পরিস্থিতি মানুষের অভিজ্ঞতা বাড়ায়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পরিস্থিতি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে অনেক মানুষ মনে করে যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়তে থাকে। আসলে এই কথাটি আমার কথা সম্পূর্ণ ভুল মনে হয়। কেননা বয়স বাড়ার সাথে সাথে যদি মানুষের অভিজ্ঞতা বাড়তো তাহলে শেষ বয়সে মানুষ প্রচুর পরিমাণ অভিজ্ঞতার সম্মুখীন হত এবং তারা সব থেকে বেশি জ্ঞানী হত। আসলে আমার কাছে মনে হয় যে পরিস্থিতি মানুষের অভিজ্ঞতা বাড়ায়। একটা মানুষ যদি তার জীবনে বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি এবং ভালো পরিস্থিতির সম্মুখীন না হতো এবং সেই পরিস্থিতি থেকে সে যদি সঠিক কোন শিক্ষা গ্রহণ না করতো তাহলে সেই মানুষটি জীবনে কখনো ভালো হতে পারত না এবং তার অভিজ্ঞতা সারা জীবন কম থেকে যেত।
এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে মানুষের অভিজ্ঞতা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বৃদ্ধি পায়। অর্থাৎ একটা মানুষ যদি বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় এবং সেই পরিস্থিতি থেকে কি করে বের হয়ে আসা যায় এজন্য তারা যদি সবসময় চিন্তা ভাবনা করতে থাকে তাহলে একটা সময় দেখবেন যে তাদের মাথার থেকে একটা দারুন অভিজ্ঞতার সৃষ্টি হবে এবং সেই অভিজ্ঞতার দরুন সে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে। আসলে এই ধরনের অভিজ্ঞতা যদি সে এর আগে অর্জন করত তাহলে কিন্তু সে সেই পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার পেতে পারতো। আসলে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে মানুষের অভিজ্ঞতা সবসময় আলাদা ধরনের হয়ে থাকে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোন পরিস্থিতির অভিজ্ঞতার সাথে অন্য কোন পরিস্থিতির অভিজ্ঞতার কোন মিল আমরা কখনো খুঁজে পাবো না। এজন্য এই বিষয় সম্পর্কে আমাদের যদি একটু ধারণা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে আরও অনেক বেশি জ্ঞানী হতে পারব। আর যে মানুষগুলো সাধারণ জীবন যাপন করে এবং তাদের সামনে তেমন কোন পরিস্থিতির সম্মুখীন হয়নি বা কোন খারাপ পরিস্থিতিতে তারা কখনো পড়েনি তাহলে কিন্তু এতে করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি কম থাকবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এভাবে সাধারণ জীবন যাপন করি তাহলে কিন্তু আমাদের অভিজ্ঞতা কখনো তেমন একটা বেশি বৃদ্ধি পাবে না।
এজন্য আমার মনে হয় বয়সের থেকে মানুষের পরিস্থিতির উপর তাদের অভিজ্ঞতা বাড়ার প্রবণতা সবথেকে বেশি। তাইতো আমরা কখনো কোন পরিস্থিতিতে ভয় না পেয়ে সবসময় সেই পরিস্থিতি থেকে কি করে বের হয়ে আসা যায় এবং খারাপ পরিস্থিতির বিরুদ্ধে কি করে মোকাবেলা করা যায় এজন্য আমরা সবসময় চেষ্টা করব। আর এভাবে যদি আমরা সবাই মিলেমিশে বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি তাহলে ভবিষ্যতে অন্য কোন খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে আমরা আগে থেকে সতর্ক থাকতে পারব এবং সেই সময় যেসব কাজ করণীয় সেগুলো আমরা দ্রুত সমাধান করতে পারব। কেননা একটা মানুষ যখন বিভিন্ন ধরনের পরিস্থিতিতে পড়ে তখন তার অভিজ্ঞতা বিভিন্নভাবে বৃদ্ধি পায়।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।