মানসিকতা।

in আমার বাংলা ব্লগ13 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17510111345578222242647323122764.jpg


সোর্স



আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে আর এই প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আসলে প্রত্যেকটি মানুষ বিভিন্ন পরিবেশ থেকে বেড়ে ওঠে তাই তাদের চিন্তাভাবনাও তাদের পরিবেশ অনুযায়ী তৈরি হয়ে থাকে। যে যেমন পরিবেশে বড় হয় তার চিন্তাধারা মানসিকতা ঠিক তেমনভাবেই তৈরি হয়। শুধু সামাজিক পরিবেশের জন্যই কিন্তু মানুষের চিন্তা ভাবনা ভিন্ন হয় না। বাড়ির পরিবেশ বাবা-মার ভালোবাসা এবং বাবা-মা কিভাবে তাদের সন্তানকে মানুষ করছে সুন্দর করে বড় করে তুলছে নাকি প্রতিনিয়ত মারধর করছে এবং কেমন শাসনের মধ্যে রাখছে তার ওপরেও মানুষের মানসিকতা নির্ভর করে। এইসব জিনিসের উপর ভিত্তি করেই ছোটবেলা থেকে আমাদের চিন্তা ভাবনা এবং মানসিকতা তৈরি হতে থাকে। তাই আমরা আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এবং বিভিন্ন মানসিকতার মানুষ দেখতে পাই। আর আমাদের প্রত্যেকেরই মানসিকতা ভিন্ন হওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন মানুষের সাথে মেলামেশা কথাবার্তার মাধ্যমে আরো নতুন নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কে জানতে পারি।


ছোটবেলা থেকে আমাদের যেমন মানসিকতা থাকে সে মানসিকতা নিয়েই আমরা বড় হই না। ছোট থেকে আমরা যত বড় হতে থাকি তত আমাদের জীবনে পথ চলার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হতে থাকে এছাড়াও ঘাত প্রতিঘাত আমরা প্রতিনিয়ত পেতে থাকি যার ফলে আমাদের মানসিকতার পরিবর্তন হতে থাকে। আসলে প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনার করার ধরন আলাদা তাই মানুষের মানসিকতাও অনেক আলাদা তৈরি হয়। কোন একটি ঘটনা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে থাকে। এবং সেই চিন্তাভাবনা থেকে বিভিন্ন ধরনের মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়। কোন কোন ব্যক্তি এমন আছে যারা সব সময় বিভিন্ন ঘটনা দেখে বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে সব সময় জ্ঞান অর্জন করতে থাকে। আবার কিছু মানুষ আছে যারা বিভিন্ন ঘটনা থেকে নেগেটিভ জিনিস বা খারাপ জিনিস খুঁজতে থাকে। আবার কিছু মানুষ আছে যারা সব সময় পজিটিভ বা ভালো চিন্তাভাবনা করতে থাকে এবং প্রত্যেক জিনিসের মধ্যে ভালো কিছু খোঁজার চেষ্টা করে। এগুলো সম্পূর্ণই মানসিকতার ওপর নির্ভর করে, যে কে কেমন ভাবে কোন জিনিসটিকে দেখলে। মানুষের চিন্তা ভাবনা যেমন হবে তার প্রতিফলন তার মানসিকতায় এবং তার আচরণে পূর্ণরূপে প্রকাশ পাবে।


কিছু কিছু মানুষ এমন আছে যারা কি ভুল কি ঠিক সেটা বিচার বিবেচনা করার কোন প্রয়োজন মনে করে না। তারা নিজেরা যা বোঝে সেটাই সঠিক বলে মনে করে। কারণ তারা ছোটবেলা থেকে সেই মানসিকতার মধ্য দিয়েই বড় হয়েছে। এইসব মানুষদের মতে তারা যেটা বোঝে সেটাই ঠিক আর বাকিরা যা বোঝে সবই ভুল। আসলে এইসব মানসিকতার মানুষদের সাথে মেলামেশা, যে কোন রকম কথা বলা, এমনকি যে কোন বিষয়ে আলোচনা করা অনেক বেশি কষ্টকর ব্যাপার। কারণ এইসব ব্যক্তিকে সঠিক জিনিস যতই বোঝানোর চেষ্টা করা হয় না কেন তারা যা বোঝার সেটাই বুঝবে। আর বাস্তব যেটা ঘটেছে বা আসল সত্য বলা সত্বেও বা বোঝানো সত্বেও এইসব ব্যক্তিকে বোঝানো যায় না। তাই এসব ব্যক্তি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এরা যখন তখন যে কোন মানুষকে ভুল বুঝে যে কোন রকম ভুল পদক্ষেপ নিয়ে বসতে পারে। আর প্রায় ক্ষেত্রেই এইসব মানুষ প্রতিনিয়ত অন্য মানুষকে ভুল বুঝে থাকে। কারণ এইসব মানুষের সব সময় মনে হয় যে এরা যে কাজ করছে সেটা অনেক ভালো কাজ এবং ঠিক কাজ এবং অন্য সবাই ভুল কাজ করে। এছাড়াও সবাই এই ব্যক্তিকে অনেক বেশি হিংসা করে এবং সব সময় ক্ষতি করার চেষ্টা করে।


তাই এইসব চিন্তাভাবনা এবং খারাপ মানসিকতার মানুষদের থেকে আমাদের সব সময় দূরত্ব বজায় চলা উচিত। কারন এইসব ব্যক্তি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। এইসব মানুষের প্রতিটা কথা আমাদের মানসিকতা অনেক বেশি নষ্ট করে বা খারাপ করে দিতে পারে। যেকোনো ভালো কাজের প্রতি আগ্রহ নষ্ট করে ফেলে এবং প্রতিনিয়ত নেগেটিভ কথা এবং নেগেটিভ জিনিসের প্রতি এদের আসক্তি বেশি থাকে। এইসব মানসিকতার মানুষেরা সব সময় প্রতিটা ভালো জিনিসের মধ্যেও খারাপ জিনিস খুঁজতে থাকে। তাই আমাদের জীবনের প্রত্যেকটা খারাপ মানসিকতার মানুষদেরকে বাদ দিয়ে চলতে হবে এবং প্রতিনিয়ত ইগনোর করতে হবে। তাহলে আমরা সুন্দর মানসিকতা নিয়ে বাঁচতে পারব এবং আমাদের মানসিক ভারসাম্য সুন্দরভাবে বজায় রাখতে পারবো। আমাদের চিন্তাভাবনা যত আমরা ভালো করতে পারব এবং সবসময় পজিটিভ জিনিসের প্রতি মন দিতে পারব আমরা ততই ভালো থাকবো। প্রতিনিয়ত প্রত্যেকটি কাজে এবং প্রত্যেক জিনিসের মধ্যে পজিটিভ এবং ভালো জিনিস খোঁজার চেষ্টা করব তবে আমরা নিজেরা ভালো থাকতে পারবো এবং আমাদের মানসিকতাও ভালো রাখতে পারব।।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।