আসল সত্য না জেনে কখনোই বিচার করতে নেই।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17559466861103730274465421028150.jpg


সোর্স


আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত কোনটা সত্য এবং কোনটা মিথ্যে সেটা নিয়ে চিন্তিত থাকি। কারণ বুদ্ধিমান ব্যক্তিরা বলেন আমরা যা আমাদের সামনে দেখি সেটাই যে প্রকৃত সত্য তার কোন গ্যারান্টি নেই। আমাদের সাথে অনেক সময় এমন ঘটনা ঘটে যে আমরা সত্য বলে যে ঘটনাটাকে মনে করছি সেই ঘটনাটি আসলে সত্যই নয়। অনেক সময় আমাদের সামনে অনেক ঘটনা ঘটে থাকে যা আমরা সত্য বলে মনে করি আর আমরা সেই ঘটনাটির কখনোই গভীরে তদন্ত করে সঠিক কিছু যাচাই করতে চেষ্টা করি না বা সঠিক ঘটনাটি জানতে চেষ্টা করি না। আমাদের সামনে যেমন ঘটনাটি ঘটে আমরা তেমন ঘটনাটাকে সত্য বলে মনে করে বিচার করি। আমাদের সব সময় বুঝতে হবে আমাদের সামনে যে ঘটনাটি ঘটছে সেটাই প্রকৃত সত্য নয়। আমাদের সামনে যে ঘটনাটি ঘটছে সেটি কোন সাজানো ঘটনা ও হতে পারে যা সত্য ঘটনাকে আড়াল করার জন্য বা সত্য ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য ঘটানো হচ্ছে। আবার অনেক সময় এমনও হতে পারে যে আমাদের সামনে যে ঘটনাটি ঘটছে সেটি অর্ধেক ঘটনা এবং আমরা সেই অর্ধেক ঘটনা সম্পর্কে জ্ঞান অর্জন করছি এবং ভুল বুঝছি সেই ঘটনা সম্পর্কে।


আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা চোখে দেখা কিছু দৃশ্য দেখে সেটাকে সত্য বলে বিচার করে বা কারোর মুখ থেকে কোন ঘটনা বা কারো সম্পর্কে কোন কথা শুনে তার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করে রাখে মনের মধ্যে। কিন্তু আমাদের নিজের বিচার বিবেচনা না করে কখনোই কি এমন সিদ্ধান্ত বা কারো সম্পর্কে এমন বিচার করা উচিত? কারো সম্পর্কে কোন মতামত প্রকাশ করার আগে বা কারোর সম্পর্কে কোন ধারণা নেওয়ার আগে আমাদের উচিত তাদের সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া। আমাদের ভুল চিন্তাভাবনা আমাদের জন্য বা অপর মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে বসতে পারে। আমরা অনেক সময় ভাবি আমরা আমাদের প্রতিবেশী সম্পর্কে সবকিছু জানি কিন্তু আমাদের এই ধারণাটি সম্পূর্ণই ভুল। দূর থেকে বা পাশের বাড়ি থাকলে মানুষ সম্পর্কে বা মানুষের চরিত্র সম্পর্কে সবকিছু বিস্তারিত জ্ঞান অর্জন করা যায় না। দূর থেকে যদি আমরা কোন দুটি ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ধারণা করি যে তাদের মধ্যে অবৈধ বা খারাপ সম্পর্ক রয়েছে সেটি আমাদের খুবই নোংরা মানসিকতা এবং ভুল চিন্তাভাবনা হবে।


যেকোনো দুটি ব্যক্তির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে তাদের মধ্যে আচার-আচরণ এবং কথাবার্তার অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় তাই বলে কখনো এমন নয় যে তাদের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। বর্তমান মানুষেরা কখনোই একটি মেয়ে এবং একটি ছেলের মধ্যে ভালো পবিত্র এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনে নিতে পারে না। একটি মেয়ে এবং একটি ছেলের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক মানেই মানুষের ধারণা হয় যে তাদের মধ্যে নিশ্চয়ই কোন খারাপ সম্পর্ক রয়েছে আর এ সম্পর্কের গভীরতা এবং সম্পর্কের বিস্তারিত না জেনেই মানুষ এমন ধারণা করে বসে যা একদমই উচিত নয়। এছাড়াও কোন মেয়ে যদি একটু বেশি রাতে রাস্তায় থাকে তবে তাকে দেখে অনেকেই অনেক কম মন্তব্য করে থাকে বা সে মেয়েটিকে নোংরা মেয়ে বলে গণ্য করে বসে। কিন্তু আমাদের মানুষকে না জেনে বুঝে মানুষের সম্পর্কে এমন মন্তব্য করা কখনোই উচিত নয়। বেশি রাতে রাস্তায় থাকা মানেই যে সেই মেয়েটি খারাপ হবে তার কোন গ্যারান্টি নেই এমনও হতে পারে মেয়েটির কর্মস্থল থেকে কাজ সম্পন্ন করে বেরোতে দেরি হয়ে গেছে যার ফলে বাড়ি ফিরতেও দেরি হয়ে গেছে।


এছাড়া অনেক সময়ে আমরা রাস্তাঘাটে বিভিন্ন মানুষের গন্ডগোল দেখতে পাই। সেখানে আমরা আপাতদৃষ্টিতে চোখের সামনে যে ঘটনাটুকু ঘটতে দেখি সেই ঘটনার উপর একটা ধারণা নিয়ে তার ওপর আমরা আমাদের মত কার ভুল এবং কার উপর অন্যায় হয়েছে এই সব বিভিন্ন জিনিস বিচার করতে শুরু করি। কিন্তু আসলে হয়তো ঘটনাটি একদমই অন্য কিছু ঘটেছে। তাই আপাত দৃষ্টিতে অর্ধেক সত্য দেখে বা অর্ধেক কথা শুনে কখনোই বিচার করতে নেই। এছাড়াও আমরা অনেক সময় লোকের মুখে অর্থাৎ কানাকানি কথা শুনে অনেক কিছু ধারণা করে মানুষের চরিত্র বা বিভিন্ন ঘটনা বিচার করতে শুরু করি যা একদমই অন্যায়। কোন ঘটনা বা কোন কিছু সম্পর্কে বিচার করতে হলে আমাদের উচিত দুই পক্ষের থেকেই সঠিক তথ্য জেনে নেওয়া এবং আসল ঘটনা ভালো করে পর্যবেক্ষণ করে জেনে বুঝে তবেই কারো সম্পর্কে বিচার করা। আমরা যদি সবদি ক ভালো করে জেনে বুঝে তবে বিচার করি এবং গভীর থেকে এসব তথ্য জেনে তবে বিচার করি তখনই হবে আমাদের বিচার সঠিক। তাই কানাকানি কথা শুনে বা কারোর মুখ থেকে অর্ধেক কথা শুনে অথবা দুই পক্ষ থেকেই সঠিক তথ্য না জেনে বিচার করা কখনো উচিত নয়। আসল সত্য জেনে তবেই আমাদের কোন মতামত প্রকাশ করা উচিত।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।