ভাগ্য।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের ভাগ্য বড়ই অদ্ভুত। আমাদের প্রত্যেকের ভাগ্য আলাদা আলাদা, আমরা অন্য কারোর ভালো ভাগ্য দেখে তার মত নিজের ভাগ্যটাকে তৈরি করতে পারব না। ভাগ্যের উপর আমাদের কোনোই জোর নেই। আমাদের ভাগ্যে যদি লেখা থাকে যে আমাদের কয়েকদিন পরেই কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তবে আমাদের সেই দুর্ঘটনার সম্মুখীন হতেই হবে। এই দুর্ঘটনা এড়ানোর ক্ষমতা আমাদের নিজেদেরও নেই। তেমনি আমাদের ভাগ্যে যদি থাকে যে আমরা কোটিপতি হব তবে আমাদের কর্ম না করেও কোন একভাবে আকাশ মেঘপালের জোরে কোটিপতি হয়ে যাব। দেখা যাবে দিদা দাদুর কোন সুপ্ত সম্পত্তি হঠাৎ আমাদের নামে হয়ে গেল অথবা বাবা মা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের অনেক সম্পত্তি টাকা পয়সা দিল। এমনও হতে পারে কোন এক খামখেয়ালিতে অর্থাৎ একটু মজা করেই একটা লটারি কেটে নেওয়া সেই লটারিতে কোটি টাকা পুরস্কার কপালে জুটে গেল। আসলে আমরা প্রতিনিয়ত যে বলতে থাকি যে কর্ম করলেই অনেক ভালো ফল পাওয়া যাবে, এবং আমরা যদি প্রতিনিয়ত সাফল্য পেতে অনেক বেশি পরিশ্রম করি তবেই সাফল্য পাব এবং অনেক বেশি অর্থ উপার্জন করতে পারব।
আসলে এই কথাগুলি একদমই সত্য কথা কিন্তু পরিশ্রমের পাশাপাশি ভাগ্য বলেও একটি আলাদা জিনিস আছে। অনেক সময় এমন হয় যে আমরা কোন কিছু পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে থাকে এবং দিনরাত সেই জিনিসটির পেছনে সময় দিতে থাকে। যথাসাধ্য চেষ্টা এবং কঠোর পরিশ্রমের পরও আমরা অনেক জিনিস এমন আছে যা পাই না, আসলে এইসব ক্ষেত্রে আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দেয় না। শুধুমাত্র পরিশ্রমই যে জীবনের সফলতা আসবে এমন কোন গ্যারান্টি নেই, জীবনে ভাগ্য বলে অনেক বড় একটি জিনিস আছে যার সঙ্গ না দিলে জীবনে কখনোই উন্নতি করা সম্ভব নয় এমনকি বেঁচে থাকাও অসম্ভব। আমাদের এই ভাগ্য যেমন আমাদের সফলতাকে নিয়ন্ত্রণ করে তেমন আমাদের বেঁচে থাকা কেউ ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। ভাগ্যে যদি থাকে যে আমাদের শীঘ্রই অর্থাৎ কম বয়সে মৃত্যু ঘটবে তবে আমাদের স্বয়ং মা-বাবা অথবা কেউই বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না। আবার ভাগ্যে যদি আমাদের দীর্ঘায়ু থাকে তবে আমাদের মৃত্যু শরীরের স্পর্শ করতে পারবে না। আমাদের জীবনে যতই দুর্ঘটনা ঘটুক না কেন মৃত্যু আমাদের জীবনে ঘটবে না।
আসলে ভাগ্য অনেক বড় একটি জিনিস, বিগত সময়গুলিতে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ভাগ্য কত বড় একটি জিনিস। আমাদের যদি কপালে থাকে মৃত্যু তবে ঘরে বসে, শুয়ে, ঘুমাতে ঘুমাতে, অথবা আনন্দে সময় কাটানোর সময়তেও মৃত্যু ঘটতে পারে। যেমনটি ঘটেছে অসহায় নিষ্পাপ স্টুডেন্টদের সাথে। মৃত্যু প্লেনের নামে এসে পড়েছে তাদের জীবনে। আবার মৃত্যু যদি কপালে না থাকে বা মৃত্যুর সময় যদি আমাদের জীবনে এসে না থাকে তবে যতই দুর্ঘটনা ঘটুক না কেন মৃত্যুর মুখ থেকে আমাদের ঠিক বাঁচিয়ে নিয়ে যাবে আমাদের বিধাতা। যেমনটি ঘটেছে ওই বিমানে থাকা একটি মাত্র মানুষের সাথে। বিমানে উপস্থিত সবার মৃত্যু ঘটলেও ওই একটি মাত্র ব্যক্তি বেঁচে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন, কারণ তার মৃত্যু তার ভাগ্যে ওই সময়ে ছিল না। আসলে ভাগ্যে যখন যেটা লেখা থাকবে তখন আমাদের সাথে সেটা হবেই আর সেই জন্যই আমাদের ভাগ্য পরিবর্তন করা আমাদের কোনোভাবেই সম্ভব নয়।
যেহেতু ভাগ্যের ওপর আমাদের কোন কন্ট্রোল নেই এবং আমরা ভাগ্যকে পরিচালনা করতে পারব না তাই আমাদের ভাগ্যকে ভাগ্যের মতোই ছেড়ে দেওয়া উচিত। সব সময় আমাদের সাথে যেটা ঘটবে সেটা কোন অভিযোগ ছাড়া মেনে নিতে হবে। কারন আমরা যেহেতু ভবিষ্যৎ দেখতে পারি না তাই আমরা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারবো না। তবে সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়াও উচিত নয়, প্রতিনিয়ত আমরা সঠিক কর্ম করতে থাকবো। আমরা যদি সব সময় সঠিক কর্ম করতে থাকি এবং নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং সুন্দর ভাগ্যের জন্য কঠোর পরিশ্রম করতে থাকি তবে অবশ্যই আমাদের ভাগ্য ভালো হতেই পারে। কারণ কর্মের ফলে অনেক সময় আমাদের ভাগ্য ভালো হয়ে থাকে। ভাগ্যকে আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না ঠিকই কিন্তু আমরা আমাদের সুন্দর কর্মের দ্বারা এবং পরিশ্রমের দ্বারা ভালো করার চেষ্টা করতেই পারি। কারণ সবকিছু ভাগ্যের পরে ছেড়ে দিলে দেখা গেল ভালো কর্মের অভাবে ভাগ্যটা এমনি খারাপের দিকে এগিয়ে গেল। তাই সবসময় সৎকর্ম এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে সুন্দর ভবিষ্যৎ এবং অনেক ভালো একটি ভাগ্য গঠন করার জন্য।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1950155040783552896
https://x.com/PussFi_FNDN/status/1950202967245934999
খুব ভালো একটি লেখনী! লেখাটিতে অনুভব ও যুক্তির ভারসাম্য দারুণভাবে এসেছে।ভাগ্যের উপর গভীর ভাবনা প্রকাশ করেছেন।দারুণভাবে 'ভাগ্য নির্ধারক' হিসেবে বাস্তব ঘটনাগুলো তুলে ধরেছেন।অনেক বাস্তব উপলব্ধি এই লেখায় উঠে এসেছে।