কোনটা আসল আর কোনটা নকল।

in আমার বাংলা ব্লগ6 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1758861070932626728130195031425.jpg


সোর্স



বর্তমানে আমাদের চারপাশের মানুষ অনেক বেশি চালাক এবং কুবুদ্ধি সম্পন্ন হয়ে চলেছে। আমাদের চারপাশের মানুষ এমনকি আমাদের কাছের মানুষ ও বর্তমানে এমন ভালো অভিনয় করতে পারে যার কোন তুলনা হয় না। আর এই অভিনয়ের পেছনে কোনটা আসল এবং কোনটা নকল কথা এবং কাজ সেটা বোঝা খুবই মুশকিল। মানুষ বর্তমানে যা বলে তা কতটা সত্যি সেটা বোঝাও খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মানুষ মনের কথা মনে চেপে রাখতে এবং লুকাতে অনেক বেশি সক্ষম। বর্তমানে মানুষের বহুরূপ দেখা যায় এক ভেতরের রূপ আর এক বাইরের রূপ আর তারপরে আবার বাইরের বিভিন্ন রকম রূপ। এক একজনের সামনে মানুষ একেক রকম রূপ প্রকাশ করে। আর সেই জন্যই বোঝা খুব কঠিন যে কার মনে কি আছে এবং মানুষটার কোন দিকটা আসল এবং কোন দিকটা নকল। অনেক সময় এমন হয় আমরা কোন ব্যক্তির কাছ থেকে এমন কোন কথা শুনছি বা এমন একজন ব্যক্তি সম্পর্কে শুনছি যা আমাদের বিশ্বাসযোগ্য নয়, আমরা ভাবতেই পারি না যে ওই ব্যক্তিটি এমন কাজ করতে পারে এমন পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া খুব কষ্টকর হয়ে ওঠে যে কোনটা আসল এবং কোনটা নকল ঘটনা বা কথা।


আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করলেই দেখতে পারব যে আমরা চেনা পরিচিত মানুষকে অনেক সময় চিনতে পারিনা কেমন যেন অচেনা মনে হয়। চেনা মানুষের আচরণ হঠাৎ করে পাল্টে যায়, কথাবার্তা ধরন বদলে যায় তখন আমরাই একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাই এবং বুঝতেই পারি না যে আমরা যেটা দেখছি সেটা ঠিক নাকি যেটা জানতাম সেটা সঠিক। অনেক সময় আমাদের সাথে এমনও ঘটনা ঘটে যা আমরা মনে করি যে আমাদের সাথে খারাপ করা হয়েছে কিন্তু আসলে খারাপ কিছুই ঘটে না এবং আমরাই খারাপ ভেবে বসি। আসলে আমরাই সব সময় নিজের মতো করেই সব কিছু চিন্তা করি এবং বিচার বিবেচনা করে থাকি। অনেক সময় এমন হয় যে আমরা আসল ঘটনা জানার কোন ইচ্ছাই প্রকাশ করি না বা চেষ্টা করি না আর সে ঘটনা সম্পর্কে সামান্য একটা বা দুটো কথা শুনেই নিজের মতো করে নেগেটিভ চিন্তাভাবনা তৈরি করে নিই। আর আমাদের এই চিন্তা ভাবনা একদমই পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয়। কারণ আমরা সবসময় যা দেখি তাই সত্য হয় না। কোনটা সত্য এবং কোনটা মিথ্যে সেটা বোঝার জন্য আমাদের সেই ঘটনার বিস্তারিত জানতে হয়।


বর্তমানে মানুষের সহ্য ধৈর্য এতটাই কমে গেছে যে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করার প্রয়োজনই মনে করে না এবং নিজের মত যেটুকু যা ঘটনা সম্পর্কে জানতে পারে সেটুকু নিয়েই বিচার বিবেচনা করা শুরু করে দেয়। যার ফলে আসল সত্যতা একদমই ঢাকা পড়ে যায়। কোনটা আসল সত্য এবং কোনটা নকল সেটা কখনোই কেউ বিচার বিবেচনা করে দেখেনা। আবার কিছু কিছু মানুষ এমন আছে যারা ঘটনা সত্যতা বিচার করার জন্য ঘটনার বিস্তারিত যখনই জানার চেষ্টা করে তখন সে ঘটনার সম্পর্কে আরো বেশি গোলকধাঁধার আটকে যায়। কারণ কিছু কিছু ঘটনা এমন হয় যেদিকে দুই প্রান্তের দ্রুত ব্যক্তি অনেক বেশি আপন এবং দুজনের দুই রকম মনোভাব আর বিচার বিবেচনা সেক্ষেত্রে কোনটা বিশ্বাস করা যাবে এবং কোনটা অবিশ্বাস যোগ্য সেটা বোঝা বা বিচার করা খুবই কঠিন। আমরা জীবনে বহুবার এমন গোলকধাঁধায় আটকে যাই যেখান থেকে বের হয়ে আসা খুবই কষ্টকর হয়ে পড়ে আমাদের জন্য। কারণ আমরা বুঝতেই পারিনা যে কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে, কার ঘটনাটি আসল এবং কার ঘটনা কি নকল।


আমরা অনেক সময় আমাদের জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে গিয়েও এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকে যে আমাদের যে কোন একদিন বেছে নিতেই হবে এবং দুটোই আমাদের সামনে সঠিক বলে মনে হচ্ছে আবার দুটোই আমাদের কাছে ভুল বলে মনে হচ্ছে। আমরা কোনটা সঠিক এবং কোনটা ভুল কোন সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত এবং কোনটা নেওয়া উচিত নয় সেটা আমরা বুঝতেই পারি না। খুবই সমস্যা যেন হয়ে থাকে এই সিদ্ধান্ত গুলি নেওয়া। কারণ আমরা এসব সময়ে বুঝতেই পারি না কোনটা আসল এবং কোনটা নকল। অনেক সময় আমাদের সিদ্ধান্ত সঠিক হয়ে যায় আবার অনেক সময় আমাদের সিদ্ধান্ত পুরোপুরি ভুল হয়ে যায় যার ফলে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তবে আমাদের সব সময় চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনটা আসল আর কোনটা নকল সে বিষয়েও সঠিক জ্ঞান রাখতে হবে। কোন ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে বা ভুল বোঝার আগে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তবে আমরা বুঝতে পারবো সঠিকভাবে কোনটা আসল এবং কোনটা নকল।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।