পরিবেশ দূষণে আমাদের হাত।
আমার মতে পরিবেশ দূষণ আজকের বিশ্বের জন্য সবচেয়ে বড় সংকট। প্রতিদিন আমরা দেখি শহরের বাতাসে কালো ধোঁয়া, রাস্তায় প্লাস্টিকের আবর্জনা, নদীতে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য। এসব দৃশ্য আমার মনে ভয় জাগায়। আমি মনে করি, মানুষ নিজের স্বার্থে প্রকৃতিকে এতটা শোষণ করছে যে একদিন প্রকৃতি প্রতিশোধ নেবে। আমরা দেখছি গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়—সবকিছুই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফল। যা দিন দিন বেড়েই চলেছে। ফলে মানুষের স্বাস্থ্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হচ্ছে; বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ, ক্যানসার, হৃদরোগ এমনকি মানসিক সমস্যা পর্যন্ত বাড়ছে। আমার মনে হয়, যদি আমরা সচেতন না হই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেব। আমরা না চাইতেও একটি অনিশ্চয়তার পৃথিবী তাদের হাতে তুলে দেব।
আমি অনুভব করি যে, এই সমস্যার মূল কারণ আমরা নিজেরাই। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ তার প্রমাণ। গ্রামীণ কৃষকেরা শস্য উৎপাদনে সমস্যার সম্মুখীন হচ্ছে। শহরের মানুষ ভোগ করছে বিষাক্ত বায়ু, সাথে ধূলিকণা তো আছেই। আমরা প্রতিনিয়ত প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছি, নিদ্বিধায় গাছ কাটছি, ফিটনেস বিহীন গাড়ি থেকে কালো ধোঁয়া ছাড়ছি, কিন্তু তার নিকট ভবিষ্যত পরিণতি নিয়ে কি আমরা আদতেও ভেবেছি?
আমাদের জীবনযাত্রা এত ভোগবাদী হয়ে গেছে যে প্রকৃতির কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আপনাদের একটি তথ্য দেই, তাহলে বিষয়টি আপনাদের মাঝে আরো বেশি পরিষ্কার হবে।
সম্প্রতি দ্য টাইমস অব ইন্ডিয়ার একটি জরিপ বলছে, ভারতীয় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে জলবায়ু ও পরিবেশ:
৭১% মানুষ গত ১২ মাসে প্রচন্ড তাপপ্রবাহ অনুভব করেছেন। ৫৩% বলেছেন, তারা পানি দূষণের শিকার হয়েছেন। ৫৪% ভারী বায়ুদূষণের সম্মুখীন হয়েছেন। লোকেরা “খুব উদ্বিগ্ন” বন্যা, পানির সংকট, কৃষিক্ষেত্রের ক্ষতি, প্রজাতি বিলুপ্তি ইত্যাদি বিষয়ে।
আমি বিশ্বাস করি, পরিবর্তন শুরু হওয়া উচিত নিজের জীবন থেকে সরকারকে এই বিষয়ে আরো কঠোর হতে হবে। আইন কঠোরভাবে প্রয়োগ না করলে দূষণ রোধ করা সম্ভব নয়। পাশাপাশি স্কুলে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার শিক্ষা দেওয়া বাধ্যতামূলক বলে মনে করি। আমি চাই আমাদের পৃথিবী সবুজে ভরা থাকুক, শিশুরা পরিষ্কার বাতাসে শ্বাস নিক, নদী আবার আগের মতো স্বচ্ছ ভাবে বয়ে চলুক। যদি আমরা এখনই পদক্ষেপ না নেই, তবে পৃথিবী ধ্বংসের দিকে যাবে। প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব নেই।
Upvoted! Thank you for supporting witness @jswit.