কিছু কিছু স্মৃতি মনে করার জন্য জোর করা লাগেনা।

in আমার বাংলা ব্লগ10 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17562891424057141572406056299022.jpg


সোর্স



আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক স্মৃতি থাকে যা আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। আমাদের জীবন ভালো স্মৃতি এবং খারাপ স্মৃতি দুটোতেই পরিপূর্ণ। আমরা মনে না করতে চাইলেও প্রতি ক্ষণে ক্ষণে পুরনো স্মৃতি আমাদের মনে পড়তেই থাকে। অনেক সময় হঠাৎই কোন কিছু দেখে বা কোন কিছু শুনে আমাদের পুরনো দিনের ভালো স্মৃতি মনে পড়ে যায় আবার কখনো খারাপ যদি মনে পড়ে যায়। আমরা যদি মনে করি যে আমরা আমাদের জীবনের পুরনো স্মৃতিগুলো ভুলে থাকবো সেটা কখনোই সম্ভব নয়। কারণ কোন কিছু মনে রাখা বা কোন কিছু ভুলে যাওয়া কোনটাই আমাদের কন্ট্রোলে নেই। আমরা যদি কোন কিছু মনে রাখা আবার ভুলে যাওয়া কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো সবার আগে ছোটবেলায় পড়াশোনাটাই মনে রেখে দিতাম এবং পরীক্ষায় অনেক ভালো নাম্বার তুলতে পারতাম। কিন্তু আমাদের জীবনে কোন কিছুই যেমন আমাদের কন্ট্রোলে নেই তেমন আমাদের স্মৃতিও আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো কোন জিনিস আমাদের মনে যদি অনেক বেশি ক্ষত করে অর্থাৎ এমন কোন খারাপ ঘটনা ঘটে যা আমাদের মনকে কষ্ট দেয় এবং মনে অনেক আঘাত করে তবে সেই ঘটনাটা আমরা কখনোই যেন ভুলতে পারি না।


আবার অপরদিকে কোন ঘটনা এমন যদি ঘটে যা আমাদের জীবনে অনেক স্পেশাল এবং অনেক আনন্দ দিয়েছে অনেক সুন্দর মুহূর্ত আমাদের জীবনে কাটিয়েছি সেই সব দিন আমরা কখনোই ভুলতে পারি না। অর্থাৎ একটা জিনিস খেয়াল করলেই বোঝা যায় যে স্মৃতি আমাদের মনের উপর অনেক বেশি নির্ভরশীল। ছোটবেলা থেকে আমরা জীবনে অনেক মুহূর্ত অনেক সময় কাটিয়েছে কিন্তু কোন কিছুই আমাদের তেমন মনে নেই শুধুমাত্র অনেক ভালো মুহূর্ত এবং অনেক খারাপ মুহূর্ত যা আমাদের মন ছুয়ে গেছে সেসব স্মৃতি ছাড়া। আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনের সব খারাপ স্মৃতি যা আমাদের কষ্ট দিয়েছে যেসব খারাপ ঘটনা আমাদের জীবনে ঘটেছে সেই সব দিনের কথা আমরা ভুলে যাব সেটা কখনোই সম্ভব নয়। আমরা চাইলেই সেই সব দিনের স্মৃতি মুছে ফেলতে পারব না আমাদের জীবন থেকে, যা খুবই বেদনাদায়ক। কারণ সেই সব স্মৃতি মনে পড়লে আমাদের অনেক বেশি কষ্ট অনুভব হয় এবং আমরা দুঃখ পাই। কিন্তু এটাই হয়তো প্রত্যেকটি প্রাণীদের ধর্ম। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে, আমাদের চারপাশে যেসব পশুপাখি আমরা দেখতে পাই তাদের জীবনেও কি এমন স্মৃতি বলে কোন জিনিস আছে?


