জীবনে সাফল্যের পরিকল্পনা গোপনে করাই ভালো।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17543951340394025913982200734273.jpg


সোর্স



আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ করার আগে পূর্ব পরিকল্পনা করে থাকি। যেমন পড়াশোনা কমপ্লিট করার পর আমরা চাকরির জন্য প্রস্তুতি নেব নাকি ব্যবসা করার দিকে এগিয়ে যাব, এবং যেদিকেই যাই না কেন কিভাবে শুরু করব এবং কেমন ভাবে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করব সেগুলো পূর্বেই পরিকল্পনা করতে থাকি। অনেকে তো আবার পড়াশোনার পাশাপাশি জীবনের সাফল্যের পথ ধরে হাঁটার চেষ্টা করতে থাকে। অর্থাৎ একদিকে পড়াশোনা চলতে থাকে অন্যদিকে যেকোনো ধরনের ব্যবসা করতে থাকে। ক্যারিয়ারের শুরুটা অনেকের পড়াশোনা সময় থেকেই শুরু হয়ে যায়। এসব ব্যক্তিরা পূর্বেই পরিকল্পনা করে থাকে যে তারা জীবনের একটুও সময় অপচয় করবে না এবং একটা কাজের মধ্য দিয়ে আরেকটা কাজ শুরু করে দেবে যেন জীবনে একটু সময় নষ্ট না হয় এবং তারা তাড়াতাড়ি সাফল্যের চূড়ায় উঠতে পারে। তবে এইসব ব্যক্তিদের মাঝেও এমন ব্যক্তি আছে যারা জীবনে এতটাই খামখেয়ালি হয়ে থাকে যে জীবনের সাফল্যের পরিকল্পনা বা চেষ্টা করতে অনেক বেশি দেরি করে ফেলে। তবে যে যেমনই হোক না কেন জীবনে সফলতা অর্জন করতে জীবনের প্রত্যেকটি মুহূর্তের এবং দিনের পূর্বপরিকল্পনা করা খুবই প্রয়োজন।


আসলে আমরা যদি আমাদের জীবনের পূর্বেই একটা সুন্দর পরিকল্পনা করে নিই তবে আমাদের জীবনে অসফলতা আসতে পারবে না এবং সফলতা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। আমরা যদি জীবনের সফলতা পাওয়ার জন্য কি করব সেটার পূর্ব পরিকল্পনা করে রাখি তবে আমরা সুন্দর একটা লক্ষ্য পেয়ে যাব জীবনে চলার এবং সেই লক্ষ্য অনুযায়ী আমরা বিভিন্ন কর্ম করতে পারব এবং বিভিন্নভাবে সেই জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। কিন্তু আমরা যদি আমাদের জীবনের পূর্ব পরিকল্পনা না করি তবে আমাদের জীবন হয়ে যাবে দিশেহারা এবং আমরা আমাদের জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলব এটাই ভেবে যে আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাই আমাদের জীবনটাকে নিয়ে সবসময় একটু সচেতন থাকতে হবে এবং সময় নষ্ট না করে পূর্বেই সুন্দরভাবে জীবনটার পরিকল্পনা করে নিতে হবে। তবেই আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করতে পারব। তবে আমাদের এই পূর্ব পরিকল্পনা কখনোই কারোর কাছে শেয়ার করা উচিত নয়।


আমাদের জীবনের প্রত্যেকটি সাফল্য সেটা হতে পারে ছোট বা হতে পারে বড় যেকোনো ধরনের সাফল্য অর্জন করতে আমরা যেসব পরিকল্পনা করব সেগুলো সম্পূর্ণই রাখতে হবে আমাদের গোপনে। আমরা যদি আমাদের জীবনের পরিকল্পনা অন্য কারো সাথে শেয়ার করে দিই তবে আমাদের সেই পরিকল্পনা সফল নাও হতে পারে। কারণ আমাদের প্রত্যেকের জীবনে এমন মানুষ আছে যারা আমাদের কখনোই ভালো চায়না এবং আমাদের খারাপ করার প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে। আর এইসব মানুষের মধ্যে আমরা কিছু মানুষকে জানি আবার কিছু মানুষকে জানিনা যে তারা আমাদের ক্ষতি করতে চায় বা আমাদের উন্নতি হোক সেটা কখনোই তারা চায় না। তাই আমাদের পরিকল্পনা যদি এই সব মানুষ আগে থেকেই বুঝে যায় তবে আমাদের সাফল্যের পথে প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়াবে এবং আমরা যেন কোনভাবেই আমাদের জীবনে সফল হতে না পারি সেই কাজটি করতে থাকবে। আমাদের জীবনের সাফল্যের সুন্দর পরিকল্পনা বারবার ব্যর্থ করার চেষ্টা করবে এবং আমাদের উৎসাহকে নষ্ট করার চেষ্টা করবে যেন আমরা জীবনে কিছু করতে না পারি।


অন্যদিকে কিছু ব্যর্থ হওয়া মানুষ আমাদের প্রতিনিয়ত বোঝাতে থাকবে যে আমাদের পরিকল্পনা কতটা ভুল এবং আমরা এই পরিকল্পনা অনুযায়ী চলতে থাকলে ব্যর্থ হব যার ফলে আমরা আমাদের সাহস হারাবো এবং জীবনে কোন কিছু করার উৎসাহ পাবনা এবং নেগেটিভ চিন্তাভাবনা বাসা বাঁধবে আর সাথে আমরা ব্যর্থ হওয়ার ভয়ে আক্রান্ত হতে থাকবো। আর এই সব কারণে আমরা কোন কাজই করতে পারব না এবং অসফলই থেকে যাব। কোন কাজ বা চেষ্টা না করেই যদি আমরা মনে মনেই ব্যর্থ হয়ে যাই সেটাই হবে আমাদের আসল ব্যর্থতা। কিন্তু আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে কাজটি করে তারপরে ব্যর্থ হই তবে সেই ব্যর্থতার মধ্যেও থাকবে অনেক সফলতা এবং অভিজ্ঞতা যা আমরা পরবর্তীতে আমাদের জীবনে কাজে লাগাতে পারব। তাই কোন কাজ না করে আগে থেকেই ব্যর্থ হওয়ার চিন্তা করা উচিত নয় কাজটি করে তবেই এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই জীবনে যে কোন পরিকল্পনা করলে সেই অনুযায়ী কাজ করতে থাকতে হবে তবেই আমরা সফলতা পাব এবং প্রত্যেকটি কাজ আমাদের অনেক শান্তভাবে গোপনেই করতে হবে তবে আমাদের কেউ নিরুৎসাহিত করতে পারবে না এবং সাফল্যের পথে বাধা হতে পারবে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 yesterday 

সফলতা অর্জনের জন্য পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। আর পরিকল্পনাগুলো যদি গোপন হয় তাহলে সহজেই সফল হতে পারে। আপনার লেখাগুলো পড়ে ভালো লেগেছে আপু। চমৎকার লিখেছেন।