সংসারের কর্তা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকটা সংসারেই একজন বয়স্ক ব্যক্তি থাকে যে আমাদের সংসারটা পরিচালনা করে। আবার অনেক সংসারে আছে সংসারের পরিচালক খুব বেশি বয়স্ক হয় না ওই মাঝারি বয়স্ক হয়ে থাকে। কিন্তু সংসারের এই পরিচালক যে অর্থ উপার্জন করে সংসার চালনা করে সেই আসলে সংসারের কর্তা। কারণ এই সংসারের কর্তা অর্থ উপার্জন করে সংসারের প্রত্যেকটি মানুষকে সুখে রাখার এবং ভরণ পোষণের দায়িত্ব পালন করে থাকে। আমরা প্রায় সংসার এই দেখে থাকি সংসারের এই কর্তা নিজের শখ সৌখিনতা, ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা সবকিছু প্রায় বিসর্জন দিয়ে সংসারের প্রতি কর্তব্য পালন করে চলে। সংসার প্রতিটি মানুষ যেন ভালোভাবে চলতে পারে এবং তাদের যেন কোন অভাব না হয় সেই দিকে সবসময়ই খেয়াল করতে থাকে। সংসারের এই কর্তা কখনোই নিজের কথা একটুও ভাবেনা, এরা সব সময় কার কি প্রয়োজন কে কি খেতে ভালোবাসে এই বিষয়গুলিকেই লক্ষ্য রাখতে ব্যস্ত থাকে। আমরা অনেক সময় অনেক সংসারেই দেখেছি সংসারের যিনি কর্তা থাকে তিনি তার খুব প্রয়োজন কোন জিনিস কেনার হলেও তিনি না কিনে সেই অর্থ সঞ্চয়ে রেখে দেয়।
এমনকি পুরনো জামা পড়তে থাকে, জুতো ছিড়ে গেলেও কোন ভাবে তালি পটি মেরে আরো কিছুদিন চালানোর চেষ্টা করতে থাকে। তবুও নিজের জন্য নতুন কিছু কেনার বা নতুন এক জোড়া জুতো কেনার কথা ভাবে না, অন্যদের প্রয়োজন তার কাছে যেন বেশি বড় এবং জরুরী বলে মনে হয়। বাড়ির সদস্যদের শখের জিনিস কিনতে বাড়ির কর্তা দ্বিধাবোধ করে না কিন্তু নিজের খুব প্রয়োজনীয় জিনিস কিনতে হাজার বার দ্বিধাবোধ করে। আমাদের প্রত্যেক সংসারের কর্তা অনেক বেশি স্যাক্রিফাইস করতে থাকে আমাদের সুখে থাকার জন্য। কিছু কিছু বাড়ির সদস্যরা তো এমন হয়ে থাকে যে বাড়ির কর্তার ওপর আরো বেশি দায়িত্ব চাপাতে থাকে এবং নিজের শখ সৌখিনতা সব সময় পূরণ করার জন্য চাপ দিতে থাকে। বাড়ির সদস্যরা যদি এমন অত্যাচারী হয় তবে সেই সংসারের কর্তা অনেক বেশি অসুখী এবং অসহায় হয়ে পড়ে। এবং এইসব মানুষের জীবনে দুঃখের কোন সীমানা থাকে না। কিন্তু যেসব বাড়ির সদস্যরা তাদের সংসারের কর্তার পরিশ্রম সবসময় বোঝে এবং বাড়ির সদস্যদের সুখে রাখার জন্য কতটা পরিশ্রম করে চলে সেটা দেখে বাড়ির কর্তার প্রয়োজন উল্টে তারা মেটানোর চেষ্টা করে তাহলে তার জীবনে কষ্ট আর কষ্ট মনে হয়না এবং সে অনেক বেশি সুখী বোধ করতে থাকে।
যে পরিবারের প্রত্যেকটি সদস্য অর্থ উপার্জন করে একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে থাকতে চায় এবং পরিবারের কর্তার ওপর চাপ সর্বদা কম দিতে চায় এমন পরিবার পাওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তবে প্রত্যেক বাড়ির কর্তা যে কঠোর পরিশ্রমে এবং পরিবারকে ভালোবাসে এমনটা কিন্তু নয়। বিচিত্র্যময় এই দুনিয়া তাই এই দুনিয়ায় খারাপ ভালো মিলিয়ে প্রত্যেক ধরনের মানুষ রয়েছে। পরিবারকে ভালোবাসে এমন পরিবারের কর্তা যেমন রয়েছে তেমন পরিবারকে ভালোবাসার এবং সর্বদাই পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করতে থাকে এমনও পরিবারের কর্তা রয়েছে। পরিবারের কিছু কর্তা এমন দেখা যায় যে কখনই চায় না যে তার পরিবারের সদস্যরা নিজের সুখের জন্য কিছু করুক বা নিজে অর্থ উপার্জন করে সফলভাবে প্রতিষ্ঠিত হোক। সর্বদাই পরিবারের সদস্যদের নিচে দমিয়ে রাখার চেষ্টা করে কিছু পরিবারের কর্তা। এদের মনে হয় যে তার পরিবারের অন্যান্য সদস্যরা যদি নিজে বেশি সক্ষম হয়ে যায় এবং অর্থ উপার্জন করে উন্নতি করে তাহলে হয়তো তাকে আর গুরুত্ব দেবে না বা ভয় পেয়ে চলবে না। আসলে কিছু বিকৃত চিন্তাভাবনা থাকে কিছু কিছু পরিবারের কর্তার মধ্যে, যার কারণে পরিবারের সদস্যদের কখনো মনের ইচ্ছা পূরণ করে না বা সফল হতে দেয় না।
পরিবারের এমন কর্তা সর্বদাই খুবই স্বার্থপর ধরনের হয়ে থাকে যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। এই সব ধরনের মানুষ এমন চায় যে সবাই তার নিচে দমে থাকবে এবং তার হুকুম মতো সবাই চলাফেরা করবে। সে যেটা চাইবে সেটাই হবে আর যেটা চাইবে না সেটা কেউ করবে না। আসলে পরিবারের এই কর্তা কিছুটা ক্ষমতাবান মানুষের মতো হয়ে থাকতে চায়। যার কথামতো সবকিছু চলবে আর তিনিই হবে সেই সাম্রাজ্যের একমাত্র রাজা আর সবাই থাকবে তার কর্মচারী। সর্বদাতার আদেশ অনুযায়ী এবং তার দানের ওপরে নির্ভর করে নিজের জীবন কাটিয়ে দেবে। পরিবারের এইসব কর্তা সবসময় চায় যে তাকে নিয়েই যেন সবসময় মাতামাতি থাকে এবং তার সেবা যত্নেই সবাই সব সময় নিয়োজিত থাকবে। কিন্তু এইসব পরিবারের কর্তার থেকে সব সময়ই বেঁচে চলা উচিত। কারণ এইসব মানুষ না কাউকে উন্নতি করতে সাহায্য করবে আর না কাউকে উন্নতি করতে দেবে। সর্বদাই উন্নতির থেকে পিছুটান দিতে থাকবে এবং উন্নতির পথে বাধা হতে চেষ্টা করবে। তাই পরিবারের সব কর্তা এক হয় না বা ভালো হয় না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1945325862452388238
https://x.com/PussFi_FNDN/status/1945369239583646101
https://x.com/pussmemecoin/status/1945525158845755533