তারাও কি তাদের জীবনের দুর্ঘটনা মনে করে কষ্ট পায় নাকি তাদের বর্তমান নিয়েই সব এবং অতীত তারা মনে রাখতে পারে না। তাদের জীবনে যদি স্মৃতি বলে কোন জিনিস না থাকে তবে তাদের জীবনটা অনেক বেশি সুন্দর। তবে এটা সত্য যে আমাদের জীবনে এই স্মৃতির অনেক বেশি মূল্য রয়েছে। আমরা যদি আমাদের জীবনের এইসব খারাপ স্মৃতি এবং ভালো স্মৃতি দুটোই মনে রাখতে না পারি তবে আমরা জানতেই পারব না কে আমাদের আপন এবং কে আমাদের পর। আমরা যদি আমাদের জীবনের এইসব দুর্ঘটনা এবং কেউ যদি আমাদের কষ্ট দিয়ে থাকে বা আমাদের ক্ষতি করে থাকে সেই সব কথা ভুলে যাই তবে আমরা আমাদের শত্রুকেও ভুলে যাবো এবং নতুন করে শত্রুদের সাথে ভুল করে বন্ধুত্ব করে ফেলব, যা আমাদের জীবনের জন্য অনেক বেশী ক্ষতিকর। আমার অপরদিকে যদি আমাদের ভালো দিন এবং ভাল মুহূর্ত আর তার সাথে আমাদের কাছের আপন মানুষগুলিকে মনে রাখতে না পারি তবে আমি একদম একা হয়ে পড়বো, আমাদের বেঁচে থাকার হয়তো কোন মানেই থাকবে না। তাই হয়তো আমাদের জীবনের প্রত্যেকটা দুর্ঘটনা এবং ভালো মুহূর্ত প্রত্যেকটাই মনে থেকে যায় স্মৃতির পাতায়।


আসলে সৃষ্টিকর্তা সব দিক খুঁটিয়ে খুঁটিয়ে বিচার বিবেচনা করে আমাদের সৃষ্টি করেছেন। আমাদের যেন কোন সমস্যা না হয় এবং আমাদের ভালো চিন্তা করেই আমাদের অনেক প্রতিভা দিয়েছে। কিন্তু আমরা অনেক সময় না বুঝে শুনেই সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকি। অনেক সময় আমাদের জীবনের খারাপ যদি মনে পড়লেই আমরা সৃষ্টিকর্তাকে অনেক বেশি মনে মনে কথা শোনাই। কিন্তু আসলে সৃষ্টিকর্তা জানে আমাদের কোন জিনিসে ভালো এবং কোন জিনিসে খারাপ। তাই আমাদের সবকিছুই মনে রাখার ক্ষমতা দিয়েছে। আর সেই জন্যই মনে হয় আমরা চাইলেই সবকিছু ভুলে যেতে পারি না। কারণ সৃষ্টিকর্তা জানে এটাই আমাদের জন্য প্রয়োজনীয় এবং এতেই আমাদের ভালো হবে। তাই আমরা চাইলেই আমাদের জীবনের অতীত মুছে ফেলতে পারি না এবং খারাপ ভালো কোন স্মৃতি ভুলতে পারিনা। আমাদের জীবনে খারাপ ভালো প্রত্যেকটি স্মৃতি আমাদের অনেক বেশি শিক্ষা দিয়ে চলে প্রতিনিয়ত। তাই কখনোই আমাদের জীবনের খারাপ স্মৃতি মনে করে কষ্ট পাওয়া উচিত নয় বরং সেই মুহূর্ত থেকে কিছু শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করা উচিত। আর তার সাথে আমাদের জীবনের ভালো স্মৃতি গুলোকে মনে করে মুখে সবসময় হাসি এবং মনে শান্তি অনুভব করা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 10 days ago 

এই কথাটার সাথে আরও বেশি একমত হতে পারিনা। কিছু মুহূর্ত যেন আপনা থেকেই হৃদয়ে গেঁথে থাকে, সময়ের সাথে আরও উজ্জ্বল হয়। আপনার এই কথাগুলো সেটাই মনে করিয়ে দিল।সত্যি। বিশেষ করে শৈশবের কিছু স্মৃতি, যেগুলো খুব সাধারণ মনে হলেও, আজ মনে হলে হাসি পায়। ধন্যবাদ এমন একটি সুন্দর অনুভূতি ভাগ করার জন্য।

Loading...