কাউকে ঠকানো উচিত নয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ঠকানো সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে কিছু কিছু চালাক প্রকৃতির লোক রয়েছে যারা সব সময় অন্য মানুষকে ঠকানোর চেষ্টা করে। তারা অন্য মানুষকে যখন ঠকিয়ে দেয় তখন তারা নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে এবং বুদ্ধিমান একই সাথে মনে করে। আসলে এই ধরনের মানুষ যে কতটা বোকা তা তারা নিজেরাও কখনো কল্পনা করতে পারে না। কাউকে ঠকিয়ে যারা জীবনে বড় হওয়ার চেষ্টা করেন তারা হয়তোবা বড় হতে পারলেও কখনো তারা জীবনে সুখী হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করব এবং কোন মানুষকে কখনো তাদের সরলতার সুযোগ নিয়ে ঠকানোর চেষ্টা করবো না। কেননা এই ধরনের মানুষগুলো অনেকটা সহজ সরল প্রকৃতির হয়।
এই পৃথিবীতে চালাক লোকের থেকে সহজ সরল লোক অনেক বেশি ভালো। কেননা এই লোক গুলো আপনার কখনো ক্ষতি করার চেষ্টা করবে না এবং আপনি যদি কোন ধরনের বিপদে পড়েন তাহলে সর্বপ্রথম এদেরকে আপনি পাশে পাবেন। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই সকল মানুষদেরকে কষ্ট দিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করি তাহলে আমরা জীবনে কখনো বড় হতে পারব না। যদিও আপনি তাদেরকে সহজ সরল অথবা বোকা মনে করেন কিন্তু বাস্তবে তারা কিন্তু অতটা বোকা নয়। তারা সবকিছু জানে এবং সবকিছু বুঝতে পারে। কিন্তু এর শর্তেও তারা জেনেশুনে কোন কিছু আপনাকে কখনো বলবে না এবং আপনার প্রতি তাদের কোন অভিযোগ কখনোই থাকবে না।
আর এই মানুষগুলো তখন আপনাকে ঠিকঠাক চিনে নেবে এবং আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। আসলে এই সহজ সরল প্রকৃতির মানুষ গুলো কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে না। তারা সব সময় নিজেদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য সবসময় চেষ্টা করে এবং কেউ যদি এই যাওয়ার পথে তাদের ক্ষতি করে তাহলে তারা তাদের কিছু না বলে আস্তে করে তাদের সেই পথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রচেষ্টা চালিয়ে দেয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষদেরকে ঠকিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করি তাহলে এটি আমাদের ভুল হবে। আমরা সবসময় চেষ্টা করব এই মানুষদের পাশে থাকার জন্য এবং এই মানুষটা যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য।
আমরা যদি এইভাবে তাদেরকে বিপদ-আপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে কিন্তু এই মানুষগুলো আমাদেরকে মন থেকে ভালবাসবে এবং একই সাথে আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে এই পৃথিবীতে ভালো-মন্দ নিয়ে আমাদের বসবাস। যদিও এই খারাপ মানুষ গুলো এদের কোন ক্ষতি না করতে পারে অর্থাৎ কোনোভাবে ঠকাতে না পারে এজন্য আমরা সব সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারি তাহলে কিন্তু কেউ আমাদের আর কোন কিছু করতে পারবে না এবং মানুষকে একা পেয়ে তাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারবে না। তাইতো আমরা সবাই দলবদ্ধ ভাবে থাকবো এবং সবাই সবার বিপদে আপদে পাশে থাকবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে দাদা ঠকানো বিষয়টি আমাদের সমাজে বেশি। যখন কোন মানুষ ভালো কিছু করতে চাই পিছন থেকে অন্যজনে এসে ঠকিয়ে দেয়। তাছাড়া এমন কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের ক্ষতি করে নিজেই ভালো থাকতে চাই। এটা এমন বিষয় যা আমাদের চারপাশে কিংবা আমাদের আত্মীয়-স্বজনদের মাঝে অথবা বন্ধু বন্ধের মাঝে বেশি লক্ষ্য করা যায়। কারণ মানুষ মানুষকে ঠকায় কাছের মানুষ আর আপনজন। ধন্যবাদ সুন্দর একটি টপিকস লিখে শেয়ার করার জন্য।
কথাটা একেবারে ঠিক ভাই। সহজ সরল লোকেরা কখনও প্রতিশোধ নিতে চাই না। তারা শুধু দূরত্ব বাড়িয়ে দেয়। মানুষ কে ঠকানো যে ঠিক না এই চিন্তা টা অনেকের মাঝে নেই বললেই চলে। বেশ দারুণ লিখেছেন আপনি।