নিজের ভালো নিজেকেই বুঝতে হবে।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1753113999594347942116499652836.jpg


সোর্স



আমাদের প্রত্যেকের নিজস্ব একটি জীবন আছে, শখ সৌখিনতা আছে, নিজে কিছু করার বা কিছু হওয়ার ইচ্ছা আছে, আর এটা প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকে। আর আমাদের এই ইচ্ছা, শখ-সৌখিনতা এবং জীবনের লক্ষ্য প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়ে থাকে, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল থাকে না। এমনকি বাবা মা আমাদের ছোটবেলা থেকে মানুষ করে অতি যত্নে বড় করে তোলে কিন্তু বাবা-মার ইচ্ছার সাথেও আমাদের অনেক সময় মতের মিল ঘটে না, যে আমরা কি হতে চাই বা কি করতে চাই। আসলে আমাদের বর্তমান জেনারেশনের থেকে আমাদের বাবা-মা অনেক বেশি পুরনো জেনারেশনের হয়ে থাকে অর্থাৎ আমাদের জেনারেশন আর আমাদের বাবা মার জেনারেশনের মাঝে অনেক বেশি দূরত্ব থাকে। যেহেতু প্রতিনিয়ত আমাদের পরিবেশ পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে এবং আমরা দিন দিন অনেক বেশি আধুনিক হয়ে চলেছি তাই আমাদের চিন্তাভাবনার সাথে আমাদের বাবা-মার চিন্তাভাবনা সব সময় পার্থক্য ঘটতে থাকে। তাই অনেক সময় আমরা আমাদের জীবন নিয়ে যেমন চিন্তাভাবনা করি তেমন চিন্তাভাবনার সাথে আমাদের বাবা-মায়ের চিন্তাভাবনার কখনোই মিল হয় না।


কারণ তারা তাদের জেনারেশন এবং তাদের চিন্তাভাবনা অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা করে আর আমরা পরিকল্পনা করি আমাদের জেনারেশন আর আমাদের শিক্ষা এবং পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী। তবে এমনটা নয় যে তারা আমাদের খারাপ চায় বা খারাপের জন্য কোন কিছু বলে কিন্তু কিছু কিছু সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে তারা হয়তো ভালো জিনিসটাও বুঝতে পারে না বা বোঝে না। বর্তমানের আধুনিক ডিজিটাল বিষয়বস্তু যেহেতু আগেকার সময় ছিল না তাই অনেক ক্ষেত্রেই অনেক জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে। তাই আমাদের সবসময় আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা নিজেদেরই চিন্তা করা উচিত। এছাড়াও আমরা আমাদের যেসব বন্ধু বান্ধবী অথবা প্রিয় মানুষদের সাথে মেলামেশা করি তারাও যে আমাদের জীবন সম্পর্কে সব সময় ভালো পরামর্শ দেবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু সময় এমন আছে যে আমাদের সবথেকে বিশ্বস্ত বন্ধু আমাদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে। আমাদের জীবনে উন্নতি তারা সহ্য করতে পারে না। কারণ তারা কখনোই চায় না যে তাদের থেকে আমরা আমাদের জীবনে বেশি সফলতা অর্জন করি। তাই প্রতিনিয়ত আমাদের এইসব বন্ধু নামের কিছু শত্রু আমাদের খারাপ পরামর্শ দেওয়ার চেষ্টা করতে থাকে।


