বয়স বাড়ার সাথে সাথে চাহিদা কমে যায়।

in আমার বাংলা ব্লগ14 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চাহিদা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17520325979968017575938913599556.jpg



সোর্স


আমাদের জীবনে বিভিন্ন ধরনের চাহিদা থাকে যে চাহিদা গুলো আমরা সবসময় পূরণ করার জন্য চেষ্টা করি। কিন্তু সেই চাহিদা পূরণ করতে করতে যখন আমাদের জীবন থেকে সেই সময়টা চলে যায় তখন কিন্তু সেই চাহিদার প্রতি আমাদের আর আকর্ষণ থাকেনা। অর্থাৎ সময়মতো যদি আমরা আমাদের চাহিদা গুলো পুরন করতে না পারি তাহলে সেগুলোর প্রতি আমাদের আকর্ষণ অনেক কমে যেতে শুরু করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের চাহিদা গুলো আস্তে আস্তে কমতে থাকে। আসলে এক দিক থেকে যেমন চাহিদা কমতে থাকে ঠিকই অন্য দিক থেকে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আরো অনেক বেশি বাড়তে শুরু করে।


আসলে আমাদের এই পৃথিবীতে আমরা যদি সময় মতো কোনো কিছু না পাই তাহলে কিন্তু সেই জিনিসগুলো প্রতি আগ্রহ আমাদের কমে যায় এবং পরবর্তীতে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য আমরা চেষ্টা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা একটু ভালোভাবে থাকতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনের চাহিদা গুলো পূরণ করার জন্য চেষ্টা করব। কিছু কিছু মানুষ আছে যারা সবসময় মনে করে যে চাহিদার কোন শেষ নেই এবং মানুষের চাহিদা এক সময় পূরণ করাই হলো। একটা প্রশ্ন আপনার উদ্দেশ্যে যে আপনার যুবক কালের চাহিদা যদি আপনার বয়স কালে পূরণ করা হয় তাহলে সেই একই রকম উৎসাহ কি আপনার মনে থাকবে।


আসলে যে সময়ের চাহিদা সেই সময়ে পূরণ করা প্রয়োজন। যদিও আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সকল ধরনের চাহিদা কিন্তু আমাদের জীবনে কখনো পূরণ হয় না। আসলে জীবনের এই কর্মযজ্ঞে হারিয়ে গিয়ে আমরা আমাদের জীবনের চাহিদা গুলোকে সবসময় হারিয়ে ফেলি এবং সে চাহিদা গুলো আর কখনো আমাদের জীবনে পূরণ করা হয় না। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন কখনো আমরা আমাদের জীবনের চাহিদা গুলোকে ফেলে রাখার চেষ্টা করব না। আসলে বড় চাহিদাগুলো যদি পূরণ করতে না পারি তাহলে ছোট ছোট চাহিদা গুলো অবশ্যই আমরা পূরণ করার চেষ্টা করব। এতে করে কিন্তু আমাদের মনে একটা আলাদা ধরনের শান্তি আসবে।


এজন্য আমরা সব সময় নিজের চাহিদা গুলো যেমন পূরণ করার চেষ্টা করব ঠিক তেমনি আমাদের পরিবারের মানুষগুলো চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করব। কেননা তারা কিন্তু তাদের নিজেদের চাহিদাগুলো অপূরণ রেখে আমাদের চাহিদা গুলো পূরণ করার জন্য চেষ্টা করেছে। একটা সময় এসে তাদের জীবনের সকল চাহিদা ও পূরণ থেকে গেছে এবং আমাদের জীবনের চাহিদাগুলো তারা পূরণ করতে পেরেছে। যদিও এখন তাদের সেই চাহিদাগুলোর কোন প্রয়োজন নেই তবুও কিন্তু আমরা তাদের জীবনের সামনের চাহিদা গুলো অবশ্যই পূরণ করার চেষ্টা করব। যাতে করে তারা পরবর্তীতে আর কোন ধরনের কোন কষ্ট পেতে না পারে এবং জীবনটাকে তারা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Greetings, @nilaymajumder!

Your thoughtful reflection on "ch চাহিদা" (desires) and their evolving significance truly resonated with me! The way you articulated the shifting importance of desires with time and age, especially within the context of family and responsibility, is both insightful and relatable. Your point about prioritizing the fulfillment of smaller desires when larger ones are out of reach is a valuable perspective, offering a pathway to contentment.

It's wonderful how you've connected these personal reflections to the importance of fulfilling the needs of our loved ones, acknowledging their sacrifices. This post is a beautiful reminder to appreciate the present and cherish the desires of those around us.

ধন্যবাদ for sharing your thoughts with the "আমার বাংলা ব্লগ" community! I'm sure many readers will find your words thought-provoking. Keep up the excellent work!