অর্থই পারে সম্মান দিতে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
অর্থ আমাদের জীবনের অনেক মূল্যবান একটি জিনিস। অর্থ ছাড়া আমাদের জীবন একেবারেই মূল্যহীন। যে মানুষের কাছে অর্থ নেই সেই মানুষের কোনোই দাম বা সম্মান নেই, সেই মানুষটি হয়ে যায় পৃথিবীতে একদম মূল্যহীন একটি মানুষ। কোন ব্যক্তি যদি গরীব ঘরে জন্ম নেয় তবে তার ছোটবেলা থেকেই জানা হয়ে থাকে যে অর্থের মূল্য কতটা আর জীবনে অর্থ কতটা প্রয়োজনীয় একটি জিনিস। যে মানুষটি বেকার কোন রোজগার করে না সেই মানুষটি ভালো করেই জানে যে অর্থ কতটা সম্মান দিতে পারে এবং অর্থের কারণে কাছের মানুষ কতটা দূরে চলে যেতে পারে। অর্থের অভাবে মানুষকে নিজের পরিবারের কাছেই মূল্যহীন হয়ে যেতে হয়। আসলে অর্থই পারে সমাজে এবং পরিবারের কাছে মানুষের মর্যাদা দিতে। একটি ছেলে যখন পড়াশোনা করে বেকার হয়ে ঘুরে বেড়ায় তখন সেই ছেলেটি একদম হাড়ে হাড়ে টের পেতে থাকে যে অর্থের কতটা মূল্য এবং মানুষের সম্মান কিসের উপর নির্ভর করে। সেই ছেলেটি যখন একটি ভালো চাকরি পায় বা ব্যবসা করে এবং মোটা অর্থ উপার্জন করে তখন তার সম্মান এবং তার পাশে আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীর গুনোগানের কোন শেষ থাকেনা। তখন ছেলেটি ভালোই বুঝতে পারে যে টাকা পয়সা অর্থ সম্পদের কারণে সম্মান কতটা বাড়তে পারে।
আসলে অর্থ ছেলে এবং মেয়ে উভয়েরই সম্মান নির্ধারণ করে, যে যত অর্থ সম্পদের অধিকারী তার সম্মান যেন ততই বেশি করা হয় বর্তমান সমাজে। যে ব্যক্তি সংসারে কম উপার্জন করে এবং সংসারের যাবতীয় খরচ বা প্রতিটি মানুষের চাহিদা পূরণ করতে পারে না সেসব ব্যক্তিদের সংসারে কতটা যে অসম্মানিত হতে হয় সে কেবল তারাই বোঝে, আর এইসব সংসারে তো মা বাবা ভাই বোন এমন কি নিজের স্ত্রী পর্যন্ত অসম্মান করতে পিছুপা হয় না। যে পুরুষ মানুষ পড়াশোনার পরে দীর্ঘ বছর যাবত বেকার হয়ে ঘুরে বেড়ায় এবং বাবার উপার্জনে খেতে থাকে তার এক বেলা খাবার গলা থেকে নামাতে যে কত কথা শুনতে হয় এবং কত অপমান সহ্য করতে হয় সে কেবল সেই জানে। আসলে অতিরিক্ত বেশি বয়সের মেয়ে ঘরে অবিবাহিত থাকলে তার জীবনটা যেমন হয় ঠিক তেমনি একটা বেকার ছেলে ঘরে বসে থাকলে একই রকম মানসিক এবং কোন কোন ক্ষেত্রে শারীরিক অত্যাচার ও সহ্য করতে হয়। সমাজের কথা কুমন্তব্য যেমন শুনতে হয় তেমন পরিবারের কটু কথা সহ্য করে চলতে হয় একটি বেকার মানুষকে। এই গরিব হওয়ার জ্বালা বা অর্থ-সম্পদ না থাকার জন্য অসম্মানিত শুধু যে ছেলেদেরই হতে হয় এমনটি নয়, মেয়েরাও অনেক বেশি শুনে থাকে এই অর্থ-সম্পদ না থাকার জন্য কটু কথা।