শুধুমাত্র যে বন্ধু বান্ধবীরাই খারাপ চায় এমনটা নয়, আমাদের এমন কিছু খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন আছে যাদের আমরা ঘনিষ্ঠ এবং শুভাকাঙ্ক্ষী মনে করি কিন্তু তারা আমাদের কখনোই ভালো চায়না। কিছু আত্মীয় এমনও আছে যারা সব সময় চায় যে তারাই সবথেকে শ্রেষ্ঠ হয়ে থাকবে। তাদের সন্তানেরা পড়াশোনায় ভালো হবে জীবনে সফল হবে এবং সুখে শান্তিতে জীবন যাপন করবে। আর অন্যের সংসারে যেন ভালো না হয় বা আমরা যেন তাদের থেকে সুখে না থাকতে পারি সেই জন্য সব সময় কুপরামর্শ দিতে থাকে, এমনকি অনেক সময় আমাদের খারাপ কাজেই সমর্থন করে থাকে। তাই সবসময় আমাদের বুঝতে হবে যে আমাদের আত্মীয়-স্বজন আমাদের জীবনে ভালো পরামর্শ দিচ্ছে নাকি খারাপ পরামর্শ দিচ্ছে। আর এইসব আমাদের খারাপ চাওয়া মানুষদের কথার জালে কখনোই পড়া যাবে না নইলে আমাদের অবশ্যই জীবনে খারাপ পরিণতি হতে পারে। আসলে সর্বোপরি আমাদের ভালো আমাদের নিজেদেরকেই দেখতে হবে। কারণ আমাদের বাবা মা ছাড়া অন্য কেউ কখনোই আমাদের উন্নতি সহ্য করতে পারে না। একমাত্র বাবা-মাই চাইবে যে তাদের সন্তান তাদের থেকেও অনেক বেশি জীবনে সাফল্য অর্জন করুক এবং ভালোভাবে জীবন যাপন করুক।


বাবা মা ছাড়া পৃথিবীতে প্রত্যেকেই চায় যে তাদের থেকে তাদের আশেপাশের সব মানুষ যেন সাফল্য কম পায় এবং তাদের থেকে কখনোই বেশি ভালো না থাকতে পারে। আমাদের আশেপাশের মানুষ ও বন্ধু বান্ধবী তো অনেক সময় আমাদের উন্নতি সহ্য করতে না পেরে আমাদের বিভিন্ন খারাপ কাজে যুক্ত করার চেষ্টা করে, বিভিন্ন খারাপ নেশায় আসক্ত করার চেষ্টা করে, এমনকি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যেন আমাদের জীবনটা ধ্বংস হয়ে যায় আর আমরা জীবনে উন্নতি করতে না পারি এবং ভালোভাবে জীবন যাপন করতে না পারি। তাই আমাদেরই সব সময় সচেতন থাকতে হবে এবং বিভিন্ন খারাপ বস্তু, খারাপ কর্ম, খারাপ নেশা, অর্থাৎ প্রত্যেকটি খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে। আর অবশ্যই আমাদের সব সময় আমাদের চারপাশের মানুষগুলি থেকে সচেতন থাকতে হবে যেন আমাদের আশেপাশের মানুষ এমনকি আমাদের প্রিয় মানুষও আমাদের জীবনের ক্ষতির কোন কারণ হয়ে না দাঁড়াতে পারে। আমাদের ভালো যেহেতু অন্য কেউ কখনোই চাইবে না তাই নিজের ভালো আমাদের নিজেদেরই বুঝতে হবে এবং আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবেচিন্তে আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, জীবনে সফলতার জন্য কি কর্ম করবো, এবং কখন কাকে বিবাহ করবো আমাদের জীবনের যাবতীয় সব সিদ্ধান্ত আমাদের একান্ত নিজস্ব হওয়া উচিত।।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 3 days ago 

আপনার কথাটি খুবই সত্য। নিজের ভালো-মন্দ বুঝতে পারাটা আসলে আত্মবিশ্বাসের প্রথম ধাপ। নিজের মূল্য বোঝার মাধ্যমেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।নিজেকে চেনা এবং নিজের ভালো বুঝতে পারাটা জীবনের সবচেয়ে বড় অর্জন। এক্ষেত্রে সেলফ-রিফ্লেকশন (আত্ম-সমালোচনা) এবং মেডিটেশন অনেক সাহায্য করতে পারে। আপনার পোস্ট অনেককে অনুপ্রাণিত করবে।