অন্যের উপর কখনোই নির্ভরশীল হওয়া উচিত নয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা মানব জাতি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে সব রকম ক্ষমতা দিয়ে এবং তার সাথে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ করে। তাই অন্য কারোর ওপর নির্ভরশীল হওয়া এটা আমাদের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়। সৃষ্টিকর্তা অন্যদের যেমনভাবে তৈরি করেছে আমাদেরও একই ভাবেই তৈরি করেছে। তারা যদি বুদ্ধি করে স্বয়ং সম্পূর্ণ হতে পারে তবে আমরাও আমাদের বুদ্ধি খাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারব এবং স্বনির্ভর হতে পারব। আসলে স্বনির্ভরতা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্য কারোর ওপর নির্ভরশীল থাকলে আমরা জীবনে কখনোই উন্নতি করতে পারব না এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই চায় সেই যেন সর্বশ্রেষ্ঠ হয় এবং সবকিছুর অধিকারী হয়, তার হাতেই যেন সর্ব ক্ষমতায় থাকে সবাইকে চালনা করার। তাই কেউ চায় না যে অন্য কেউ তার থেকে বেশি উন্নতি করুক এবং তার থেকে অনেক ভালো জীবন যাপন করুক। সেই জন্য আমরা যদি কারোর উপর নির্ভরশীল হই তবে অবশ্যই সে আমাদের এমন ভাবে পরিচালনা করবে যেন তার থেকে আমরা কখনোই এগিয়ে যেতে না পারি এবং সব সময় তার ওপর নির্ভরশীল থাকি।
আমরা যদি কোন ব্যক্তির ওপর নির্ভরশীল হয়ে সবসময় তার কথা শুনে চলি এবং সে যেভাবে আমাদের চালনা করবে সেভাবেই আমরা অক্ষরে অক্ষরে তার কথা মেনে চলি তবে সে আমাদের পঙ্গু করে রাখার চেষ্টা করবে। অর্থাৎ আমাদের আর্থিক সামর্থ্য ভালো হতে দেবে না এবং তার ওপরে নির্ভরশীল করে রাখবে এমনকি আমরা যে আমাদের নিজস্ব বুদ্ধি খাটিয়ে চলবো সেক্ষেত্রেও আমাদের বুদ্ধিটাকে তারা এমনভাবে পঙ্গু করে দেবে যে আমাদের নিজেদেরই মনে হবে যে আমাদের বুদ্ধি বা আমাদের চিন্তাভাবনা একদম ভালো নয় এবং সেই ব্যক্তিটা যা বলছে সেটাই সঠিক। আসলে আমাদের এই পৃথিবীতে কারোর উপরই নির্ভরশীলতা প্রয়োজনের অতিরিক্ত কখনোই ভালো নয়। এই নির্ভরশীলতা হতে পারে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এমনকি বাবা-মায়ের উপর। যে কোন মানুষের ওপর আমাদের নির্ভরশীলতা প্রয়োজন অতিরিক্ত আমাদের জন্য অনেক বেশি ক্ষতি করে। আমরা যদি নিজেদের বাবা-মায়ের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পরই তবে আমরা আমাদের জীবনে কোনভাবেই উন্নতি করতে পারব না। আমাদের জীবনে উন্নতি করতে হলে এমন কি বৃদ্ধ বয়সে বাবা-মার সেবা যত্ন করতে হলে সবার আগে আমাদের নিজেদেরই সেই বাবা-মার ওপর নির্ভরশীলতা বন্ধ করতে হবে এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
আমরা নিজেরা যদি স্বনির্ভর হই তবেই আমরা কোন দুর্বল ব্যক্তিকে আশ্রয় দিতে পারব বা সাহায্য করতে পারব। কিন্তু আমরা যদি নিজেরাই স্বনির্ভর না হয়ে পরনির্ভরশীল হই তবে আমরা অন্যদের আশ্রয় দিতে পারবো না এমনকি সামান্য টুকুও সাহায্য করতে পারব না কারণ আমরা নিজেরাই অন্যের ওপর নির্ভরশীল এবং অন্যের দানের ওপর নির্ভরশীল হয়ে থাকবো। আর এই কারণেই আমাদের সবার আগে স্বনির্ভর হওয়া প্রয়োজন। এছাড়াও আমরা যদি নিজের মতে এবং নিজের মত স্বাধীন এবং সুন্দরভাবে বাঁচতে চাই আর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই তবে আমাদের সর্বপ্রথম প্রয়োজন স্বনির্ভরতা। কিছু চালাক ব্যক্তি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবে আমাদের তাদের গোলাম করে রাখার কিন্তু আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি তবে সেই সব ব্যক্তিকে অবশ্যই আমরা পর্যবেক্ষণ করতে পারব এবং তাদের গোলামীর হাত থেকে বেরিয়ে আসবো। কিছু মানুষ আছে যারা অনেক ভালো অভিনয় করতে পারে তারা শুধুমাত্রই মায়ার বাঁধন দেখিয়ে এবং আমাদের ছাড়া তারা একদমই অচল এমন ভাব দেখিয়ে আমাদের অক্ষম করে রাখার চেষ্টা করে এবং আমরা যেন তাদের উপর নির্ভরশীল থাকি সেটাই চেষ্টা করতে থাকে।
আমরা যদি এসব মানুষের উপনির্ভরশীল থাকি তবে এরা আমাদেরকে নিজের সুবিধা মত এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে বা কাজে লাগিয়ে নিতে পারবে। বর্তমান যুগে সব থেকে বেশি যে নির্ভরশীলতা দেখা যায় সেটা হল আর্থিক ভাবে অন্যের উপর নির্ভরশীল। কোন ব্যক্তি যদি আমাদের আর্থিকভাবে দুর্বল করে দিতে পারে এবং তার ওপর নির্ভরশীল করে ফেলতে পারে তবেই আমাদের জীবনের পুরো কন্ট্রোল তাদের হাতে চলে যাবে। বর্তমানে অর্থ ছাড়া কোন কিছুই সম্ভব নয় আর অর্থবিহীন মানুষ মানসিকভাবে এবং শারীরিকভাবে এমনকি বলা যায় সব রকম ভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর সেই সব সুযোগের সদ্ব্যবহার করে থাকে কিছু চালাক মানুষ। যে আমাদের অল্প অল্প করে আমাদের আর্থিক প্রয়োজন মেটাতে থাকবে কিন্তু আমাদের সক্ষম বা স্বনির্ভর হতে কখনোই দেবে না। এবং আমাদের সবসময় তারা হাতের মুঠোয় করে রাখতে চায়। এইসব মানুষ সব সময় চায় যে আমাদের জীবনের প্রতি তার পুরোপুরি কন্ট্রোল থাকবে এবং আমরা যেন কখনোই উন্নতি করতে না পারি বাসা সম্পূর্ণ হতে না পারি এটাই তাদের মূল লক্ষ্য। তাই সবসময় এইসব স্বার্থপর এবং চালাক মানুষদের থেকে দূরে থাকতে হবে এবং আমাদের সব সময় চেষ্টা করতে হবে আর্থিক দিক থেকে এছাড়াও সবদিক থেকেই স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর হয়ে থাকা।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1958225476109123689
https://x.com/pussmemecoin/status/1958440004147171838?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1958451759489388574?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1958520909482143802