আসলে যেসব ঘরের বউ কোন উপার্জন করে না তাকেও শুনতে হয় যে, তারা নাকি সারাদিন ঘরে শুয়ে বসে দিন কাটায় বাইরে গিয়ে উপার্জন করতে হয় না ঘরে বসেই মনের মত খাবার আর প্রয়োজনের জিনিসপত্র পেয়ে যায়। আসলেই কি তাই? একজন গৃহবধূর ঘরে বসে কি কোনই কাজ থাকে না, কোনই পরিশ্রম করতে হয় না? আসলে বাইরে যতটা পরিশ্রম করতে হয় ঘরেও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং দৌড়ের ওপর থাকতে হয় প্রতিটি গৃহবধুর। তবুও তারা সংসারের কাজ করার এবং সবকিছু সামলানোর পরেও তাদের কাজের কোন মূল্যায়ন হয় না এবং উপার্জন করছে না বলে তাদেরও প্রতিক্ষেত্রে অসম্মানিত হতে হয় অর্থের অভাবে। আর যেসব মেয়েদের বাপের বাড়ি গরিব অর্থাৎ বাবার অর্থ সম্পত্তি খুবই কম তাদের তো অনেক বেশি কটু কথা শুনতে থাকতে হয় এবং প্রতিক্ষেত্রে অসম্মানিত হতে হয়। আসলে ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেরই সম্মান পেতে হলে অর্থ উপার্জন করতে হয়। যাদের অর্থ সম্পদ একদমই নেই তাদের তো বর্তমান সমাজে কোন সম্মানই নেই আর যাদের অনেক বেশি অর্থ সম্পদ তাদেরকে সম্মান তাদের অর্থই আদায় করে নেয়।
এছাড়াও অর্থের অভাবেই পৃথিবীতে প্রচুর মানুষের প্রতিনিয়ত মৃত্যু ঘটতে থাকে কিন্তু যেসব মানুষের অর্থের কোন অভাব নেই তারা তাদের প্রিয়জনের অনেক ভালো জায়গায় এবং অনেক অর্থ খরচ করে ভালোভাবে চিকিৎসা করিয়ে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে।
অর্থই পারে একমাত্র আমাদের সব রকম প্রয়োজন মেটাতে এবং আমাদের সুখে শান্তিতে বাঁচতে সাহায্য করতে। তাই বর্তমান সমাজে পুরুষ এবং মহিলা সবাই বুঝে গেছে যে অর্থই পারে আমাদের সম্মান দিতে তাই প্রতিনিয়ত প্রত্যেকে অর্থ উপার্জনের চেষ্টায় লেগে পড়ে। অনেকে তো এমন আছে যে অনেক কম বয়সেই বুঝে যায় অর্থের ক্ষমতা যার ফলে অনেক কম বয়স থেকেই অর্থ উপার্জনের চেষ্টায় লেগে পড়ে। আগেকার সময় এমন ছিল যার যত শিক্ষাগত যোগ্যতা থাকতো তাকে তত মানুষ সম্মান করতো কিন্তু বর্তমান সমাজে সবকিছু একদম আলাদা হয়ে গেছে এখন শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কেউ কাউকে সম্মান করে না সবাই দেখে কার কত অর্থ সম্পদ রয়েছে। যার যত অর্থ সম্পদ থাকে তার তত সম্মান থাকে। তাই বর্তমানে মানুষেরা অর্থ উপার্জনই একমাত্র লক্ষ্য বলে মনে করে। অর্থ থাকলে সম্মান থাকবে, এছাড়াও অর্থ দিয়েই আমরা আমাদের শখ-সৌখিনতা, ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা সবকিছু পূর্ণ করতে পারবো এবং মানুষকে নিজের ইশারায় পরিচালনা করতে পারব, এটাই হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগের মানুষের চিন্তা ভাবনা। আর এটা অনেক ক্ষেত্রেই সত্যি বলে প্রমাণিত হয়েছে কারণ অর্থ দিয়ে যে কোন অসম্ভব কাজ বর্তমানে সম্ভব করা যায়।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1950946652631572509
https://x.com/pussmemecoin/status/1951302898035339650

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন আপনি অর্থছাড়া সমাজে কোন সম্মান নেই। আর বর্তমান সমাজ শিক্ষা নয় অর্থ দিয়েই বিবেচনা করে ।আর অর্থ আছে যার সব আছে তার,এটাই বাস্তবতা।