পৃথিবী বদলে যাচ্ছে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পৃথিবী বদলে যাওয়া সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
যে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি সেই পৃথিবীটা কিন্তু সেই সময় থেকে এখনকার সময় অব্দি অনেক বেশি বদলে গেছে। আসলে আমাদের এই পৃথিবীটা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে এবং পাল্টে যাচ্ছে পৃথিবীতে বসবাসকারী সকল মানুষেরা। একটা সময় আমাদের এই পৃথিবীতে অনেক বেশি শান্তি ছিল এবং মানুষ মানুষকে অনেক বেশি ভালোবাসতো। আসলে বর্তমান সময়ের মত পৃথিবীটা তখন এতটা আধুনিক ছিল না কিন্তু মানুষের মনে ছিল প্রকৃত ভালোবাসা। আর আমরা এই প্রকৃত ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে তখন পাল্টে দিতে পারছিলাম। আসলে মানুষ হিসেবে যদি আমরাই পৃথিবীটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে পৃথিবীটা অবশ্যই বদলে যাবে কিন্তু সেটি কখনো ভালোর দিকে নয়।
যে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি সেই পৃথিবী হলো মাতৃভূমি। বাচ্চারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে এবং মাতৃভূমিকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করে তারা কিন্তু কখনো মাকে ভালোবাসে না এবং এই পৃথিবীতে তাদের কোন অধিকার নেই। এই পৃথিবী আমাদের জন্য কিন্তু অনেক কিছু করেছে। এজন্য আমরা এই পৃথিবীর ঋণ কখনো শোধ করতে পারবোনা। কিন্তু আমরা যদি এই পৃথিবীটাকে ভালোর দিকে পরিবর্তন করতে পারি বা বদলে দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই পৃথিবীর কোন ক্ষতি হবে না। আসলে আধুনিক সময় মানুষ এখন একে অন্যের উপর নির্ভরশীল নয় এবং সবাই সবার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। আর এজন্য এই পৃথিবীর মানুষ এখন বড় স্বার্থপর।
আর স্বার্থপর পৃথিবী কখনো মানুষের জন্য ভালো হতে পারে না বরং মানুষের জন্য সবথেকে বেশি ক্ষতিকর। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সঠিকভাবে বসবাস করতে পারি এবং পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে পারি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম এসে আমাদের সাজানো পৃথিবীতে তারা আপন করে নিতে পারবে খুব সহজেই। কেননা আপনারা ঠিক যেরকম ভাবে এই পৃথিবীটাকে সাজাবেন পরবর্তী প্রজন্ম এসে ঠিক সেইভাবে পৃথিবীটাকে গ্রহণ করবে। যদি খারাপ ভাবে আপনারা পৃথিবীতে তাদের সামনে উপস্থাপন করেন তাহলে তাদের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা জন্ম নেবে এবং তারাও কখনো পৃথিবীর কোন উন্নতি করতে কখনো চেষ্টা করবে না।
এজন্য সবাই মিলে আমরা পৃথিবীটাকে বদলে দেবো একটা সুন্দর পৃথিবী হিসেবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই যদি ভালোভাবে বসবাস করার চেষ্টা করে এবং কেউ কখনো যদি পৃথিবীর ক্ষতি করতে চেষ্টা না করে তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা আগের থেকে আরও ভালোর দিকে এগিয়ে যাবে এবং সবাই মিলে সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করবো। তাইতো পৃথিবীটা যাতে সুন্দর হতে পারে এবং পৃথিবীর মানুষ গুলোর মন মানসিকতা যাতে ভালো হতে পারে এমন পৃথিবী সবাই আমরা আশা করি এবং এই জন্য পৃথিবীটা যতই বদলে যাক না কেন আমরা কিন্তু সব সময় নিজেদেরকে সঠিক দিকে রাখার চেষ্টা করবো এবং পৃথিবীর কোন ক্ষতি না হয় এমন কোন কাজ কখনো করবো না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে পৃথিবী বদলে যাওয়া নিয়ে লেখাটি খুবই সময়োপযোগী এবং গভীর চিন্তার উদ্রেক করে! বর্তমান সময়ের প্রেক্ষাপটে, যেখানে পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে, আপনার এই লেখাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভেতরের ভালোবাসা এবং ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা এখনো অনেক শক্তিশালী।
আপনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে কিভাবে আমরা, মানুষরাই পারি আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলতে। আপনার লেখার ভাষা সহজ ও সাবলীল, যা সহজেই পাঠকের মন জয় করে নেয়। বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করার যে আহ্বান আপনি জানিয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অন্যান্য পোস্টগুলো দেখার জন্য আমি উৎসাহিত থাকলাম। আপনার কাজকে সমর্থন জানাতে পেরে আমি আনন্দিত এবং আশা করি আপনি Steemit-এ আরও অনেক সুন্দর লেখা উপহার দেবেন। চালিয়ে যান!
খুব সুন্দর একটি লেখা শেয়ার করেছেন ভাইয়া, পৃথিবী বদলে যাচ্ছে শিরোনামে। আমার মনে হয় মানুষ পৃথিবীকে বদলে দিচ্ছে! কারণ মানুষ বদলাচ্ছে। মানুষ আধুনিক থেকে অতিআধুনিক হচ্ছে, আর মানুষের বাসযোগ্য পৃথিবীকে নরকে পরিনত করছে। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব পৃথিবীকে সুন্দর রাখা। আপনার পোস্টটি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/pussmemecoin/status/1940634250807857327?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1940634966905573863?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1940635171549782102?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1940815709829046520