জ্ঞান সম্পদের কোন বিনাশ নাই।

in আমার বাংলা ব্লগ19 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জ্ঞান সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17463356917938209403120689457263.jpg



সোর্স

একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তাদের কাছে এই পৃথিবীর সবথেকে বেশি মূল্যবান সম্পদ রয়েছে। আসলে কিছু কিছু মূর্খ ব্যক্তিদের কাছে এই জ্ঞান কখনো সম্পদ হিসেবে তারা কখনো গণ্য করতে পারে না। আমার তো তারা মনে করে যে জ্ঞান এই পৃথিবীতে একটা নগণ্য সম্পদ এবং আসল সম্পদ হলো অর্থ। এজন্য সব সময় জ্ঞানী ব্যক্তি জ্ঞান সম্পদের সংগ্রহের জন্য তারা সবসময় বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে জ্ঞান সঞ্চয় করে বেড়ায়। আর যারা মূর্খ ব্যক্তি তারা কখনো জ্ঞানের পিছনে না ছুটে বরং সবসময় অর্থের পিছনে ছুটে বেড়ায় এবং কি করে বেশি অর্থ জীবনে উপার্জন করা যায় এজন্য তার বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়ায় আমাদের এই পৃথিবীতে।


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা প্রকৃতি জ্ঞানী ব্যক্তি তারা সব সময় অনেকে হাসিখুশি থাকে এবং চেষ্টা করে যাতে করে তাদের নিজেদের জ্ঞানগুলো অন্যের মাঝে বিলিয়ে দেওয়া যায়। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি আপনার নিজেদের জ্ঞানকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জ্ঞান সম্পদ কমবে না বরং প্রতিদিন আপনার এই জ্ঞান সম্পদ বাড়তে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জ্ঞান সম্পদের কিন্তু এই পৃথিবীতে কোন বিনাশ নাই। এজন্য আমরা সব সময় জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করব এবং নিজেদের জীবনে এই ভালো জ্ঞান গুলোকে প্রয়োগ করার জন্য প্রতিদিন আমরা জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড করবো।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে সব দেশের মানুষেরা যত বেশি জ্ঞানী সেই দেশের মানুষগুলো সব সময় অন্যান্য দেশ অপেক্ষা এগিয়ে থাকে এবং তারা কিন্তু এই জ্ঞান সম্পদের জন্য সব সময় অন্যান্য দেশ অপেক্ষা এগিয়ে থাকে। আসলে কিছু কিছু দেশের মানুষ গুলো মনে করে যে জ্ঞান একটা দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আসলে জ্ঞানের পাশাপাশি যদি তারা অর্থ উপার্জন করতে পারে এবং এই অর্থ উপার্জন করে যদি দেশকে সমৃদ্ধ করতে পারে তাহলে দেশ সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবে। এই জিনিসটা যেসব মূর্খ ব্যক্তিদের মনে করে থাকে তাদের দ্বারা কখনো ভালো কোন কাজকর্ম হয় না এবং তারা সবসময় পিছিয়ে থাকে অন্যান্য দেশ অপেক্ষা।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো ততদিন জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আসলে আমরা যদি প্রকৃতি জ্ঞানী হয়ে জ্ঞানের পুরো রসটা আস্বাদন করতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে মরে গিয়েও আমাদের শান্তি থাকবে। কেননা জ্ঞান অর্জন করে জীবনে মানুষের উপকার করা এবং সেই জ্ঞান অন্যের মাঝে বিতরণ বা বিলিয়ে দেওয়া কিন্তু একজন ভালো মানুষের কাজ। এইতো আমরা সবসময় চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই জ্ঞানের সমুদ্র থেকে জ্ঞান আরোহন করার জন্য। আর এভাবে যদি তারা আস্তে আস্তে করে জ্ঞানের স্বাদ পেয়ে যায় একবার তাহলে কিন্তু তারা সবসময় জ্ঞান অর্জন করতে ব্যস্ত থাকবে এবং নিজেদের জীবনটাকে জ্ঞানের সমুদ্রে ভাসিয়ে দেবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 19 days ago 

জ্ঞানই একমাত্র সম্পদ যা ভাগ করলে বাড়ে, কমে না—এই কথাটি আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা তাদের জ্ঞান বিলিয়ে দিয়ে সমাজকে আলোকিত করেন, আর এটাই তাদের অমরত্ব দান করে।আপনি ঠিকই বলেছেন, অনেকেই অর্থকে প্রাধান্য দেয়, কিন্তু জ্ঞান ছাড়া অর্থের সঠিক ব্যবহার সম্ভব নয়। জ্ঞান ও অর্থের সমন্বয়ই একটি দেশকে প্রকৃত উন্নতির দিকে নিয়ে যায়।