মানুষের প্রতি দয়া মায়া।

in আমার বাংলা ব্লগ2 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের প্রতি দয়া মায়া সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17522977811301058690946761148199.jpg



সোর্স


এই পৃথিবীতে মানুষের প্রতি মানুষের কোন দয়া মায়া নেই। আসলে কিছু কিছু মানুষ আছে সব সময় চেষ্টা করে যাতে করে অন্য মানুষের উপকার করা যায় এবং অন্য কোন মানুষ যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে তাদের সে বিপদ থেকে কি করে উদ্ধার করা যায়। কিন্তু দিনশেষে সেই মানুষগুলো অন্য মানুষের কাছে ঠকে যায়। অর্থাৎ অন্য মানুষগুলো তাদের কাছ থেকে উপকার নিয়ে আবার তাদেরকে ভুলে যায় এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে। আর এই জন্য কিন্তু এখন মানুষের প্রতি মানুষের দয়া মায়া দিন দিন কমে যাচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে এ ধরনের খারাপ আচরণ করি তাহলে কিন্তু এই পৃথিবী থেকে মানুষের প্রতি মানুষের ভালবাসা উঠে যাবে।


আসলে মানুষ বড়ই স্বার্থপর এই পৃথিবীতে। কেননা যে মানুষগুলো আমাদের জন্য এত কিছু করেছে এবং আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে সেই মানুষগুলোকে যখন আমরা সুখের দিনে ভুলে যাই তাহলে আমরা কোন ধরনের মানুষ সেটা একবার ভেবে দেখুন তো। আসলে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু এই একই ধরনের জিনিস আমরা দেখতে পাই। এইভাবে যদি আমরা সবাই এই ধরনের মন মানসিকতা নিয়ে চলাফেরা করি তাহলে কিন্তু আমরা কখনো ভালোভাবে বসবাস করতে পারবো না এবং আমাদের জীবনের প্রতিটা সময় অনেক খারাপের মধ্যে দিয়ে কাটতে থাকবে। এজন্য আমাদের মন-মানসিকতা পরিবর্তন করে বরং অন্য মানুষকে কি করে ভালোবাসা যায় সেজন্য চেষ্টা করতে হবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষকে ভালবাসতে পারি এবং মানুষের প্রতি আমাদের যদি দয়া মায়া থাকে তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে একটা ভালো সময় কাটাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালো সময় কাটাতে চাই তাহলে কিন্তু মানুষের মাঝে থেকে সবার সাথে একসাথে মিলেমিশে চলতে হবে। আসলে আমরা যদি সবাই যদি একসাথে মিলেমিশে চলাচল করতে পারি তাহলে দেখবেন যে সেই জিনিসটার মধ্যে একটা আলাদা ধরনের শান্তি রয়েছে। আসলে এইভাবে যদি আমরা আমাদের সারা জীবনটা কাটাতে পারি তাহলে দেখবেন যে আমাদের সারা জীবনে কোন আফসোস আর কখনোই থাকবে না।


আসলে এই পৃথিবীতে এখন সবাই সবার নিজের মতো করে চলাফেরা করে এবং কেউ কখনো কারো খোঁজ খবর রাখে না। আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে বিভিন্ন ধরনের মানুষ অনেক বেশি কষ্টের মধ্যে তাদের দিন যাপন করে আছে। কিন্তু তাদের কষ্ট দেখেও মানুষের মধ্যে কোন দয়া মায়া হয় না এবং মানুষ তাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আসলে এভাবে যদি আমরা সবাই স্বার্থপরের মত বসবাস করি তাহলে কিন্তু এই পৃথিবীর মধ্য থেকে ভালোবাসার নামক জিনিসটা চিরদিনের জন্য উঠে যাবে এবং মানুষের প্রতি আর কোন ধরনের বিশ্বাস মানুষের জন্ম নেবে না। এজন্য আমরা সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করব এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার চেষ্টা করব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 days ago 

মানুষের দয়ামায়া নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনি ঠিক বলেছেন, কেউ কারো খোঁজ খবর রাখে না! সবাই কেমন যেন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে এই মহান বাণী আবার সকলের অন্তরে জেগে উঠুক এই কামনা করি। পোস্টটি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

@nilaymajumder, Khub bhalo laglo! Your post on the importance of empathy and kindness in our world truly resonated with me. It's a powerful reminder that even small acts of compassion can make a big difference. You've beautifully articulated how easily human connections can erode when self-interest takes over.

The call to rediscover our shared humanity is timely and much needed. I particularly appreciate your point about remembering those who helped us in times of need. Apnar lekha khub sundor.

Thank you for sharing this thoughtful piece with the "আমার বাংলা ব্লগ" community! I encourage everyone to read @nilaymajumder's post and reflect on the importance of daya maya in our lives. Let's cultivate more compassion and build a better world together!