"সময়ের স্রোতে, আমরা কেবল যাত্রী"
সময়… শব্দটা শুনলেই মনে হয় একটা অদৃশ্য স্রোত, যা আমরা দেখতে পাই না, কিন্তু যার ভেতর দিয়ে আমরা প্রতিনিয়ত বয়ে যাচ্ছি। জন্মের মুহূর্ত থেকে আমরা সবাই যেন এক নৌকায় চড়ে আছি। সেই নৌকার মাঝি সময় নিজেই। আমরা যতই চেষ্টা করি না কেন, এই স্রোত থেমে থাকে না, পিছিয়ে যায় না, শুধু সামনে এগিয়ে চলে।
জীবনের প্রতিটি মুহূর্তই আসলে সময়ের উপহার। কখনও হাসির, কখনও কাঁদার, কখনও আবার নিঃশব্দে বসে থাকার মুহূর্ত। আমরা প্রায়ই ভাবি ইশ! যদি সময়কে ধরে রাখা যেত, যদি সুখের দিনগুলোকে একটু লম্বা করা যেত! কিন্তু সময়ের নিজস্ব নিয়ম আছে। সে থামে না, কারও জন্য অপেক্ষা করে না। সুখের দিন যেমন কেটে যায়, তেমনই কষ্টের দিনও একসময় চলে যায়।শৈশবের কথা মনে আছে? স্কুলে যাওয়ার তাড়া, বিকেলে মাঠে খেলাধুলা, ছুটির দিনে গ্রামের বাড়িতে বেড়ানো তখন মনে হতো, বড় হওয়া কত সুন্দর হবে! অথচ আজ সেই শৈশব কেবল স্মৃতির পাতায়। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেসব ছবি, কিন্তু ছুঁতে গেলে তা মিলিয়ে যায়। আমরা বুঝতে পারি, সময় কেবল এগিয়ে যায়, ফিরে আসে না।
তারুণ্যে আমরা স্বপ্ন দেখি অনেক কিছু করার। পড়াশোনা, ক্যারিয়ার, নতুন নতুন মানুষ চেনা, ভালোবাসা পাওয়া বা দেওয়া সবকিছুই যেন নতুন রঙে ভরা। কিন্তু এখানেও সময়ের স্রোত থামে না। চোখের পলকে সেই দিনগুলোও স্মৃতিতে জমা হয়। আমাদের চুলে রুপালি রঙ লাগে, মুখে ভাঁজ পড়ে, আর একসময় আমরা বুঝি আমরা জীবনের আরেকটা তীরে এসে দাঁড়িয়েছি।আসলে জীবনটা অনেকটা নদীর মতো। জন্মের সময় আমরা নদীর উজানে থাকি, ধীরে ধীরে স্রোতের টানে ভাটির দিকে চলে যাই। পথে আমরা দেখি নানান দৃশ্য সবুজ ক্ষেত, পাহাড়, রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুরই স্বাদ পাই। কখনও স্রোত শান্ত, কখনও খুবই উত্তাল। কিন্তু একবার শুরু হলে এই যাত্রা থামে না।
সময়ের স্রোতে ভেসে চলা মানে এই নয় যে আমরা কেবল অসহায়। বরং এই ভেসে চলার মাঝেই আমাদের বেছে নিতে হয় কোন দিকে তাকাবো পিছনের দিকে, নাকি সামনের দিকে। কেউ অতীতের আক্ষেপে ডুবে থাকে, কেউ আবার ভবিষ্যতের স্বপ্নে এগিয়ে যায়। যে মানুষ বর্তমানকে উপভোগ করতে পারে, সে-ই আসল যাত্রী, যে এই যাত্রার সৌন্দর্য বুঝতে পারে।প্রতিদিন সূর্য ওঠে আর ডুবে যায়। প্রতিদিন আমরা একটু করে বদলাই। কিন্তু এই বদলটা আমরা টের পাই না, কারণ সময় আমাদের খুব নরম করে বদলে দেয়। একদিন হঠাৎ পুরনো ছবি দেখলে বা পরিচিত গলিতে হাঁটলে মনে হয় ইশ! কবে এত কিছু বদলে গেল! তখনই বুঝি, আমরা কতটা পথ পেরিয়ে এসেছি।
এই স্রোতে ভাসতে ভাসতেই আমরা মানুষ চিনি, সম্পর্ক গড়ে তুলি, হারাইও। কেউ আমাদের যাত্রার মাঝপথে নেমে যায়, কেউ আবার নতুন করে উঠে আসে। এই ওঠা-নামা, পাওয়া-হারানোই জীবনের গল্প। আর গল্পের শেষ পর্যন্ত আমরা সবাই কেবল যাত্রী, যার গন্তব্য অজানা।তাই হয়তো বুদ্ধিমান সেই মানুষ, যে সময়কে নিজের শত্রু না ভেবে বন্ধু বানিয়ে নেয়। যে বোঝে, প্রতিটি মুহূর্ত একবারই আসে, তাই তাকে পুরোপুরি উপভোগ করতে হবে। হাসির মুহূর্তগুলো সযত্নে রাখতে হবে, আর কষ্টের মুহূর্ত থেকে শিক্ষা নিতে হবে। কারণ নদীর মতোই সময়ও শেষ পর্যন্ত সমুদ্রে মিশে যায়, আর আমরা শুধু তার ঢেউয়ের স্মৃতি নিয়ে থাকি।
শেষমেষ মনে হয়, হ্যাঁ, সময়ের স্রোতে আমরা কেবল যাত্রী। মাঝি আমরাও নই, দিকনির্দেশনাও পুরোপুরি আমাদের হাতে নেই। তবুও এই যাত্রা সুন্দর, কারণ পথের দৃশ্যগুলোই আমাদের বেঁচে থাকার মানে শেখায়।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily tasks
Comments link
https://x.com/mohamad786FA/status/1956411092206535162?t=FsCO0GfgF_oYhQf8qmZM2w&s=19
https://x.com/mohamad786FA/status/1956410902892429759?t=FsCO0GfgF_oYhQf8qmZM2w&s=19
https://x.com/mohamad786FA/status/1956410709350433028?t=FsCO0GfgF_oYhQf8qmZM2w&s=19
https://x.com/mohamad786FA/status/1956410506929185068?t=FsCO0GfgF_oYhQf8qmZM2w&s=19
Ss
X-Promotion
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5