ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে ভবিষ্যৎ নিয়ে অবশ্যই সকলে চিন্তা হচ্ছে যে বর্তমানের যেসব প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি সেসব প্রজন্মের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কোন ধরনের চিন্তাভাবনা কখনোই থাকে না। আসলে তারা বর্তমানে এমন যান্ত্রিক হয়ে গেছে যে তারা যন্ত্র ছাড়া আর কোন কিছুই বুঝতে চেষ্টা করে না। যদিও আমাদের সময় এইসব জিনিস না থাকায় আমরা কিন্তু অন্যভাবে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতাম এবং সবসময় চিন্তা ভাবনা করতাম যে কি করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং মানুষের এই সকল দুঃখ দুর্দশা দূর করতে পারবো। এজন্য তখনকার মানুষের সব সময় চেষ্টা করেছে এই বর্তমানের আধুনিক দিনের অপেক্ষার জন্য।
কিন্তু এই বর্তমান সময়ের আধুনিক যুগের সুযোগ সুবিধা পেয়ে এখনকার ভবিষ্যৎ প্রজন্মরা কখনো তাদের ভবিষ্যৎ নিয়ে তেমন একটা বেশি চিন্তাভাবনা করে না কেননা তাদের বর্তমান সময়ে কোন ধরনের অভাব নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোন একটা মানুষের যদি কোন একটা জিনিসের অভাব থাকে তাহলে সেই অভাবটা পূরণের জন্য সে সবসময় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস তৈরি করে। কিন্তু বর্তমান সময়ে মানুষের এই নতুন নতুন জিনিস তৈরি চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং তারা শুধুমাত্র ঘরে বসে বসে এই সকল যন্ত্রপাতির নিয়ে তাদের মূল্যবান সময়টা তারা নষ্ট করে ফেলছে।
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এখন ছোট ছোট বাচ্চাদের হাতে বিভিন্ন ধরনের দামি মোবাইল ফোন আমরা দেখতে পাই। যদিও আমাদের সময় এই ধরনের মোবাইল ফোন তৈরি হয়নি সঠিকভাবে কিন্তু আমরা কখনো এই সকল যান্ত্রিক যন্ত্রের পিছনে আমরা কিন্তু আমাদের মূল্যবান সময়টা কখনো নষ্ট করিনি। আসলে আমাদের চেষ্টা ছিল কি করে আমরা জীবনে বড় হতে পারব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই অনুযায়ী আমরা সবসময় কাজ করেছি এবং আস্তে আস্তে করে সেই কাজের জন্য কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন উঁচু জায়গায় পৌঁছে গেছে এবং দেশের উন্নতির জন্য তারা সবসময় কাজ করেছে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বর্তমান প্রজন্মকে যদি আমরা এখনো সঠিক চিনতে ভাবনা তাদের মধ্যে জাগ্রত করতে না পারি তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে থাকবে। তাইতো এই সকল যন্ত্রের মধ্য থেকে বের করে তাদেরকে এই পৃথিবী সম্পর্কে বোঝাতে হবে এবং তাদেরকেও নতুন নতুন জিনিস আবিষ্কার করে ভবিষ্যতে তাদের নিজেদের নাম সকলের মাঝে রেখে যেতে হবে। আসলে তারা যদি নতুন কোন কিছু আবিষ্কার করে তাহলে সেই জিনিসটা কিন্তু সারা জীবন থেকে যাবে এই পৃথিবীর মাঝে এবং মানুষ তাকে সেই আবিষ্কারের জন্য সারা জীবন মনে রাখবে। তাইতো বর্তমানে আমরা যদি সচেতন না হতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, "আমার বাংলা ব্লগ" পরিবারের প্রতি আপনার শুভেচ্ছা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাবনা নিয়ে লেখাটি খুবই সময়োপযোগী! আপনার উদ্বেগের সাথে আমি একমত। বর্তমান প্রজন্ম যন্ত্রনির্ভর হয়ে পড়ায় তাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা কমে যাচ্ছে, এই বিষয়টি ভাববার মতো। আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন যে কিভাবে অভাববোধ মানুষকে নতুন কিছু সৃষ্টি করতে উৎসাহিত করে, কিন্তু আধুনিক সুযোগ-সুবিধা সেই চাহিদাকে কমিয়ে দিচ্ছে।
আপনার পোস্টে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করার যে আহ্বান জানিয়েছেন, তা প্রশংসার যোগ্য। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ।
কমেন্টে আপনার ভাবনাগুলো লিখে অন্যদেরকেও উৎসাহিত করুন! আপনার ফটোগ্রাফি এবং নতুন কিছু তৈরির আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। এই ধরনের আরও সুন্দর পোস্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ!
https://x.com/pussmemecoin/status/1971055996916334660?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1971056585570124268?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1971220826843381780?t=kTg2G7k2fvZwjMTyVcwF9g&s=19