জীবনের ব্যর্থতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনের ব্যর্থতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17400257660373254429194286580924.jpg



সোর্স


ব্যর্থতা এমন একটা জিনিস যেটি মানুষকে একদম থামিয়ে দিতে চেষ্টা করে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা কিনা বিভিন্ন কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। তারা যদি কোন একটা কাজে একবার ব্যর্থ হয়ে যায় তখন যদি তারা সেই কাজটি করার চেষ্টা না করে তাহলে কিন্তু সেই ব্যক্তিটি আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অর্থাৎ জীবনের ব্যর্থতাকে যদি আমরা দূরে সরিয়ে দিয়ে বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে পারি এবং সেইগুলো সমাধান করার চেষ্টা করতে পারে তাহলে কিন্তু আমাদের জীবন থেকে ব্যর্থতা নামক জিনিস চিরদিনের জন্য মুছে যেতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ব্যর্থ হয়ে যাই তাহলে কিন্তু আমরা কখনো ভেঙে পড়বো না।


আমরা অবশ্যই পুনরায় চেষ্টা করব যে আবার কি করে জীবনে সফলতা অর্জন করা যায়। আসলে এভাবে অনেক মানুষদেরকে আমরা দেখিয়েছি যে যারা জীবনে ব্যর্থ হয়ে আর কোন কিছু করার মত মন মানসিকতা তাদের মধ্যে থাকে না। আমার কাছে মনে হয় যে এই ধরনের মানুষগুলো অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আর এজন্য তারা সবসময় অন্যান্য কাজকর্ম থেকে পিছিয়ে থাকে এবং মানুষ তাদেরকে কখনো ভালোবাসে না। কেননা এই পৃথিবীতে কেউ কখনো আমরা ব্যর্থ মানুষদেরকে তেমন একটা বেশি পছন্দ করি না এবং তাদেরকে ভালোবাসি না। আসলে জীবনে যারা প্রত্যেকটি ক্ষেত্রে জয়ী হতে পারে তাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং তাদের আশেপাশে থাকার জন্য সবাই আমরা চেষ্টা করি।


আসলে এই পৃথিবীতে সবাই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে। কেননা আমরা একটা জিনিস দেখতে পাই যে এখন একটা কাজের ক্ষেত্রে বিভিন্ন মানুষ চেষ্টা চালিয়ে যায়। এই চেষ্টার মধ্যে থেকে যদি আপনার চেষ্টাটা বেশি থাকে তাহলে আপনি অবশ্যই সেই কাজটি পাওয়ার যোগ্য হবেন। আসলে এখন প্রতিযোগিতা এতটা বেশি যে সেই কাজগুলো পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে। হয়তোবা প্রথমে আপনি সেই কাজটি পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। কিন্তু আপনি যদি সব সময় চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে একদিন না একদিন আপনি জীবনে অবশ্যই সেই কাজটি পেয়ে যাবেন এবং আপনার জীবনের সকল মনোবাসনা তখন পূর্ণ হয়ে যাবে।


এজন্য আমরা সব সময় কোন কাজে ব্যর্থ হলেও সেই কাজটি থেকে কখনো বিরত থাকবো না। বরং চেষ্টা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে চেষ্টা করতে করতে আমরা একদিন না একদিন অবশ্যই জীবনে জয়ী হতে পারব এবং মানুষের মতো মানুষ হতে পারব। আসলে আমাদের পৃথিবীতে যারা বিভিন্ন জ্ঞানী মানুষ ছিলেন তারা কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছেন। আসলে তারা কখনো ব্যর্থতাকে স্বীকার না করে সেই জিনিসটা বারবার করার চেষ্টা করেছে এবং একদিন না একদিন তারা অবশ্যই সেই জিনিসটা করার ফলে তারা জীবনে জয়ী লাভ করতে পেরেছে। এজন্য জীবনের ব্যর্থতাকে দূর করে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করব।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

বেশ সত্যময় কিছু কথা আজকের পোস্টে তুলে ধরেছেন। ব্যর্থতা বরাবরই চেষ্টা করে আমাদের থামিয়ে দিতে। কিন্তু যারা ব্যর্থ হয়ে থেমে থাকে তারা সফল হতে পারেনা কিন্তু যারা ব্যর্থ হওয়ার পরেও সফল হওয়ার চেষ্টা করে তারাই সাফল্যের শীর্ষে পৌঁছায়। আপনার সাথে আমিও সহমত, ব্যর্থ হলে থেমে থাকা নয় বরং দ্বিগুন ইচ্ছা শক্তি জুগিয়ে সেই কাজে সাফল্য অর্জন করতে হয়।

 2 months ago 

ব‍্যর্থতা হলো সফলতার পূর্ব শর্ত। যারা কাজ করে যারা চেষ্টা করে তারা ব‍্যর্থ হবেই। কিন্তু থেমে গেলে হবে না। পূণরায় আবার চেষ্টা করতে হবে। একটা সময় গিয়ে সফলতা ঠিকই আসবে। চমৎকার লিখেছেন আপনি ভাই। ধন্যবাদ আপনাকে।।