চিন্তা ভাবনা করে কথা বলতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চিন্তা ভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-1276384_1280.jpg



লিংক


একটা মানুষ তার অবস্থান অনুযায়ী সে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে দেশের জন্য। অর্থাৎ একদম উঁচু থেকে নিচু পর্যায়ে বিভিন্ন শ্রেণীর মানুষ অবস্থান করে এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। আর এই কাজকর্ম করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দায়িত্ব দেয়া হয়। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যারা উচু পর্যায় থাকে তাদের বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়ার আগে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয়। কেননা তারা যদি সঠিক চিন্তা ভাবনা না করে কোন একটা ডিসিশন দিয়ে ফেলে এবং সেই ডিসিশন যদি ভুল হয় তাহলে এদের করে শুধুমাত্র তার ক্ষতি নেই বরং সমাজের এবং দেশের ক্ষতি হবে। তাইতো এসব মানুষদের অনেক বেশি চিন্তাভাবনা করে কোন কিছুর সিদ্ধান্তে আসতে হয়।


আসলে কিছু নিচে শ্রেণীর মানুষ আছে তারা সবসময় মনে করে যে যারা উচু শ্রেণীতে থাকে তাদের তেমন কোন কাজকর্ম থাকে না এবং তারা শুধু মাত্র বসে বসে অর্থ উপার্জন করে। এছাড়াও তারা বসে বসে বিভিন্ন কাজের দিকনির্দেশনা দেন। আসলে একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে এসব ব্যক্তিরা প্রচুর পরিমাণে চাপে থাকে। কেননা তাদের কোন ভুলের কোন মাপ কখনোই হয় না। আপনি যদি একটি কাজে কখনো ভুল করেন তাহলে সেই কাজটি আপনি পুনরায় ঠিক করে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কেননা আপনার কাজ যদি ভুল হয় তাহলে সামান্য একটু সময় নষ্ট হবে এবং আপনি আবার পুনরায় যখন চেষ্টা করবেন তখন সেই কাজটিকে কিন্তু আপনি খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন।


কিন্তু সেই উঁচু শ্রেণীর লোকের একটা সামান্য ভুল কাজের জন্য আমাদের সবাইকেই কষ্ট ভোগ করতে হবে। তাইতো আমাদের সব সময় কোন কিছু করার আগে চিন্তা ভাবনা করতে হবে। এছাড়াও সমাজে কিছু কিছু লোক আছে যারা কখনো চিন্তাভাবনা না করে বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে তারা চিন্তা-ভাবনা না করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা কখনো প্রকৃত শিক্ষিত ব্যক্তি হতে পারে না। কেননা একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো বেশি কথা বলে না এবং তিনি যে কথাগুলো বলেন সবগুলো চিন্তা ভাবনা করেই বলেন। আর এইজন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে মানুষের সঙ্গে বুঝেশুনে এবং তাদের সম্মান দিয়ে তাদের সাথে আমাদের কথাবার্তা বলা উচিত।


আর এই পৃথিবীতে যে যত বেশি চিন্তা ভাবনা করতে পারবে সে তত বেশি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কেননা শুধুমাত্র কথাবার্তার ক্ষেত্রে চিন্তাভাবনা করলে হবে না সকল কাজকর্ম করার আগেও আমাদের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতে হবে যে কি করে সেই কাজটি দ্রুত সম্পন্ন করা যায় এবং এই কাজ করার মাধ্যমে আমরা কি করে আমাদের নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এইসব চিন্তাভাবনার জন্য কিন্তু আমরা অবশ্যই অন্যান্য মানুষ অপেক্ষার সমাজে সবসময় এগিয়ে থাকবো এবং একসময় আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারব। তাইতো আমাদের চিন্তা-ভাবনা করে সব সময় সবকিছু করা উচিত এবং মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করে অবশ্যই কথাবার্তা বলতে হবে যেন তারা আমাদের কথাবার্তায় কোন কষ্ট না পায়।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।