মেরুদণ্ডহীন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মেরুদণ্ডহীন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে কিছু কিছু মেরুদণ্ডহীন মানুষ রয়েছে যারা কখনো নিজেদের কথামতো চলার চেষ্টা করে না বরং তারা অন্যের কথা মত চলার চেষ্টা করে এবং নিজেদের জীবনটা সবসময় অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আসলে এই মেরুদণ্ডহীন মানুষের জীবনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না এবং তার পুরো জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে কেটে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ভাবে মেরুদণ্ডহীন ভাবে জীবন যাপন করি তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা কখনো সুখ শান্তি অর্জন করতে পারব না এবং জীবনের প্রত্যেকটা সময় আমাদের অনেকটা গোলামী করতে করতে কেটে যাবে। আসলে এই জীবনের প্রকৃত স্বাদ আমরা কখনো উপভোগ করতে পারবো না।
কিন্তু বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাই যে বেশিরভাগ মানুষ এখন মেরুদণ্ডহীন হয়ে বসবাস করার চেষ্টা করে এবং তারা কখনো নিজেদের মতো করে বসবাস করার চেষ্টা করে না। বরং তারা অন্যের কথা মতো এগিয়ে চলার চেষ্টা করে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আসলে এভাবে যদি তারা নিজেদের জীবনটাকে মেরুদণ্ডহীন করে ফেলে তাহলে কিন্তু তাদের পরবর্তী জেনারেশন সবসময় তাদের দেখা পথে চলাচল করার চেষ্টা করবে এবং তাদের জীবনটাও একই রকম ভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে।এজন্য সব থেকে একটা বড় বিষয় হলো আমাদের নিজেদের একটা মেরুদন্ড তৈরি করতে হবে যেখানে কেউ আমাদেরকে কখনো কোন কিছু বলতে পারবে না।
অর্থাৎ আমরা নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং কেউ যদি আমাদের উপর খারাপ কোন জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই মেরুদণ্ডহীন ভাবে জীবন যাপন করি তাহলে এর থেকে মরে যাওয়া কিন্তু অনেক বেশি ভালো। কেননা এই জীবনে নিজের কোন অধিকার অথবা নিজের কোন চাওয়া পাওয়া কোন কিছুই থাকে না। শুধুমাত্র নিজেদের মতো করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু একটা সময় আমরা একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারব এবং সবাই আমাদেরকে অবশ্যই সম্মান করতে থাকবে।
আসলে আমরা যদি নির্লজ্জের মত বসবাস করি তাহলে কিন্তু সমাজে কেউ আমাদেরকে কখনো সম্মান করবে না এবং সবাই আমাদেরকে মেরুদণ্ডহীন বলে মনে করবে। এভাবে বেঁচে না থেকে আমরা যদি সব সময় চেষ্টা করি নিজেদের একটা ভালো জায়গা তৈরি করার জন্য তাহলে অবশ্যই আমরা জীবনে একটা ভালো জায়গা তৈরি করে সেই জায়গায় পৌঁছে দিতে পারব এবং আমাদের দেখাদেখি আমাদের পরবর্তী প্রজন্ম সেই একই রকম করে চেষ্টা ফলে তারাও একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে না। এজন্য আমরা কখনো মানুষের কাছে নিজেদের মেরুদন্ড বিক্রি করে দেব না বরং নিজেদের মেরুদন্ড সব সময় শক্ত করে ধরার চেষ্টা করব যাতে করে কেউ আমাদেরকে অপমান করতে না পারে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Wow, @nilaymajumder, what a powerful and thought-provoking post! Your reflections on living with a "spineless" mentality really hit home. The way you've articulated the importance of standing up for oneself and not blindly following others is so relevant in today's world. I especially appreciate how you connect this to future generations, emphasizing the need to set a strong example.
The analogy of a "spineless" existence being worse than death is striking and drives the point home. Your writing is clear, concise, and deeply relatable. "আমার বাংলা ব্লগ" is lucky to have such insightful content! Thank you for sharing your perspective and inspiring us to be more courageous and authentic. Definitely resteemed! I'm eager to hear what others think about this - please share your thoughts, everyone!
https://x.com/pussmemecoin/status/1939472472006651988?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1939473194223845532?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1939473509249343804?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/poloniex/status/1939350079263142306?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1939719764416594173