ধারের জীবন।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
প্রত্যেকটা মানুষের নিজস্ব আত্মসম্মানবোধ থাকে। এই সব মানুষ প্রতিনিয়ত নিজের সম্মান বজায় রাখার জন্য সর্বদা সচেতন থাকে। এইসব ব্যক্তি কখনোই অন্যদের সাথে এমন কোন ব্যবহার অথবা আচরণ করে না যাতে তাদের আত্মসম্মান নষ্ট হয়। এমনকি সব দিকে খুবই সচেতন থাকে যেন কেউ তার দিকে আঙ্গুল তুলে খারাপ কথা বলতে না পারেন। এমন কি সে কাউকে ঠকিয়েছে এমন কথা যেন না শুনতে হয় তাই সর্বদাই সৎ পথে চলার চেষ্টা করে। মানুষের উপকার করতে পারুক বা না পারুক সর্বদাই মানুষ ঠকানো থেকে বিরত থাকে। কিন্তু কিছু কিছু মানুষ এমন থাকে যাদের কোন আত্মসম্মানবোধ থাকে না। এইসব মানুষ প্রতিনিয়ত মানুষকে কিভাবে ঠকাবে সে কথাই ভাবতে থাকে। কখনোই অন্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে না। কারণ এসব মানুষের আচার আচরণ এতটাই খারাপ হয়ে থাকে যে মানুষ তাদেরকে সর্বদাই খারাপ নজরেই দেখে। আর এই সব মানুষের আত্মসম্মান নষ্ট হয় সবচেয়ে বেশি তার চলাফেরা আচার-আচরণ এবং লোক ঠকানোর কারণে। কিছু কিছু মানুষ আছে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করতে থাকে। এইসব মানুষের ক্ষমতা যতটুকুই হোক না কেন তারা নিজেকে অনেক বড় দেখানোর চেষ্টা করে।
যার ফলে এইসব মানুষ নিজের সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে অনেক কিছু করে থাকে। ভবিষ্যতে যখন বিভিন্ন ধার দেনাই তলিয়ে যায় সে কথা না ভেবে তারা আরো মানুষের কাছ থেকে ধার দেনা করতে থাকে। এইসব ব্যক্তি ধার দেনা মেটাতে না পারায় বিভিন্ন অজুহাত দেখিয়ে বা শারীরিক অসুস্থতা দেখিয়ে দিন বাড়াতে থাকে। এসব মানুষ কখনোই ভাবেনা যে পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজের শখ সৌখিনতা পূরণ করতে হয় এবং সৌখিন জীবন যাপন পালন করতে হয়। অন্য কারোর কাছ থেকে ধার করলে সমাজে কখনোই ভালো ব্যক্তি হিসেবে চিহ্নিত হয় না। বরং সমাজের মানুষ প্রতিনিয়ত এসব মানুষদের ঘৃণা করে থাকে। এসব মানুষ এমন স্বভাবের হয়ে থাকে যে তারা সংসারে আর্থিক সমস্যা হলে মানুষের কাছ থেকে ধার করে এনে দামী দামী খাবার খাবে অথচ একটু ভাবনা চিন্তা করে দেখবে না যে এই কাজকর্ম কতটা খারাপ এবং ভবিষ্যতে তার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। ধারের জীবন বেশিদিন চালানো যায় না তাই এসব মানুষকে যারা প্রতিনিয়ত ধার দিয়ে চলেছে তারাও একসময় তাদের অর্থ ফেরত না পাওয়ার কারণে তাকে অবহেলা করা শুরু করবে এবং যে বিশ্বাসে সে ধার দিয়েছিল সে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে যার ফলে একটি ভালো সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে যাবে।
বিভিন্নভাবে দেখা গেছে যে ব্যক্তি ধার দেয় এবং যে ব্যক্তি ধার নেয় তাদের মধ্যে জীবনেও কখনো সুসম্পর্ক থাকে না। কোন ব্যক্তিকে কখনো ধার দিলে সে সঠিক সময়ে কখনোই তার ধার পরিশোধ করতে পারে না যার ফলে সম্পর্কের মধ্যে ফাটল ধরে এবং তাদের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই যখন আমাদের কাছে কেউ ধার চাইতে আসে এ ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যে আমরা যদি কাউকে ধার দেই তাহলে অবশ্যই তার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটবেই। কারন আমরা যদি ধার না দিই তাহলে সে ভাববে যে তার অসময়ে আমরা পাশে দাঁড়ালাম না। আবার যদি ধার দিয়ে ফেলি তাহলে আর সেই ধার ফেরত পাওয়া যাবে না যার ফলে টাকাও যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তবে যে মানুষটি ধার চাইছে সেই মানুষ এত কিছু ভাবনা চিন্তা করেই না। কারণ যারা ধার চায় তারা যদি তাদের ভবিষ্যতের চিন্তা করত তাহলে অবশ্যই তারা তাদের খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করে রাখত। তাছাড়া প্রচন্ড বিপদ যদি এসে পড়ে সে ক্ষেত্রে সঞ্চয়ের ঊর্ধ্বে গিয়ে যদি খরচা হয় তাহলে অবশ্যই ধার নেওয়ার প্রয়োজন পড়ে। তবে সেই ধার অবশ্যই সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়া উচিত। সময়ের মধ্যে ধার পরিশোধ করা না হলে দ্বিতীয়বার কেউ ধার দিতে চাইবে না।
এমন মানুষ অনেক কম রয়েছে আমাদের চারিপাশে যারা কোন মানুষের কাছে ধার নিয়ে সেটা সময়ের মধ্যে বা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেয়। বেশিরভাগ মানুষই একবার ধার নিলে ভুলে যায় যে তার ধার পরিশোধ করার দরকার আছে। কিছুদিন পরে সে এমন মনে করে যেন সেই টাকাটা তার নিজেরই ছিল তার নিজের অধিকারের। তাই ফেরত দেওয়ার কোন দরকার নেই। আর এইসব কারণেই মানুষ নিজের আত্মসম্মান নষ্ট করে ফেলে। কিছু কিছু মানুষ তো এমনও আছে যারা প্রতিনিয়ত ধার করে ভালো বাজার করে এনে সংসার চালায়, আবার অনেক সময় অন্যদের বলে যে কিনে খাওয়াতে। এইসব আচরণ আসলে খুবই ছোটলোকের পরিচয় দেয়। এইসব মানুষের নিজের কোনরকম লজ্জাবোধ থাকেনা। এইসব ধার করা মানুষ এক প্রকার নির্লজ্জই হয়ে থাকে। তবে আমাদের অবশ্যই এসব মানুষের থেকে দূরে থাকার প্রয়োজন আছে। কারন এইসব মানুষ আমাদের সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর। এসব মানুষ নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজের সব সৌখিনতা এবং সংসার চালায় না। অন্যদের পরিশ্রম করা উপার্জনের অর্থ তারা ধার করে করে নিজের সংসার চালাতে থাকে যা তারা কখনো ফেরত দেয় না। তাই এমন নির্লজ্জ আত্মসম্মানহীন মানুষদের থেকে আমাদের প্রতিনিয়ত দূরে থাকা উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।