“জীবনের ঘড়িতে সময়ের টিকটিক শব্দ”
সময়ের সঙ্গে আমরা কখন যে বদলে যাই, সেটা টেরও পাই না। ছোটবেলায় মনে হত, সময় থেমে থাকে, যেন সারাদিন খেলাধুলা করে কাটানো যাবে। আর এখন? সময় তো চলে যায়, এক মুহূর্তের মধ্যে। অনেক কিছুই আসলে বুঝতে পারি না, শুধু জানি, ঘড়ির কাঁটা থেমে না গিয়ে চলে চলে যাচ্ছে। জীবন চলে যাচ্ছে।
আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম, তখন একটা দিনও শেষ হতে চাইত না। একটা পুরো দিন মনে হত, অনেক অনেক দীর্ঘ। কিন্তু এখন? সকালে অফিসে বা কাজের জন্য বের হওয়ার পর মনে হয়, বিকেল হয়ে গেলো কবে! একেকটা দিন এমনভাবে চলে যায়, যেন কিচ্ছু হয়নি। সেই পুরানো সহজ সময়ের মধ্যে যেটা ছিল, এখন তাও নেই। জীবনটা খুব দ্রুত চলে যাচ্ছে, আর সময় মনে হয় স্রোতের মতো এগিয়ে চলে যায়।বয়স বাড়ছে, আর সময় যেন আরও দ্রুত চলে যাচ্ছে। মনে হয়, কিছু একটা করতেই থাকি, কিন্তু ঠিক কোন কাজে মনোযোগ দিচ্ছি সেটা বুঝতে পারি না। কি মনে পড়ে, কি ভুলে যাই, সব কিছু যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। সময় চলে গেলে আসবে না। সেটা ঠিকই জানি।
কখনো একা বসে থাকলে, ঘরের ঘড়ির টিকটিক শব্দ খুব স্পষ্ট শুনতে পাই। মনে হয় যেন ঘড়ির কাঁটা আমাকে বলছে, দেখ, সময় চলে যাচ্ছে। তুমি যা ভাবছো, করো। সময় থাকতে করে ফেলো। আবার কিছু কিছু সময় আমরা বড় ভুল করে ভাবি, “কাল করবো”, “পরের দিন সময় পাবো।” কিন্তু, যতই বলি, সময় তো একদিন আমাদের বলে দেয় চলো, এই মুহূর্তই শেষ।একটা সময় আসে যখন সঠিক মুহূর্তগুলো হারিয়ে যায়, তখন বুঝতে পারি আসলেই, সময় আমাদের হাতে থাকে না। যখন কাউকে বলি, এখনই ফোন করবো, পরে সময় পাবো কিন্তু পরে হয়তো আর সেই সুযোগ আসে না। মায়ের হাসি, আব্বুর কথা, বন্ধুর সাথে কিছু ভালো সময় এগুলো আসলে সময়ের অমূল্য মুহূর্ত। কিন্তু হ্যাঁ, এ সবসময় মনে থাকে না, আমরা ভুলে যাই।
এখন, যখন সময়ের টিকটিক শব্দ শুনি, তখন মনে হয় একটা সময় তো আসবেই যখন সব কিছু শেষ হয়ে যাবে। এখন যদি এই মুহূর্তগুলোকে মূল্য দিই, তবে ভবিষ্যতে ভালো কিছু পাবো। তাই, যদি কিছু বলার থাকে, কিছু করার থাকে, এখনই করতে হবে। না হলে কাল হয়তো আর সময় থাকবে না।জীবনের ঘড়ি একদিন থেমে যাবে। সেই সময় আর ফেরত আসবে না। যখন বয়স বাড়বে, তখন একটা সময় শুধু মনে পড়বে সব দিনগুলো কিভাবে হারিয়ে গেলো। আর তখন হয়তো ভাববো, যদি আরেকটু সময় পেতাম!
এখনই সময়। এখনই নিজেকে ভালোবাসা, এখনই মানুষদের কাছে থাকা। কারণ জীবন এবং সময় এই দুটিই একদম সীমিত। এই মুহূর্তগুলোই আসল।সময় নিয়ে আমার কথাগুলোর সাথে, আশা করি আপনারাও সবাই এক মত এবং একই চিন্তা করেন।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1915670601475219746?t=3y6gQ_e6vxu0ocZjuMUsag&s=19
https://x.com/mohamad786FA/status/1915864146845045196?t=OaXaXcebyf7gy3X0UmijQA&s=19
https://x.com/mohamad786FA/status/1915864394371895523?t=282whzUyKFzYd3NydhYTlQ&s=19
https://x.com/mohamad786FA/status/1915864659590320216?t=bHSgP183z0szxFgsh-BHoA&s=19
SS
Congratulations @mohamad786, your post was upvoted by @supportive.
Upvoted! Thank you for supporting witness @jswit.
সময়ের টিকটিক শব্দ আসলে আমাদের সচেতন করে যে প্রতিটি মুহূর্ত অমূল্য। এই সচেতনতা আমাদের লক্ষ্যে অবিচল রাখে।জীবনের ঘড়ি কখনও থামে না, কিন্তু এর প্রতিটি টিক আমাদের নতুন সুযোগ দেয়। আপনার লেখাটি মনে করিয়ে দিল যে সময়ের সদ্ব্যবহারই সার্থক জীবনের চাবিকাঠি।ধন্যবাদ এমন সুন্দর ভাবনা শেয়ার করার জন্য।