সঞ্চয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঞ্চয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


savings-7382278_1280.jpg



লিংক


আসলে যারা ভবিষ্যতের জন্য কখনো সঞ্চয় করে না তারা ভবিষ্যৎ জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যুবক বয়সে আমাদের কিন্তু পরিশ্রম করার মত শক্তি থাকে। আর এই বয়সে আপনি যেকোনো ধরনের কঠিন কাজ করতে পারবেন কেননা আপনার তখন কাজ করার মত শরীরের শক্তি থাকবে এবং মনোবল অনেক বেশি দৃঢ় থাকবে। কিন্তু যতই আপনার বয়স বাড়তে শুরু করবে ততই আপনার শারীরিক ক্ষমতা কমাতে থাকবে এবং কাজ করার প্রতি আপনার আসক্তি অনেকটা কমে যাবে। আর আমরা যদি আমাদের এই কাজ করার সময় একটু একটু করে সঞ্চয় করতে পারি ভবিষ্যতের জন্য তাহলে ভবিষ্যৎ জীবনে তেমন আর বেশি কোন কষ্ট হবে না।


একটা জিনিস আমরা সব সময় সাধারণত মধ্যবিত্ত পরিবারের লোকদের মধ্যে দেখতে পাই। কেননা মধ্যবিত্ত পরিবারের লোক গুলো সব সময় চেষ্টা করে কি করে তাদের পরিবারকে একটু সুখে রাখা যায়। আসলে তারা তাদের উপার্জনের কিছু অংশ সবসময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। কেননা তাদের পরিবারে যে পরিমাণ অর্থ আমরা উপার্জন করি তার পুরোটাই লেগে যায়। অর্থাৎ তারা কিন্তু মোটামুটি ভালোভাবে বসবাস করার জন্য চেষ্টা করে এবং প্রয়োজনের অতিরিক্ত টাকা তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। আর তার একটা বিষয় সবসময় জানে যে ভবিষ্যতে যদি তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে কেউ তাদেরকে এসে সেই সমস্যা থেকে কখনো উদ্ধার করতে সাহায্য করবে না।


আসলে তাদের নিজেদের সমস্যা গুলো সমাধানের জন্য নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার করতে হবে। এছাড়াও বর্তমান সময়ে এমন কোন মানুষ নেই যারা সুস্থভাবে বসবাস করে। অর্থাৎ মানুষের শরীর এখন বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে এবং এই রোগ গুলো যত বয়স হতে থাকে ততই কেমন যেন বাড়তে শুরু করে। আর চিকিৎসা ক্ষেত্রে বয়সের সময় অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। যদি আমরা আমাদের জীবনে আস্তে আস্তে করে একটু সঞ্চয় করে যেতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে সেই অর্থ দিয়ে আমরা আমাদের পরিবারকে একটু ভালোভাবে চালাতে পারব এবং আমরা আমাদের চিকিৎসা ভালো জায়গায় করাতে পারবো। কেননা আমরা সবাই জানি যে চিকিৎসা ক্ষেত্রে এখন কি পরিমান অর্থে প্রয়োজন হয়।


আর এজন্য আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিকে ভবিষ্যতের জন্য অবশ্যই সঞ্চয় করতে হবে। আবার কিছু কিছু মানুষ আছে যারা একটু সঞ্চয় করে সেই সঞ্চয়ের অর্থ আবার বিনা কাজে খরচ করে ফেলে। আসলে আমরা যদি সঞ্চয়ের জীবনে আনন্দ উল্লাস করে সেই টাকা উড়িয়ে ফেলি তাহলে কিন্তু কেউ আমাদেরকে সেই টাকা কখনো দেবে না এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই আমাদের হতে হবে। আর এসব দিয়ে বিবেচনা করে আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আস্তে আস্তে করে সঞ্চয় করতে হবে। আসলে সঞ্জয় কখনো আমরা খারাপ কাজে ব্যয় করবো না। আমরা আমাদের এই সঞ্চিত অর্থ দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবো। এভাবে বাকি জীবনটা আমাদের সুখে কাটতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

The article writes about the reasons why the middle class saves money and some money-saving practices, and I think that saving money in moderation is necessary in order to cope with future emergencies, and this article is very enlightening.