ইচ্ছা শক্তির জয়।

in আমার বাংলা ব্লগ14 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ইচ্ছা শক্তির জয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17548822821736342104521876581938.jpg



সোর্স


আসলে ইচ্ছা থাকলে এই পৃথিবীতে যে কোন কিছু করা যায়। শুধুমাত্র আপনার মধ্যে এই ইচ্ছা শক্তি জাগ্রত করতে হবে। আসলে এই পৃথিবীতে যারা অলস প্রকৃতির মানুষ তারা জীবনে কখনো কোন কিছু সঠিকভাবে সমাধান করতে চায় না এবং তারা শুধুমাত্র বসে বসে ভাবতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র ঘরের মধ্যে বসে বসে বিভিন্ন জিনিস ভাবতে থাকি তাহলে সেই জিনিসগুলো কখনো সঠিকভাবে সমাধান করা সম্ভব হবে না। এই পৃথিবীতে যাদের ইচ্ছে শক্তি যত বেশি তারা তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের দ্বারা কিন্তু এই পৃথিবীতে যত ভালো কাজ হতে পারে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে কঠিন পরিশ্রম করার মত ইচ্ছা জাগ্রত করতে হবে।


আসলে আমরা যদি সব সময় কঠিন পরিশ্রম করতে পারি এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সব সময় যদি চেষ্টা করতে পারি তাহলে একটা সময় আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো। এই পৃথিবীতে যারা সবসময় পিছনের দিকে পড়ে থাকে তাদের মনোবল অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে এবং তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে দুর্বল প্রকৃতির মানুষেরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না এবং তাদের ইচ্ছাশক্তি বলে কোন কিছু কখনোই থাকে না।


আসলে এই মানুষগুলো সারা জীবন পিছনের দিকে পড়ে রই এবং তাদের এই পিছনের দিকে পড়ে থাকার প্রধান কারণ হলো তাদের দুর্বল চিন্তাভাবনা। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি সব সময় খারাপ চিন্তা ভাবনা করেন এবং খারাপ চিন্তা ভাবনার মাধ্যমে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে সেটি কিন্তু আপনার দ্বারা কখনোই সঠিকভাবে সম্ভব হবে না। এজন্য সর্বপ্রথম আপনার ইচ্ছাশক্তির গুরুত্ব বাড়িয়ে দিয়ে এই ইচ্ছাশক্তির মাধ্যমে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর এভাবে চেষ্টা করতে পারলে অবশ্যই আমরা সামাজিক এগিয়ে যেতে পারবো।


মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই কিন্তু একজন মানুষ সমাজে ছোট বড় হতে পারে। এজন্য আমরা চেষ্টা করব যাতে করে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং অন্যান্য মানুষদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটাতে পারি।এভাবে যদি আমরা মানুষের মধ্যে শিক্ষার বিকাশ ঘটাতে পারি তাহলে তারাও প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে তাদের ইচ্ছাশক্তির দ্বারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং জীবনে ভালো কিছু করতে পারবে। আসলে জীবনে ভালো কিছু একমাত্র তারাই করতে পারে যারা সবসময় চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এজন্য আমরা সবসময় আমাদের ইচ্ছা শক্তির দ্বারা এই পৃথিবীর সব কঠিন কাজকে সমাধান করতে পারব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Greetings, @nilaymajumder from the @punicwax curation team!

This is a truly inspiring post about the power of will ("ইচ্ছা শক্তি জয়")! Your words resonate deeply, reminding us that diligence and a strong mindset are key to overcoming obstacles and achieving our goals. The emphasis on action over mere thought is particularly powerful.

The message about education and its role in empowering others is also fantastic. It's great to see content that encourages personal growth and positive community impact.

Thank you for sharing your insightful thoughts. I encourage everyone to read @nilaymajumder's motivational message and share their thoughts in the comments! Keep up the great work!