“দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না”

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।


মানুষের একটা স্বভাব আছে। যা সহজে পায়, তার কদর করতে জানে না। যতক্ষণ সেটা তার কাছে আছে, ততক্ষণ সে বুঝতে পারে না সেই জিনিসটা বা মানুষটা তার জীবনে কতটা দরকার ছিল। আর যখন হারিয়ে যায়, তখন আফসোস করে। তখন ভাবতে বসে ইশ! যদি আরেকটু যত্ন নিতাম, যদি একটু ভালোভাবে বুঝতাম, তাহলে হয়তো তাকে হারাতে হতো না।

1000073404.jpg

সোর্স

আমরা অনেক সময় এমন কিছু মানুষের সাথে পরিচিত হই, যারা হয়তো প্রথমে খুব সাধারণ মনে হয়। ভাবি, এ তো আরেকটা মানুষ, জীবনে আসছে, কথা বলছে। তেমন কিছু না। কিন্তু দিন যেতে যেতে সেই মানুষটাই কখন যে জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। তারপর যখন অবহেলা করি, মনোযোগ দিই না, তখন সেই মানুষটা একসময় ধীরে ধীরে সরে যায়। দূরে চলে যায়। তার অভাবটা তখন বোঝা যায় যখন সে আর পাশে থাকে না।আসলে জীবনে কিছু মানুষ আসে ভাগ্য নিয়ে। নিজের ইচ্ছায় নয়, আল্লাহ বা ভাগ্য তাকে তোমার জীবনে পাঠায়। কখনও সেই মানুষটা বন্ধুর মতো হয়, কখনও ভালোবাসার মানুষ, কখনও পরিবারের বাইরের কেউ। কিন্তু সে তোমার জীবনের জন্য আশীর্বাদ হয়ে আসে। ভালো সময় হোক বা খারাপ, সে পাশে থাকে। আমাদের হাসির কারণ হয়, আমাদের কান্নার সাথি হয়। কিন্তু আমরা কি তাদের যত্ন করি? অধিকাংশ সময় না। আমরা ধরে নিই সে তো আছেই। কী হবে একটু অবহেলা করলে, একটু কম কথা বললে? তাতে কি সে চলে যাবে? এই ভাবনাটাই আমাদের বড় ভুল। কারণ, কেউই চিরকাল কারও জন্য অপেক্ষা করে না। অবহেলা করতে করতে একদিন সে সত্যিই ছেড়ে দেয়। তখন বুঝতে পারি, তার মতো করে আর কেউ ছিল না।

একটু খেয়াল করলে দেখবেন, জীবনে এমন কয়েকজন মানুষ আসে, যারা হয়তো সবসময় নিজের ভালোটার থেকে আমাদের ভালোটা বেশি চায়।। আমাদের হাসি দেখে যার মন ভরে যায়। আমরা বিপদে পড়লে পাশে দাঁড়ায়। কিন্তু আমরা ব্যস্ত থাকি অন্য অনেক তুচ্ছ জিনিসে। মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, কাজের ব্যস্ততা, নিজের আবেগ এসবের পেছনে ছুটতে ছুটতে সেই মানুষগুলোর খবর নেওয়া হয় না। একদিন হঠাৎ করে দেখবেন, সেই মানুষগুলো আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। তখন আর কিছুই করার থাকে না।তখন রাত জেগে স্মৃতিগুলো মনে পড়ে। কথা বলা, একসাথে হাঁটা, গল্প করা, খারাপ সময়ে সাহস দেওয়া এসব মুহূর্ত একটার পর একটা চোখের সামনে ভেসে ওঠে। তখন আফসোস হয়। মনে হয় ইশ! আরেকটু যত্ন নিলে, আরেকটু খোঁজ নিলে, হয়তো আজও সে পাশে থাকতো।

আসলে জীবনে ভালো মানুষ পেলে তার কদর করা উচিত। তাকে ধরে রাখতে জানতে হবে। ভালোবাসা মানে শুধু মুখে বলা না, কাজেও দেখাতে হয়। যত্ন নিতে হয়। কারণ, সহজে পাওয়া জিনিস হারানোর পর তার মর্মটা সবচেয়ে বেশি বোঝা যায়। তখন আর পাওয়া যায় না। সে ফিরে আসে না।এই জন্য বলা হয় - দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে শিখো।আজ যে মানুষটা পাশে আছে, সে হয়তো আগামীকাল থাকবে না। তাই যতদিন আছে, ততদিন ভালোভাবে রাখা উচিত। ভালোবাসুন, খোঁজ নিন, কথা বলুন। কারণ, একটা মানুষকে হারানো মানে তার সাথে কাটানো হাজারো মুহূর্ত, ভালোবাসা, ভালো থাকা সবকিছু হারানো। সেটা আর ফিরে আসবে না। আর জীবনটা এতটাও বড় না, যেখানে আমরা সবাইকে হারিয়ে আবার নতুন করে শুরু করতে পারব।

যাদের ভালোবাসেন, তাদের জানিয়ে দিন । যত্ন করুন। তবেই জীবনটা হবে সুন্দর।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif