কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়।

in আমার বাংলা ব্লগ9 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17441774412816495296938316424232.jpg



সোর্স



আমাদের জন্মের পর থেকেই একটু একটু করে আমাদের শখ শৌখিনতা ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হতে থাকে। অনেক মানুষ আছে যারা তাদের ইচ্ছাকে প্রাধান্য দেয় এবং সেই হিসেবে লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকে। আবার অনেকে আছে যারা ভেবেই নেয় যে তাদের দ্বারা এই কাজ হবে না অর্থাৎ তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হবে না। কারণ সত্যি কথা বলতে প্রতিটি মানুষের প্রত্যেকটা জিনিস অর্জন করার জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রমের। কোন জিনিস অর্জন করতে হলে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবেই আমরা সেই জিনিসটি অর্জন করতে পারব। আর শুধু পরিশ্রম করলেই যে প্রত্যেকটা জিনিস নিজের করে পাওয়া যাবে এমন নয়। পরিশ্রম করার সময় বা পরিশ্রম করার জন্য জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। যেমন কেউ যদি ভালো একটি চাকরির আশা করে তাকে অবশ্যই ছোটবেলা থেকেই মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তার ওই উদ্দেশ্য সফল করার জন্য। আর এই পড়াশুনা এবং কঠোর পরিশ্রমের দিকে লক্ষ্য করে চলতে গিয়ে তার জীবনের অনেক ভালো সময়, বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি, পরিবারের সাথে ঘুরতে যাওয়া, আনন্দ ত্যাগ করে তাকে এক মনে লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী চলতে হবে, তবেই গিয়ে বড় হয়ে সে তার মনের মতো একটু চাকরি পাবে এবং জীবনে সফলতা পাবে।


এমনও কিছু মানুষ আছে যারা জীবনে সফলতা তো চায় কিন্তু সেই সফলতা অর্জন করার জন্য জীবনের আনন্দ, বন্ধুদের সাথে সময় কাটানো, এদিক ওদিক ঘোরাঘুরি এছাড়াও বিভিন্ন কারণে সময় নষ্ট করা বাদ দিয়ে কঠোর পরিশ্রম করতে চায় না। তাই বলা হয় জীবনে সফল হওয়া অত সহজ নয়। আর এইসব মানসিকতার মানুষ কিছুটা সমাজের ক্ষতিকারক হয়ে থাকে। কারণ যেসব মানুষ জীবনে অনেক ভালো সময় ত্যাগ করে লক্ষ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা অর্জন করে তাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করতে এবং হিংসা করতেই ব্যস্ত থাকে। অসফল ব্যক্তিরা কখনোই সফল ব্যক্তিদের পরিশ্রম বোঝে না, তারা মনে করে সফল ব্যক্তিরা যেন শুয়ে বসে দিন কাটিয়ে সফলতা ভাগ্য জোরে পেয়ে থাকে। জীবনে ভালো কিছু অর্জন করতে হলে আমাদের অবশ্যই কিছু ত্যাগ করে চলতেই হবে। কিছু কিছু ত্যাগের মাধ্যমেই জীবনে অনেক বেশি শান্তি পাওয়া যায়। যেমন সংসারে কোন ব্যক্তি যদি ছোট ছোট ত্যাগ করা শুরু করে তাহলে একসময় দেখা যায় সেই ছোট ছোট তাগের ফলে ভালো কিছু ঘটেছে। সংসার সুখ শান্তি বিরাজ করছে। আসলে আমরা যদি মানুষের ছোটখাটো টুকটাক ভুল সবসময় ধরতে থাকি তাহলে অনেক সময় আমরা মানুষটাকেই তিক্ত করে ফেলব। ফলে তাদের সাথে আমাদের অনেক বেশি খারাপ সম্পর্কের সৃষ্টি হবে।


