সঞ্চয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সঞ্চয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
মানুষ তার জীবনে বিভিন্ন ধরনের জিনিস সঞ্চয় করে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা দরকারী জিনিস যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারি তাহলে ভবিষ্যত জীবনে আমাদের আর কোন কষ্ট হবে না। আসলে প্রত্যেকটা মানুষ প্রথম অবস্থাতে প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করতে পারলেও মানুষের বয়স যত বাড়তে থাকে ততই এই কঠোর পরিশ্রমের পরিমাণ কমতে থাকে এবং মানুষের শরীর শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে। আর এই সময় তারা তেমন বেশি পরিশ্রম আর করতে পারে না এবং এর ফলে তাদের উপার্জন অনেক বেশি কমে যায়। আসলে এই শেষ বয়সে মানুষ অনেকটা পরনির্ভরশীল হয়ে যায়।
এ পৃথিবীতে আমরা যদি আমাদের প্রথম জীবনের পরিশ্রম থেকে ছোট ছোট জিনিস যদি সঞ্চয় করতে পারি তাহলে এই সঞ্চয় করার জিনিসগুলো ভবিষ্যৎ জীবনে আমাদের অবশ্যই কাজে লাগবে। কেননা ভবিষ্যতে আমাদের সন্তানেরা আমাদের ভালো নাও বাসতে পারে এবং আমাদের দূরে ঠেলে দিতে পারে। আর এই অবস্থায় যদি আমরা একাকী বসবাস করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো সমাধান তখনই হবে যখন আমরা আমাদের সঞ্চয় করা জিনিসগুলো তখন ব্যবহার করতে পারব। আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে সবাই অবশ্যই অল্প অল্প করে বিভিন্ন ধরনের জিনিস সঞ্চয় করা অবশ্যই দরকার। অর্থের পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিস হয়েছে যা সঞ্চয় করা যায়।
আরেকটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি প্রথম জীবনে ভালো কাজ করি এবং মানুষের উপকার করার চেষ্টা করি তাহলে সেই মানুষগুলো আমাদেরকে মনে থেকে সবসময় ভালোবাসবে এবং তাদের মনে আমরা একটা আলাদা জায়গায় অবস্থান করব। আসলে এই ভালোবাসা গুলো আমাদের পরবর্তী জীবনে অবশ্যই কাজে লাগবে। কেননা পরবর্তীতে আমরা যদি কোন ধরনের বড় বিপদে পড়ে থাকি তাহলে তারা সর্বপ্রথম এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আসলে এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু আমরা অবশ্যই শুধুমাত্র অর্থ নয় বরং ভালোবাসাও সঞ্চয় করার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে আমাদের দুর্বলতার সময় মানুষ আমাদেরকে ভালবাসবে।
আসলে সৎ উপায়ে যারা জীবনে বিভিন্ন ধরনের জিনিস সঞ্চয় করতে পারে তাদের ভবিষ্যতে আর কোন কষ্ট করতে হয় না। আর যারা খারাপ উপায় অবলম্বন করে বিভিন্ন ধরনের জিনিস সঞ্চয় করার চেষ্টা করে তাদের কিন্তু ভবিষ্যত জীবনে এই জিনিসের একটিও কোন কাজে আসে না। অর্থাৎ খারাপ উপায়ে আমরা যা কিছুই অর্জন করি না কেন সবকিছু কিন্তু আমাদের জীবন থেকে বৃথা হয়ে যায়। এছাড়াও আমরা আর মানুষের কাছ থেকে পরবর্তীতে কোন ধরনের ভালোবাসা আর পাব না। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যা সঞ্চয় করব ঠিক সেই জিনিসটা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এবং ভবিষ্যৎ জীবনে আমাদের আর কোন কষ্ট কখনোই করতে হবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।