সবাইকে নিয়ে বেঁচে থাকার নাম জীবন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবাইকে নিয়ে বেঁচে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


beach-7546731_1280.webp



লিংক


পৃথিবীতে একমাত্র সুখী তারাই যারা সবাইকে নিয়ে বেঁচে থাকতে চায়। আসলে একটা জিনিস আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে কোন একটা জিনিস যখন আপনি পাবেন এবং একা একা বসে বসে আনন্দ করবেন সেই আনন্দের ভিতরে কি কোন সুখ খুঁজে পাবেন। কিন্তু সেই জিনিসটা যখন সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ করতে পারবেন তখন মনে হবে যেন সেই জিনিস পাওয়ার থেকে সুখ ওইসব লোকেদের সাথে একসাথে পালন করার ভিতরে রয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যদি সবাই একসঙ্গে বসবাস করে একভাবে জীবনের শেষ সময় অব্দি থাকতে পারে তাহলে সেখানেই প্রকৃত সুখ রয়েছে। তাইতো সবাইকে একসাথে নিয়ে বেঁচে থাকার নাম হল জীবন। আর এই জীবনে আমাদের বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আসতেই পারে। কিন্তু সবাইকে একটু যদি সুখে রাখতে পারি তাহলে সেখানেই প্রকৃত শান্তি।


এই পৃথিবীতে বর্তমান সময় আমরা একটা জিনিস দেখতে পাই যে সবাই নিজের স্বার্থ অনুযায়ী চলাফেরা করে এবং কারো সাথে মেলামেশা করার কোন চেষ্টা করে না। আসলে স্বার্থপর ভাবে যারা চলাফেরা করে তারা জীবনে কখনো প্রকৃত সুখের দেখা পায় না। কেননা তাদের পুরো জীবনটা একদম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কেটে যায়। আসলে সামান্য একটু রোজগার করে যদি আপনি আপনার দুই বেলা মোটামুটি পেট ভরে চলতে পারেন এবং সবার সঙ্গে আপনার সুখ দুঃখ গুলো ভাগ করে নিতে পারেন তাহলে আপনি জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পাবেন। কেননা এই পৃথিবীতে এখন মানুষ উপর দিক থেকে নিজেদেরকে যতটা সুখি মনে করে কিন্তু ভিতরে দিক থেকে তারা ততটাই অসুখী। কেননা তারা এখন ছোট পরিবার নিয়ে বসবাস করতে অনেক বেশি ভালোবাসে।


প্রাচীনকালে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখছি যে তখন পরিবারগুলো ছিল যৌথ। অর্থাৎ যে পরিবারগুলোকে আমরা যৌথ পরিবার নামে চিনে থাকতাম। আসলে এই যৌথ পরিবার গুলোই যখন কোন আনন্দ উৎসব হতো তখন মনে হতো যে সেই আনন্দের কোন শেষ নেই। এছাড়াও সামান্য একটু খাবার সবাই মিলে একসাথে ভাগ করে খাওয়ার নাম কিন্তু ভালোবাসা। এই জিনিসগুলো অনেকেই রয়েছে যারা কখনো বুঝতে চেষ্টা করে না। আসলে জীবনের এই সময় গুলো যারা পার করেছে তারাই একমাত্র একসাথে বেঁচে থাকার আনন্দ পেয়েছে। কিন্তু এই পৃথিবী যত আধুনিক হয়েছে ততই মানুষ কেমন যেন আলাদা আলাদা ভাবে বসবাস করতে শুরু করেছে এবং নিজেদের চাহিদাগুলো পূরণ হলেই তারা সব সময় খুশি থাকে।


আসলে এই জিনিসটা সবার একটা ভুল ধারণা। কেননা আমরা যদি পরিবারের সবাইকে নিয়ে এবং সমাজের সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে পারি এবং কোন ধরনের সমস্যা আসলে সেই সমস্যার মোকাবেলা সবাই মিলে করতে পারি তাহলে আমাদের মধ্যে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনের মধ্যে আমরা সবসময় আনন্দে দিন কাটাতে পারব। তাইতো আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে একাকী বসবাস করতে চেষ্টা না করে। তারা যদি সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দে থাকতে পারে তাহলে তারা জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পাবে। তাইতো সবাইকে নিয়ে একসাথে যদি বেঁচে থাকতে পারি তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে এবং আমরা জীবনে প্রকৃত সুখ উপলব্ধি করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।