নিজের যোগ্যতা সম্পর্কে জানতে হবে।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17520770582794873901582330844269.jpg



সোর্স


আমাদের প্রত্যেকটা মানুষেরই ছোটবেলা থেকে কিছু ভালো লাগা কাজ থাকে। যেসব কাজ করতে করতে আমরা সেই কাজ সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারি। আবার অনেক সময় কোন একটি বস্তু, ব্যক্তি বা কোন একটি বিষয় সম্পর্কে আমাদের জানতে বা বুঝতে ভালো লাগে আর সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখতে দেখতে আমরা সেই বিষয়ের উপর অনেক বেশি জ্ঞান অর্জন করে থাকি। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু লুকানো ট্যালেন্ট বা প্রতিভা থাকে যা আমরা হয়তো সময়ের সাথে সাথে জানতে পারি আবার অজানাই থেকে যায় অনেকের জীবনে। তবে আমাদের নিজেকে সমাজের মানুষদের কাছে যোগ্য করে তুলতে হলে অথবা অন্যদের থেকে নিজেকে অনেক ভালো করে তুলতে হলে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকতে হবে। বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। নিজের প্রতিভা লুকালে চলবে না প্রতিনিয়ত নিজের প্রতিভাকে আরো ভালো করে তুলতে হবে। এবং নিজেকে অনেক বেশি উন্নত করতে হবে। তবে আমরা সফল হতে পারব যে কোন কাজে। আসলে আমাদের প্রতিনিয়ত বুঝতে হবে আমাদের যোগ্যতা কি এবং কতটুকু। বিভিন্ন বিষয়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে।


কোন কাজ করতে হলে ভয় পেলে চলবে না, নিজের ভেতরের ভয়কে প্রতিনিয়ত দমন করতে শিখতে হবে। কারণ এই ভয় আমাদের বিভিন্ন বিষয় উপর আমাদের যে যোগ্যতা বা প্রতিভা সেটা দমন করে দেয়। আমাদের সাফল্যের চূড়ায় উঠতেই দেয় না। আমাদের সফল হতে গেলে সবার আগে নিজেকে সব বিষয়ের যোগ্য করে তুলতে হবে এবং নিজের যোগ্যতাকে খুঁজে বের করতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেই চ্যালেঞ্জে নিজে জয়ী হতে হবে। আসলে আমরা প্রতিনিয়ত নিজের যোগ্যতাকে সন্দেহ করতে থাকি তাই অনেক সময় আমরা বিভিন্ন কাজে হেরে যাই। আমরা যদি মনে করি যে আমরা পারবো এবং নিজের ওপর বিশ্বাস রাখতে পারি তাহলে অবশ্যই আমরা নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারব। আসলে আমাদের কম্পিটিশন অন্য কারোর সাথে থাকে না আমাদের কম্পিটিশন থাকে আমাদের নিজেদের সাথে, কারন আমরা প্রতিনিয়ত নিজেরাই অনেক বেশি ভেবে ফেলি এবং নিজের যোগ্যতাকে সন্দেহ করি। নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে পারি না যার ফলে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় বিফল হই।


আমাদের উৎসাহ নষ্ট করার মানুষ প্রচুর আছে এই পৃথিবীতে। এছাড়াও আমরা যেন সফল না হতে পারি সে বিষয়েও চেষ্টা করেও চলেছে আমাদের চারপাশের অনেক মানুষ। আমাদের প্রতিনিয়ত নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে বা আমরা বিভিন্ন কাজে যোগ্য নয় সে ব্যাপারে বলার জন্য এবং আমাদের নিরুৎসাহিত করার জন্য প্রচুর মানুষ চারপাশে রয়েছে। এইসব মানুষের কথা শুনে যদি আমরা নিজের যোগ্যতাকে সন্দেহ করি তবে আমরা অবশ্যই হেরে যাবো এবং জীবনে কখনো কোন কিছুই করতে পারবো না এবং সাফল্যের মুখ জীবনেও দেখতে পারবো না। তাই পৃথিবীতে যেহেতু আমাদের নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করার এত মানুষ আছে এবং আমাদের যোগ্যতা কে সন্দেহ করার অনেক মানুষ আছে তাই আমরা নিজেরা অন্তত নিজেদের যোগ্যতা কে কখনোই সন্দেহ করব না। সব সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবো এবং নিজেকে প্রতিনিয়ত আরো বেশি যোগ্য করে তোলার চেষ্টা করব। তাহলে নিজের প্রতি নিজের ভরসা আরো বেশি বাড়তে থাকবে। আমরা যত নিজেকে যোগ্য করে তোলার জন্য বিভিন্ন ধরনের কাজ করবো এবং বিভিন্নভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করব ততই আমরা আরো বেশি যোগ্য হয়ে উঠব।


আর এই জ্ঞান অর্জনের জন্য এবং নিজের যোগ্যতা বৃদ্ধির চেষ্টা করার জন্য আমরা যেসব কাজ করব তার জন্য আমাদের নিজের প্রতিও অনেক দৃঢ় আত্মবিশ্বাস জন্ম নেবে আর এই আত্মবিশ্বাস আমাদের ছেড়ে কখনোই যাবে না যতই আমাদের পাছে লোকে নিন্দা করুক না কেন। আমাদের প্রতিনিয়ত আমাদের নিজেদের সম্পর্কে এবং নিজেদের যোগ্যতা সম্পর্কে অবগত থাকতে হবে যে আমরা কি পারি কি পারি না এবং আমাদের যোগ্যতা কতটুকু এছাড়া আরো কতটা পরিশ্রম করলে যোগ্যতা আরও বাড়াতে পারবো। আমরা যখন অনেক বেশি যোগ্য হয়ে উঠবো এবং জীবনে সফল হব তখন সেই খুব মন্তব্য করা মানুষগুলোই বলতে বাধ্য হবে যে এই মানুষটি অনেক বেশি যোগ্য সব কাজে। নিজেকে এতটাই বেশি যোগ্য গড়ে তুলতে হবে যে নিজের গুনগান যেন নিজের না করতে হয়। অন্য মানুষেরা বাধ্য হয়ে যাবে আমাদের যোগ্যতার গুনোগান করতে। তাই প্রতিনিয়ত পড়াশোনার মাধ্যমে বা বিভিন্ন ভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে আর প্রতিনিয়ত নিজের যোগ্যতা বৃদ্ধি করতে থাকতে হবে। তাহলেই আমরা জীবনে অনেক বেশি সাফল্য লাভ করব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।