স্বপ্ন ভাঙার কষ্ট কখনোই বলে বোঝানো যায় না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
কোনো কাচের পাত্র যদি পড়ে ভেঙে যায় তাহলে অনেক জোরে শব্দ হয়। কোনো আসবাবপত্র পড়ে গেলে বা ভেঙ্গে গেলে তখনও অনেক জোরালো শব্দ হয়ে থাকে। এছাড়া কখনো যদি কোন স্থানে কোন ব্যক্তি পড়ে যায় তখনও পড়ার একটা জোরালো শব্দ হয়। অর্থাৎ যে কোন বস্তু ভেঙে গেলে তার একটা জোরালো শব্দ আমরা শুনতে পাই। আর এইসব ভেঙে যাওয়া বস্তুর মধ্যে বেশিরভাগ বস্তুই এমন রয়েছে যা পুনরায় জোড়া লাগানো সম্ভব বা ঠিক করা সম্ভব, কিছু কিছু জিনিস তো একদম নতুনের মত সুন্দর করে তোলা সম্ভব হয়। কিন্তু এমন একটি জিনিস আছে যা ভেঙে গেলে একটুও শব্দ হয় না, আর সেই জিনিসটি ভেঙে যাওয়ার খবর না কেউ শুনতে পারে না কেউ জানতে পারে। এতটাই নীরবে হয় যে কেউ বুঝতে পারে না সেই জিনিসটি ভাঙার কথা আর সেই জিনিসটি হল মানুষের মন এবং স্বপ্ন। একবার যদি মানুষের মন ভেঙে যায় তবে সেটা জোড়া লাগানো অসম্ভব যেমন অসম্ভব স্বপ্ন ভেঙে গেলে স্বপ্নের টুকরো গুলোকে আবার জোড়া লাগানো। আসলে এই মন এবং স্বপ্ন ভাঙলে যেমন জোড়া লাগানো যায় না তেমন আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করা যায় না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি যে ভাঙ্গা মনটিকে আবার জোড়া লাগিয়ে নতুন করে শুরু করব বা স্বপ্নটাকে আবার নতুন করে দেখা শুরু করব যেন সবকিছু আবার ঠিক ভাবে চলতে থাকে।
কিন্তু আমরা কখনোই আমাদের ভেঙে যাওয়া স্বপ্ন জোড়া লাগাতে পারব না বা নতুন করে শুরু করতে পারব না কারণ এই স্বপ্ন ভাঙার কষ্ট এতটাই যে সেই কষ্ট থেকে বের হওয়া বা নতুন করে সবকিছু শুরু করা মোটেও সহজ কাজ নয়। মানুষ যখন কোন কিছু করার স্বপ্ন দেখে অর্থাৎ কোন একটি কাজকে ভালোবেসে সেই কাজকেই নিজের প্রফেশন করে তুলতে চায়, কিন্তু পরবর্তীতে যদি পরিবারের বাধা এবং বিভিন্ন পিছুটানের কারণে সেই কাজটি না করতে পারা হয় তাহলে আমাদের সেই দেখা স্বপ্ন একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। সেই কষ্টের কথা কাউকে বলে বোঝানোর মত হয় না। একটি মেয়ে যদি জীবনে স্বপ্ন দেখে যে সে পড়াশোনা করে নিজে অর্থ উপার্জনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হবে, কিন্তু পরবর্তীতে যদি তার এই স্বপ্ন পূরণে পরিবারের মানুষের সাহায্য না থাকে এবং উল্টো তারা ওই মেয়েটির স্বপ্ন পূরণে বাধা দেয় আর মেয়েটির স্বপ্নটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে তাহলে সেই মেয়েটির জীবনে যে কষ্ট অনুভব হয় সেটা সেই মেয়েটি ছাড়া পৃথিবীতে আর কেউই বুঝতে পারবে না। যে মেয়েটি স্বপ্ন দেখে একটা সুন্দর সুপুরুষের সাথে তার বিয়ে হবে, এবং তার স্বামী তাকে মনেপ্রাণে ভীষণ ভালোবাসবে। পরবর্তীতে তার একটা সুস্থ সন্তান হবে এবং একটি সুখী পরিবার হবে।
কিন্তু মেয়েটি যদি দুর্ভাগ্যবশত এমন কোন পুরুষ মানুষ স্বামী হিসেবে পায় যে তার সম্মান করে না ভালোবাসে না তাহলে তার সুখী পরিবার গড়ে তোলার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মেয়েটির মন ভেঙে যায় এবং জীবনে আর দ্বিতীয়বার এমন সুন্দর স্বপ্ন দেখার সাহস কোনোভাবেই থাকে না। যে ছেলেটি স্বপ্ন দেখে যে, সে পড়াশোনা কমপ্লিট করার পর অনেক ভালো একটি চাকরি করবে এবং তার পরিবারের দেখাশোনা করবে এবং পরিবারের ইচ্ছা স্বপ্ন পূরণ করবে, কিন্তু যখন পড়াশোনার পরেও বিভিন্নভাবে চাকরির চেষ্টা করতে করতে বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। একটা সময় পরে ছেলেটিও ব্যর্থ হয়ে পড়ে এবং তার স্বপ্ন ভেঙে যায়। তবে ছেলেরাও স্বপ্ন দেখে সুখী একটি পরিবারের, কিন্তু ছেলেদেরও এই সুখী পরিবারের স্বপ্ন অনেক ক্ষেত্রেই পূরণ হয় না আর এই স্বপ্ন ভাঙার কথা কোন ভাবে কাউকেই বলা যায় না। আসলে যার যার কষ্ট সে ছাড়া অন্য কেউ কখনোই বোঝেনা। যে ছেলেটি বা মেয়েটি তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাধার স্বপ্ন দেখেছিল তার স্বপ্ন কোন কারনে ভেঙে গেলে তার পরবর্তী জীবনের কষ্ট অন্য কেউ বুঝবে না শুধু সে ছাড়া। আমাদের জীবনের ব্যর্থতা আমাদের মন ভাঙ্গার কাহিনী এবং স্বপ্ন ভাঙার কষ্ট একমাত্র আমরা নিজেরাই সম্পূর্ণরূপে বুঝতে পারব।
আমাদের চারপাশে যে সব মানুষ বলে যে তারা আমাদের কষ্ট অনুভব করতে পারছে, সত্যি কথা বলতে আমাদের কষ্ট আমরা নিজেরা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। প্রত্যেকটা জীবন আলাদা প্রত্যেকটা জীবনের মন ভাঙার স্বপ্ন ভাঙার কাহিনী আলাদা তাই কষ্টের পরিমাণও আলাদা। কারোর স্বপ্ন ভাঙার কাহিনীতে জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়ায়, কারোর শুধুমাত্র কয়েকদিনের কষ্ট আবার নতুন করে জীবন শুরু হয়ে যায়। তবে যারা মন থেকে অনেক বেশি চেষ্টা করেছে তার স্বপ্ন পূরণ করার জন্য এবং বিকল্প কোন চিন্তাভাবনা করেনি তাদের স্বপ্ন ভাঙার কষ্টের আওয়াজ না হলেও অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। আর এই কষ্টের কথা কখনোই কাউকে বলে বোঝানো সম্ভব নয়।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1949438350022361534
https://x.com/PussFi_FNDN/status/1949479548124631300
আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করতে পারলেই অনেক বেশি খুশি হয়ে যাই। আসলে সেই স্বপ্নগুলো কখনো হয়তো পূর্ণ হয়। আবারও কখনো অপূর্ন থেকে যায়।