হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ হিংসা বিদ্বেষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যারা হিংসা দিয়ে বেঁচে থাকে তারা কিন্তু কখনো ভালো সময় কাটাতে পারে না এবং তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা সব সময় ঘুরে বেড়ায়। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন তো এই পৃথিবীতে যারা হিংসুক প্রকৃতির লোক রয়েছে তাদের সাথে আপনি যদি ভালোভাবে কোন কথা বলেন তাহলে তারা সেই ভালো কথাটাকে গ্রহণ করতে পারবে না এবং তারা সেই ভালো কথাটাকে ঘুরিয়ে পেচিয়ে সবসময় খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষকে ভালবাসতে পারি এবং মানুষের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে অবশ্যই আমরা এই জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো।
কিছু কিছু মানুষ আছে তারা তাদের এই আচরণগুলো কখনো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ তাদের এই খারাপ চিন্তা ভাবনাকে তার সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এর ফলে কিন্তু তারা অন্যান্য মানুষদের কাছ থেকে সবসময় দূরে সরে যায়। আসলে এই জীবনে যদি আপনি মানুষের কাছ থেকে কখনো ভালোবাসা না পান তাহলে কখনো আপনি জীবনের সুখী হতে পারবেন না। একটা জিনিস আপনার সব সময় মনে রাখতে হবে যে আপনি এই জীবনটাকে ধরে সঠিকভাবে উপভোগ করতে চান তাহলে সর্বপ্রথম এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে।কেননা ভালো কাজের মাধ্যমে জীবনে প্রকৃত শান্তি উপভোগ করা যায়।
আসলে এইভাবে অবশ্যই আমাদের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কেউ অন্যের পাশে দাঁড়াতে হবে এবং একে অন্যকে সাহায্য করতে হবে। আর আমরা যদি এইভাবে একে অন্যকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে আমাদের সকলের জীবনটা অনেক বেশি সুন্দর হবে। আসলে মানুষের বিপদে মানুষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু সেই মানুষগুলো জীবনে কখনো সুখী হতে পারবে না এবং তাদের পুরো জীবনটা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে দিয়ে কাটতে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই হিংসার বিদেশ ভুলে গিয়ে একজন ভালো মানুষ হতে পারে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে উপভোগ করতে পারবো।
এজন্য আমাদের একজন ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে। আর আমরা যদি চেষ্টার মাধ্যমে জীবনে একজন ভালো মানুষ হতে পারি তাহলে অবশ্যই প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আমরা আমাদের এই ভালো কাজের জন্য এই পৃথিবীর যে সারা জীবন বেঁচে থাকতে পারবো। আসলে একটা মানুষ এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে তার ভালো কাজের জন্য। তাইতো সবাইকে অবশ্যই তাদের হিংসার বিদ্বেষ ভুলে গিয়ে একে অন্যকে সাহায্য করতে হবে এবং একে অন্যের বিপদে আপদে সবসময় পাশে থাকতে হবে।এভাবে যদি আমরা সবাই মিলে পাশে থাকতে পারে তাহলে অবশ্যই আমরা জীবনে প্রকৃত শান্তি উপভোগ করতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Wow, @nilaymajumder, what a powerful message! আপনার পোস্টটি সত্যিই অনুপ্রেরণামূলক। It's so important to remember that choosing kindness and compassion over হিংসা বিদ্বেষ (envy and hatred) is the key to genuine happiness. I especially appreciate how you emphasized that good deeds and helping others are what leave a lasting impact on the world.
This is a message that resonates deeply, and I'm sure many in the "আমার বাংলা ব্লগ" family will connect with your words. Your dedication to photography and exploration also shines through in your profile! Keep sharing your positive perspective and beautiful photos with us! সবাই ভালো থাকুন। ❤️
https://x.com/pussmemecoin/status/1948735773928214650