সততার পরিচয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সততা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে সততার পরিচয় দেয়ার জন্য যে নিজে সব সময় ভালো কাজ করতে হবে এমন কোন কথা নেই। অর্থাৎ আপনি আপনার সততার পরিচয় সব সময় নিজের কাছে গোপন রেখে সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সততা একটি সবথেকে বড় মহৎ গুণ। এই গুণ যাদের মধ্যে রয়েছে অবশ্যই তাদের আশেপাশে আমাদের থাকা উচিত। কেননা এমন ভালো ব্যক্তি এই পৃথিবী হয়তোবা অন্য কেউ নাও থাকতে পারে। আসলে যারা সততা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তাদের জীবনটা অনেক বেশি কঠিন। কেননা এই খারাপ মানুষের ভিড়ের মধ্যে নিজের সততাকে টিকিয়ে রাখার মত এমন যুদ্ধ কিন্তু সবাই কখনো করতে নাও পারে।
কেননা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের লোভনীয় জিনিস প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। আর আপনি যদি এই লোভনীয় জিনিসের ফাঁদে একবার পড়ে যান তাহলে আপনি আপনার প্রিয় জীবনের সততাকে নিমিষেই হারিয়ে ফেলবেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সততা নিয়ে সামনের দিকে এগিয়ে জীবনে উন্নতি লাভ করতে পারে তারা কিন্তু জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারে। আসলে এমন ধরনের মানুষ খুঁজে পাও বর্তমান সময়ে বড় কঠিন। কেননা এখন মানুষ সততার পথ বাদ দিয়ে অসৎ পথে এগিয়ে চলার চেষ্টা করে। কেননা আপনি সৎ পথে যদি অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত।
কিন্তু যদি আপনি অসৎ পথে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চান তাহলে কিন্তু সেটি আপনি অবশ্যই উপার্জন করতে পারবেন। কেননা অসৎ উপায়ে খুব সহজে যেমন অর্থ উপার্জন করা যায় ঠিক তেমনি সেই পথে চলতে চলতে একদিন আপনাকে অবশ্যই পুরো অর্থ ফেলে দিতে হবে এবং সেই অর্থ আপনার জীবনে কোন কাজে লাগবে না। অর্থাৎ আমরা যদি সততার পথ অবলম্বন করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের পথটা অনেক বেশি সহজ হবে এবং আমাদের জীবনে তেমন বেশি কোন সমস্যার সৃষ্টি হবে না। অর্থাৎ একজন সৎ মানুষকে সমাজের প্রত্যেকটা মানুষ অবশ্যই ভালোবাসে এবং তার সততার জন্য তাকে সবাই অনেক বেশি সম্মান করে থাকে।
এজন্য আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য সর্বপ্রথম আমাদের সৎ হতে হবে এবং সব সময় সততার পরিচয় নিয়ে সমাজে বসবাস করতে হবে। আর এভাবে যদি আমরা নিজেদের সততার সহিত কাজ করে যেতে পারি তাহলে কিন্তু কোন কাজে আমাদের ভুল হবে না এবং এইসব কাজে আমাদের বিভিন্ন সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাইতো দেশের প্রত্যেকটা লোককে অবশ্যই সৎ হতে হবে এবং নিজেদের সততার পরিচয় দিয়ে দেশকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এভাবে যদি সবাই মিলে নিজেদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারা যায় তাহলে অবশ্যই আমাদের দেশ অন্যান্য দেশ অপেক্ষায় এগিয়ে থাকবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া সৎ থাকলে জীবনে সব কিছু হয়।যদিও সৎ থাকতে হলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপরে ও আমাদের সৎ পথে থাকতে হবে। বেশ ভালো লিখেছেন।
সততা শুধু নৈতিকতা নয়, এটি আত্মসম্মান ও বিশ্বাসযোগ্যতার ভিত্তি। আপনি সততার পরিচয় দিয়ে সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।সততা হলো সেই আলো, যা অন্ধকারে পথ দেখায়। আপনার এই গুণ আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে।সততার মতো গুণ আজকাল খুব কমই দেখা যায়। আপনার এই আদর্শিক দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসার যোগ্য!