জেনারেল রাইটিং || বর্তমানে বেশিরভাগ মানুষ নিজেদের স্বার্থের জন্য একেবারে নিচে নামতে পারে
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,বর্তমানে বেশিরভাগ মানুষ নিজেদের স্বার্থের জন্য একেবারে নিচে নামতে পারে। আর এই ধরনের ঘটনা বর্তমানে অহরহ দেখা যাচ্ছে। আসলে দিনদিন বেশিরভাগ মানুষ বিবেকহীন হয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখতাম আত্নীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর সাথে মানুষের সম্পর্ক খুব ভালো ছিলো। আত্নীয় স্বজনের বাসা একটু দূরে হলে,বেশ কয়েকদিনের জন্য বেড়াতে চলে যেতো। এতে করে সম্পর্ক ভালো থাকতো। তাছাড়া বিপদে পড়লে আত্নীয় স্বজন এবং প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়তো। এতে করে মনোবল বৃদ্ধি পেতো এবং যেকোনো বিপদ থেকে সহজে রক্ষা পাওয়া যেতো।
আর এখনকার বেশিরভাগ মানুষ,বিপদে পড়লেও খোঁজ খবর নেয় না। বরং বিপদে পড়লে মানুষ আরও খুশি হয়। বিশেষ করে আত্মীয় স্বজনরা আরও বেশি খুশি হয়। আমি মনে করি বর্তমান যুগে আপনের চেয়ে পর ভালো। কারণ আত্নীয় স্বজনরা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু পর অর্থাৎ অন্য মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে গেলে,তারা বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। যাইহোক মূল কথায় ফেরা যাক, সম্প্রতি আমার এক কাছের আত্নীয় আমার সাথে খুবই বাজেভাবে প্রতারণা করেছে এবং এটা একেবারেই আমার অপ্রত্যাশিত ছিলো। অর্থাৎ বলা যায় যে, এটা আমি ভুলেও কখনো ভাবিনি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার এক আত্নীয়ের কাছে আমি প্রায় ৭০,০০০ হাজার টাকা পাই। টাকাটা বিভিন্ন সময়ে অল্প অল্প করে আমার কাছ থেকে ধার নিয়েছে।
যদিও আমি কয়েকবার দিতে চাইনি, কিন্তু অনেক রিকোয়েস্ট করে টাকাটা আমার কাছ থেকে নিয়েছে এবং বলেছে, টাকাটা কিছুদিনের মধ্যেই একসাথে ফেরত দিয়ে দিবে। কিন্তু তাদের সাথে কয়েকদিন আগে যেকোনো একটা ব্যাপার নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। তারপর আমি ২/১ দিন পর টাকা চাওয়ার পর,তারা সেটা অস্বীকার করে। অর্থাৎ তাদের কাছে আমি নাকি কোনো টাকা পাই না। তো আমি এটা শুনে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে ৩/৪ জন মানুষ নিয়ে তাদের সাথে বসার পরেও,তারা আমার কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারটা অস্বীকার করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমার মোবাইলে অটো রেকর্ডিং সিস্টেম রয়েছে। তো মোবাইল টিপতে টিপতে সেদিন ২/৩ টা রেকর্ডিং খুঁজে পেলাম এবং সেই রেকর্ডিং গুলোতে স্পষ্ট ভাবে তিনি বলেছেন, আমি উনার কাছে টাকা পাই।
তো পরবর্তীতে আমি আমার বাসায় আলোচনা করলাম এবং ভাবলাম যে, এলাকার কিছু লোকজন নিয়ে বসা দরকার। কিন্তু আমার পরিবার বলছে, এসব কিছু করার দরকার নেই। কারণ ঐ যে বললাম, তারা খুব কাছের আত্নীয়। তো পরিবারের কথা শুনে এই ব্যাপারটা নিয়ে কিছু করতেও পারছি না, আবার কিছু না করে বসে থাকতেও পারছি না। কারণ তারা যদি এভাবে বলতো, টাকাটা দিতে পারবে না কিংবা আরও অনেক সময় দিতে হবে,সেটা অন্য ব্যাপার ছিলো। কিন্তু তারা একেবারে অস্বীকার করেছে অর্থাৎ আমার সাথে প্রতারণা করেছে বলে,আমি এটা মেনে নিতে পারছি না। সত্যি বলতে মানুষের সাথে লেনদেন করলে মানুষ চেনা যায়। আর মানুষ যে কিভাবে এতো মিথ্যা কথা বলে, সেটা আমার বোধগম্য হয় না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। তাছাড়া আমি মনে করি, মানুষের সাথে লেনদেন করলে, অবশ্যই প্রমাণ রাখা উচিত। নয়তো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১২.৪.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.27 STEEM,
1.27 SP
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1910667739615617176?t=YX00wL0qN_08Ie7nSVGmfQ&s=19
https://x.com/mohin3242127/status/1910909713614778845?t=iMxqzOuw9p7YIfSZ1m-dGg&s=19
X-promotion