জেনারেল রাইটিং পোস্ট || বৃষ্টি যেন থামছেই না
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,বৃষ্টি যেন থামছেই না। আসলে এই বছর আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র আমাদের এদিকে বললে ভুল হবে। বরং সারাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হচ্ছে। যাইহোক বিগত কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তার মধ্যে পানি জমে যায় এবং সেই পানি নামতে দীর্ঘ সময় লেগে যায়। মাঝেমধ্যে প্রচন্ড রোদ উঠে এবং মাঝেমধ্যে আকাশ মেঘলা হয়ে যায়। সাধারণত বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এতো বৃষ্টি আমার কাছে ভালো লাগে না। তবে প্রচন্ড বৃষ্টির সময় ছাঁদে গিয়ে ভিজতে খুব ভালো লাগে।
যদিও বৃষ্টিতে ভিজলে অনেক সময় শরীরে জ্বর চলে আসে। তবুও মনের মধ্যে তীব্র ইচ্ছে জাগলে,বৃষ্টিতে ভেজা মিস হয় না আমার। তাছাড়া বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজি দিয়ে গরম গরম ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমরা বৃষ্টির দিনে অনেক কিছুই প্ল্যান করে থাকি অনেক সময়। কিন্তু যারা দিনমজুর, তাদের কষ্ট যখন দেখি,তখন সত্যিই খুব খারাপ লাগে। কারণ বৃষ্টিতে ভিজে কাজ করতে তাদের খুবই কষ্ট হয়। সেদিন বৃষ্টির সময় রিকশায় চড়ে যখন বাসায় ফিরছিলাম, তখন চোখের সামনে রিকশা চালকের কষ্ট দেখে খুবই খারাপ লেগেছিল। যাইহোক গ্রামের দিকে এতো বৃষ্টি হলে,রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। কারণ গ্রামের দিকে পাকা রাস্তা খুবই কম রয়েছে। তবে গ্রামের অনেক বাচ্চারা বৃষ্টি আসলে খুব খুশি হয়। কারণ গ্রামের দিকে প্রচুর খোলামেলা জায়গা রয়েছে। তারা বৃষ্টির দিনে বেশ মজা করে ফুটবল খেলতে পারে এবং সেই দৃশ্য দেখতে খুব ভালো লাগে।
আমরা তো ছোটবেলায় বৃষ্টি আসলে খুব খুশি হতাম। কারণ বৃষ্টি আসলেই মাঠে ছুটে যেতাম ফুটবল খেলতে। সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। কারণ আমি মনে করি সেই দিনগুলো হচ্ছে আমার জীবনের সেরা সময়। তো এখনও বৃষ্টি আসলে ফুটবল খেলতে ইচ্ছে করে। কিন্তু এখন ফুটবল খেলার মাঠ একেবারেই নেই আমাদের দিকে। তাই বৃষ্টি আসলে ছোটবেলার স্মৃতিচারণ করা ছাড়া কোনো উপায় নেই। যাইহোক এতো বৃষ্টি আসার পরেও,ভ্যাপসা গরম রয়েই যাচ্ছে। মাঝেমধ্যে তাপমাত্রা কম থাকে। কিন্তু বেশিরভাগ সময়ই ভ্যাপসা গরম লাগে। তাপমাত্রা এতো উঠানামা করার কারণে, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সবার উচিত এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা। যাইহোক হঠাৎ করে মাথার মধ্যে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছিলো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক এবং সেটা ভেবেই এই পোস্টটি শেয়ার করলাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ৫.১০.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1974874366799458767?t=sofB8bw9S3Az5ch6dpbtwQ&s=19
X-promotion