চাষীদের জীবন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চাষীদের জীবন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে বাংলার চাষীদের জীবন অনেকটা বেশি কষ্টের হয়ে থাকে। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যারা সৃষ্টি তাদের অর্থ সব থেকে বেশি হওয়ার কথা। কেননা এই চাষী শ্রেণীর লোকেরা কখনো অন্য মানুষদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ অন্য মানুষগুলো সব সময় এই মানুষদের উপর নির্ভরশীল। বাংলার চাষীরা যদি ফসল উৎপাদন না করত তাহলে দেশের মানুষ না খেয়ে মরে যেত। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশে সর্বোচ্চ মর্যাদা এই চাষী শ্রেণীর লোকেদের দিতে হবে। কেননা তাদের জন্য আমরা তিন বেলা ভাত খেতে পারছি এবং বিভিন্ন ধরনের সবজি খেতে পারছি। একটা জিনিস ভাবুন তো তারা যদি আজ ফসল উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কাল ফসলের কি অবস্থা হবে।
অর্থাৎ এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এবং উঁচু শ্রেণীর সব লোকেদের বেঁচে থাকা অনেক বেশি কঠিন হবে। যদিও এক এক শ্রেণীর লোকেরা দেশের উন্নতির জন্য এক এক ধরনের কাজ করে। কারো কাজের সঙ্গে আমরা কখনো অন্য কারো কাজের কোন তুলনা করবো না। আসলে বর্তমানে বাংলার চাষীরা সব থেকে বেশি কষ্ট জীবন কাটায়। তারা আমাদের জন্য এত ফসল উৎপাদন করেও তারা তাদের সংসারে ভালোভাবে অর্থের যোগান দিতে পারে না। অর্থাৎ যারা ফসল উৎপাদন করে তারাই নাকি না খেয়ে দিন কাটায়। আসলে এই জিনিসটা সত্যিই আমাদের অবাক করে ফেলে। কেননা এই বাংলার কৃষকেরা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে মাঠে সোনার ফসল ফলানোর জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে থাকে।
কিন্তু কিছু কিছু খারাপ শ্রেণীর লোকেদের জন্য এই বাংলার কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম কখনো পায় না। আর এর ফলে তারা সারা বছর ফসলের পিছনে যে অর্থ ব্যয় করে সেই অর্থের অর্ধেক অর্থ তারা কখনো সেই ফসল বিক্রি করে ঘরে আনতে পারেনা। আর এজন্য তারা প্রতিবছর খুব কষ্টের মাধ্যমে দিন কাটায়। আসলে এই জিনিসটার দিকে অবশ্যই দেশের সরকারকে নজর দিতে হবে। কেননা দেশের সরকার যদি এইসব চাষীদের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু চাষীরা আস্তে আস্তে করে তাদের ফসল উৎপাদনের হাত দিন দিন কমিয়ে ফেলবে। আর এর ফলে প্রতিবছর দ্বিগুণ হারে ফসলের দাম বৃদ্ধি পাবে এবং আমরা বাজার থেকে যেসব সবজি এবং খাদ্যদ্রব্য কিনে খায় তার দামও দ্বিগুণ হারে বাড়তে থাকবে।
একটা সময় থাকবে যে মানুষ কোন খাবারের জন্য লড়াই করবে। আর এইসব কথা বিবেচনা করে দেশের সরকারকে অবশ্যই এইসব বাংলার চাষীদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর এভাবে চাষিরা যদি মানুষের সাহায্যের হাত একবার পায় তাহলে কিন্তু তারা আরো অনেক পরিমাণ ফসল ফলাতে তারা ব্যস্ত থাকবে। এজন্য প্রতিবছর সরকার দেশের কৃষকদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের খাদ্যশস্য দিয়ে থাকে। আসলে চাষাবাদের ক্ষেত্রে যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলো কিন্তু সরকার থেকে এসব চাষীদের বিনামূল্যে দেয়া হয়। এজন্য আমরা সব সময় চাষীদের সম্মান করবো এবং কেউ যদি এই চাষীদের ঠকানোর চেষ্টা করে তাহলে আমরা এর প্রতিবাদ অবশ্যই করবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আসলে চাষীরা আমাদের দেশের একটি অন্যতম সম্পদ। তারা না থাকলে হয়তো আমরা খাত খেতে পারবো না। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করতে পারছি। আমাদের দেশের চাষী গুলো সর্বোচ্চ টুকু দিয়ে সাহায্য সহযোগিতা করা দরকার। প্রতিটি চাষী আমাদের দেশের সম্পদ।
বাংলার চাষীদের জীবন সত্যিই অনেক কঠিন এবং তাদের অবদান আমাদের অমূল্য। তারা মাঠে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও তাদের ন্যায্য মূল্য কখনোই মেলে না, যা তাদের জীবনের আরো দুর্বিষহ করে তোলে। চাষীরা আমাদের খাদ্য যোগান দেন, অথচ তাদের জীবনযাত্রার মান অনেক নিচে থাকে। সরকারের উচিত তাদের প্রতি সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়ানো, যেন তারা আরো ভালোভাবে কাজ করতে পারে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। চাষীদের সম্মান এবং তাদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এই বিষয়টা প্রায় সময় আমি চিন্তা করি যদি চাষিরা ফসল ফলানো বন্ধ করে দেয় তখন আমাদের মত সাধারণ মানুষদের কি হবে, যারা তাদের উপর নির্ভরশীল। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় চাষীরাই তাদের ফসলের ন্যায্য মূল্য পায়না বরং তাদের চাষকৃত ফসল গুলো বিনামূল্যের কারণেই তারা নষ্ট করে ফেলে। সরকারের উচিত এই বিষয়টার দিকে নজর দেয়া যাতে করে চাষিরা তাদের ন্যায্য মূল্য পায় এবং ভালোভাবে ফসল ফলাতে পারে।
আমাদের মতো দেশের মতো কৃষিই প্রধান হাতিয়ার। কৃষিই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। তবে যে দেশে কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করে সেই দেশে কৃষি সম্প্রসারণ হবে কীভাবে দাদা। কৃষকদের জীবন টা খুবই কষ্টের। কিন্তু এতো কিছুর পরেও যদি তারা নিজেদের ফসলের সঠিক দাম না পাই সেটা মোটেও ঠিক না। সুন্দর লিখেছেন।।
আপনি দারুণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আমাদের বাংলায় শুধু না, সারা ভারতেই দেখি চাষীদের অবস্থা খুব খারাপ। আসলে যারা ফসল ফলায় তারাই যখন না খেতে পেয়ে আত্মহত্যা করে তখন মন খুব খারাপ হয়ে যায়। আমাদের দেশের বিভিন্ন সিস্টেমের ফলে এই ধরনের ঘটনা রোজ ঘটে চলেছে। আসলে মাঝা বৃক্ষ দ্বারা এত পরিমাণে লাভ করে যে প্রান্তিক চাষীরা সেই পরিমাণে অর্থের মুখ দেখতেই পারে না। তাই তাদেরকে জীবন শেষ করে দিতে হয়।