওয়ারের পক্ষে সবাই থাকে। আরিফের বউ নিঃসন্দেহে তার স্বামীর পাওয়ারে এইসব কথা বলেছে। তবে যারা বাড়িতে কাজ করে তারা নিতান্তই গরীব এবং অসহায়। এই জন্য প্রতিবাদ করতে পারে না। আর তাই তার নামে মিথ্যা কথা বললেও এলাকাবাসী সেটা বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। আসলে এখনকার যে বাজার পরিস্থিতি, তাতে কেউই চায় না যে শুধুমাত্র খাবারের বিনিময়ে বাড়িতে কাজ করার জন্য। এটুকু কমনসেন্স তো থাকা উচিত একটা মানুষের।
আসলে ভাইয়া এদের পাওয়ার নেই বলে সব মেনে নিতে হয়, ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য।
আমাদের সমাজ ব্যবস্থা পাওয়ারফুল লোকদের দ্বারাই চালিত হয় আপু । কি আর করা যাবে, এই মেনে নিয়েই সবাইকে চলতে হবে।