কিন্তু আমরা যদি ছোটখাটো ভুল ত্যাগ করতে থাকি তাহলে পরবর্তীতে সেই ব্যক্তিটি নিজেই বুঝতে পারবে এবং সে অবশ্যই নিজেকে পরিবর্তন করবে আর সম্পর্ক অবশ্যই ভালো থাকবে। কোন ব্যক্তি যদি নিজে উন্নতি করার জন্য প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে থাকে এবং বিভিন্ন দিক থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে তাহলে তার সাফল্যতা কেউ আটকে রাখতে পারবে না। তবে নিজেকে এই সফল করার জন্য আমাদের প্রতিনিয়ত অনেক কিছু ত্যাগ করতে থাকতে হয়। কোন ব্যক্তি যদি ছোট একটি চাকরি করে এবং বড় ভালো একটি চাকরি করার ইচ্ছা রাখে এবং সেই অনুযায়ী যদি সে আনন্দ এবং বিলাসিতা ত্যাগ করে পরিশ্রম করতে থাকে। তাহলে সে অবশ্যই ভালো একটি চাকরি পাবে। অনেকেই আছে অল্প কিছু পরিমাণ অর্থ উপার্জনের চাকরি পেয়ে তাতেই অনেক বেশি বিলাসবহুল জীবন যাপন করতে থাকে। কিন্তু এসব মানুষ কোনভাবেই তার বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করে আরো একটু পরিশ্রম করে ভালোভাবে নিজেকে সফল করেনা। আসলে আমরা চারপাশে যাই দেখি না কেন সবকিছুই ত্যাগের ওপর নির্ভর করে। ভালো কিছু পেতে হলে আমাদের সবসময়ই কিছু না কিছু ত্যাগ করতে হবেই। আমরা যদি বর্তমানের অল্প আনন্দকে ত্যাগ করি তাহলে আমরা ভবিষ্যতে অনেক বেশি আনন্দে বাঁচতে পারব।


ভবিষ্যতের সুন্দর সময় পেতে হলে বর্তমানের আনন্দ ত্যাগ করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে সফলতাকে অর্জন করতে হবে। যেমন আমাদের শরীরের অপ্রয়োজনীয় অতিরিক্ত ওজন কমাতে গেলে অস্বাস্থ্যকর এবং অতিরিক্ত খাবার আমাদের ত্যাগ করতে হবে। অলসতা ত্যাগ করে ব্যায়াম করতে হবে। ভালো জীবনসঙ্গী পেতে হলে আগে নিজের খারাপ জিনিসগুলো এবং অভ্যাসগুলো ত্যাগ করতে হবে এবং নিজেও একটি ভালো জীবনসঙ্গী হতে হবে। কোন কাজে দক্ষতা অর্জন করতে হলে বিশ্রাম ত্যাগ করে সেই কাজ প্রতিনিয়ত অনুশীলন করতে হবে এবং কাজে সময় দিতে হবে। ত্যাগের মাধ্যমে আমাদের কাছে সফলতা আসবে। তবে আমাদের জীবন থেকে সবকিছু ত্যাগ করলে আবার জীবনশূন্য হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই বুঝে শুনে জীবন থেকে কিছু জিনিস ত্যাগ করা উচিত। যেসব জিনিস আমাদের ক্ষতিকারক এবং আমাদের সাফল্যে বাধা সেসব জিনিস অবশ্যই আমাদের ত্যাগ করা উচিত। যেমন শরীর সুস্থ এবং ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের নেশা, মাদকদ্রব্য, সিগারেট, ড্রাগ ইত্যাদি বিভিন্ন জিনিস ত্যাগ করে চলতে হবে তবে আমরা সুস্থভাবে বাঁচতে পারব। তবে যে সব জিনিসে আমাদের ভালো হবে এবং আমাদের জীবন যাপনের জন্য প্রয়োজন সে সব জিনিস কখনোই আমাদের ত্যাগ করলে চলবে না। আমাদের প্রতিনিয়ত জীবনের প্রতিটি পদক্ষেপ ভাবনা-চিন্তা করে এগোতে হবে।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 9 days ago 

1000037812.jpg

1000037811.jpg

1000037810.jpg

 9 days ago 

আপনি ঠিক বলেছেন, অবশ্যই কিছু পেতে হলে কিছু দিতে হয় এইটাই প্রকৃতির নিয়ম। পৃথিবীর সবকিছু একেবারে ফ্রিতে পাওয়া যায় না। নিজের জীবনের মঙ্গলের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় এটাই বাস্তবতা। ধন্যবাদ আপনাকে।