ধর্ম কি পার্থক্যের সৃষ্টি করে?
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ধর্ম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে ধর্মের সৃষ্টি যে কবে কিভাবে হয়েছিল তা আমার জানা নেই। যদিও বিভিন্ন পুস্তকে ধর্ম সৃষ্টি নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক রয়েছে। আসলে একটা মানুষ অন্য একটা মানুষের মধ্যে যে কি পার্থক্য রয়েছে তা আমরা কখনো বুঝতে পারিনা। শুধু চেহারা কত পার্থক্য থাকলেও অন্যান্য মানুষের মতো আমাদের মন রয়েছে, হৃদয় রয়েছে এবং ভালোবাসা রয়েছে। আসলে মানুষ মানুষের মধ্যে এই পার্থক্য সৃষ্টি কি তাহলে এই ধর্ম করে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার রইল। আসলে এই পৃথিবীটা একটা অপূর্ব সুন্দর জায়গা। সেই জায়গায় আমরা বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে বসবাস করি। যদিও প্রাচীনকালে আমার মনে হয় যে ধর্মের তেমন কোন সৃষ্টি হয়নি। আমার তো তখন সবাই সবাইকে মানুষ বলে চিহ্নিত করত।
কিন্তু বর্তমান সময়ে আমরা এর উল্টোটা দেখতে পাই। অর্থাৎ মানুষ এখন মানুষকে কখনো মানুষ বলে মনে করে না তাদের মনে করে বিভিন্ন ধর্মের মানুষ। অর্থাৎ ধর্ম মানুষকে আলাদা করে দিয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদের সৃষ্টি করেছে। কিন্তু একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ধর্ম কখনো একটা মানুষ অন্য একটা মানুষকে হিংসা করতে কখনো শেখায়নি। বরং কিভাবে তারা এক জায়গায় থাকবে এবং মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাবে এসব বিষয়গুলো তাদের মধ্যে ধারণা দিয়েছে। আসলে পূর্বের মানুষগুলো অশিক্ষিত থাকলেও তাদের মধ্যে ধর্ম শিক্ষা থাকার জন্য তারা মিলেমিশে এত সুন্দর ভাবে একটা জায়গায় বসবাস করতে পেরেছে। কিন্তু বর্তমানে শিক্ষিত লোকেদের মধ্যে আমরা এর উল্টোটা দেখতে পারি।
অর্থাৎ এখন মানুষ শুধুমাত্র ধর্ম নিয়ে লড়াই করে এবং একটা ধর্মের মানুষ অন্য একটা ধর্মের মানুষকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আসলে এই ধরনের ধর্ম তো আমাদের কেউ শেখায়নি। আসলে এই জিনিসটা নিয়ে আমরা এখন বর্তমানে বড়ই চিন্তিত। কেননা বিভিন্ন সময়ে এই ধর্মের জন্য এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করছে এবং তাদের এলাকা দখল করে নিয়েছে। আসলে তাহলে কি ধর্ম সত্যিই মানুষের মাঝে পার্থক্যের সৃষ্টি করেছে? যাইহোক এ বিষয়গুলো আপনারা হয়তোবা আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন কিন্তু সবাই যদি সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোতে পারি তাহলে কিন্তু এই ধরনের ঝামেলার থেকে আমরা মুক্তি পেয়ে একটা সুন্দর পৃথিবী গড়ার প্রচেষ্টা করতে পারবো।
আসলে আমাদের মনে রাখতে হবে যে দেশ ধর্মের দিক থেকে পার্থক্য সৃষ্টি না করে বড় একসাথে চলার চেষ্টা করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে তারা কিন্তু সব সময় উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। তারা কখনো মানুষের ধর্মকে বড় করে দেখে না বরং তাদের মন মানসিকতা দেখে মানুষকে ভালোবাসে এবং মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করে। কোন এক ধর্মের মানুষ যদি কোন বিপদে পড়ে তখন অন্য ধর্মের মানুষ এসে তাদেরকে সাহায্য করে এবং সেই বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য প্রতিনিয়ত তার পাশে থাকে। আসলে এটাই হল প্রকৃত ধর্ম। আর যে সকল অশিক্ষিত মূর্খ ব্যক্তিদের ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আসলে তারাই হলো পৃথিবীর সব থেকে বড় নাস্তিক।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।