ভয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
ভয় মানুষের মধ্যেই সব সময় বিরাজ করতে থাকে। এই ভয় এমন একটা খারাপ জিনিস যা মানুষকে সুস্থভাবে ও ভালোভাবে বাঁচতে দেয় না। ভয় বিভিন্ন রকমের হতে পারে যেমন ভূতের ভয়, স্বনির্ভর হওয়ার ভয়, কোন কাজে সাফল্য পাওয়ার ভয়, বাবা মায়ের শাসনের ভয়, প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়, কোন প্রাণী বা জীবজন্তু কামড়ানোর ভয়, রাতে অন্ধকারের ভয় ইত্যাদি। এই ভয় গুলো আমাদের প্রতিনিয়ত সারা জীবনে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তবে এই পৃথিবীতে সবচেয়ে যে ভয়টি বর্তমানে রয়েছে সেটি হল মানুষের ভয়। অতীতে এমন ভয়ের কথা না জানা থাকলেও বর্তমানে এই ভয় খুব বড় আকার ধারণ করেছে। মানুষ হিংস্র পশুদের থেকেও চরম হিংস্র হয়ে দাঁড়িয়েছে, যার ফলে মানুষ মানুষকেই সবচেয়ে বেশি ভয় পেতে শুরু করেছে। কোন একটা মেয়ে যদি মাঝ রাতে অন্ধকারে বাড়ি ফেরে তাহলে তার অন্ধকারে ভূতের ভয় বা কোন হিংস্র পশুর ভয় না থাকলেও মানুষের ভয় তার অবশ্যই থাকে। কারণ হিংস্র পশু ও জানে অসহায় মানুষদের কখনো আক্রমণ করতে নেই। আর তারা ক্ষুধায় আক্রান্ত না থাকলে কখনো কারোর ক্ষতি করে না। তবে মানুষ এমন একটা জাতি যে তাদের কোন ক্ষতি করার প্রয়োজন হয় না। ক্ষতি না করতেই বিনা কারণেই মানুষ মানুষের ক্ষতি করে চলে। আর পশু আক্রমণ করলে হয় প্রাণে মেরে দেয় আর না হয় সামান্য শারীরিক ক্ষতি করে। তবে মানুষ ক্ষতি করলে তার কোন সীমা থাকে না। শারীরিক, মানসিক, সামাজিক সব দিক থেকেই এমন ক্ষতি করে যে একটি মানুষের বেঁচে থাকার কোন উপায় থাকেনা।
আমরা যখন নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করি অর্থাৎ নিজে উপার্জন করে পরিবারের পাশে থাকার চেষ্টা করি, পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করি তখন আমাদের একটা ভয় সব সময় কাজ করে যে আমরা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারব কিনা এবং আমাদের ভালো নাম্বার পরীক্ষায় আসবে কিনা? এই ভয় শিক্ষাগত জীবনে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। পড়াশোনা চলাকালীন ভালো রেজাল্ট করার ভয় এবং পড়াশোনা সম্পন্ন হয়ে গেলে ভালো একটি চাকরি বা স্বনির্ভর হওয়ার জন্য চিন্তা এবং ভয় দুটোই আমাদের অনেক বেশি গ্রাস করতে থাকে। কোন কিছু করতে গেলেই আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি যে আমরা সেই কাজটি করতে পারব কিনা? এ কথা ভেবে অনেক সময় আমরা পিছিয়ে পড়লেও অনেকেই আছে মনে সাহস যুগিয়ে কাজটি সম্পন্ন করে এবং ভয়কে পেরিয়ে নিজের জীবনের সাফল্য পেয়ে যায়। আসলে ভয় আমাদের কখনোই শান্তিতে বাঁচতে দেয় না এবং জীবনে ভালো কিছু করতে দেয় না। জীবনে উন্নতির পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের এই মনের ভয়।
যে কোন বিষাক্ত প্রাণী আমাদের ততক্ষণ পর্যন্ত ক্ষতি করে না যতক্ষণ না আমরা তাদের কোনরকম ক্ষতি করছি। কিন্তু তাও আমাদের প্রতিনিয়ত এই সব বিষাক্ত প্রাণীর ভয় মনের মধ্যে পোষা থাকে। তবে কখনো যদি বাঘ বা সিংহের সামনে কেউ পড়ে যায় তাহলে অবশ্যই তাদের ভয় আমাদের করা উচিত, কারণ তাদের ক্ষতি না করলেও তারা আমাদের তাদের খাদ্য বানিয়ে নিতে একটুও দ্বিধাবোধ করবে না। তবে সব রকম ভয়ের মধ্যে একটি ভয় আমাদের মনে থাকে যার সাথে ভালোবাসাও মিশ্রিত থাকে। আর সেটি হল বাবা মার ওপর আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা মিশ্রিত ভয়। কারণ আমরা আমাদের বাবা মাকে শ্রদ্ধা করি এবং প্রচুর ভালোবাসি আর তার সাথে কোন অন্যায় করলে বা ভুল কাজ করলে আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি যে তারা আমাদের অবশ্যই এই ভুল কাজের জন্য বকা দেবে। তবে এই ভয়টা অনেকটাই ভালো কারণ বাবা-মার প্রতি ভয় আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করে। তবে প্রিয় মানুষটিকে হারানোর যে ভয় সেটি কিন্তু অনেক ভয়াবহ। আর আমরা যদি কোন সময় প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলি তাহলে আমরা সারা জীবনই এই ভয় থেকে বেরোতে পারি না এবং এই কষ্টটা বহন করে নিয়ে চলি।
তবে আমরা যদি একবার আমাদের জীবনের এই ভয় গুলিকে জয় করতে পারি তাহলে আমাদের জীবনে পিছিয়ে পড়ার মতো কোনো কারণই থাকবে না। ভয় আমাদের জীবনের সবথেকে খারাপ একটি জিনিস। এই ভয় কখনো আমাদের জীবনে খারাপ কিছুর কারণ হয়ে দাঁড়ায় আবার কখনো আমাদের জীবনে ভালো কিছু করে দেয়। এই ভয়ের জন্যই অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষটির অনেকটা প্রিয় হয়ে কাছে থাকতে পারি। তবে আমাদের সব সময় খারাপ মানুষের ওপর ভয় বজায় রাখা উচিত। কারণ দিন যত যাচ্ছে মানুষরা তত ভয়ংকর হয়ে উঠছে এবং এদের ভয়ংকর রূপ অনেকটা বেশি হিংস্র হয়ে উঠছে। যা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই আমাদের এই মানুষের ভয় সবসময় রাখা উচিত। তবে সাফল্যতায় কখনোই ভয় পাওয়া যাবে না। জীবনে ভালো কিছু করতে হলে এবং ভালো পথে হাঁটতে গেলে নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের ভালো কাজ করতে থাকতে হবে এবং জীবনে সাফল্যের দিকে এগোতে হবে। তাহলে আমরা সবকিছু পেরিয়ে জীবনে সফল হতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