"মানুষের পৃথিবীটা এমন কেন?"

in আমার বাংলা ব্লগ14 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

পৃথিবীটা আসলে দিন দিন কেমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আগে যেরকম ছিল, এখন আর সেরকম নেই। চারদিকে শুধু অশান্তি, হানাহানি, মারামারি আর যুদ্ধের খবর। খবরের কাগজ খুললেই দেখি এই দেশে যুদ্ধ, ওই দেশে দাঙ্গা, কোথাও মানুষ মরছে, কোথাও বাড়িঘর পুড়ে যাচ্ছে। মনে হয়, আমরা একটা কঠিন সময় পার করছি। অথচ এই পৃথিবীকে তো আমরা শান্তির, ভালোবাসার আর নিরাপদ একটা জায়গা ভেবেই বড় হয়েছি। এমন পৃথিবী দেখতে চাইনি কখনও।

1000071987.png

AI-generated image

একটা ছোট্ট বাচ্চা যখন জন্মায়, সে তো কোনো যুদ্ধের খবর নিয়ে আসে না। তার চোখে থাকে স্বপ্ন, সে হাসতে চায়, ভালোবাসতে চায়, মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে চায়। অথচ সেই নিষ্পাপ শিশুর জন্য আজকের এই পৃথিবীটা কতটা ভয়ংকর হয়ে উঠেছে! স্কুলে যাওয়ার পথে যদি বোমা পড়ে, খেলতে গিয়ে যদি গুলি লেগে যায়, তাহলে আমরা কী আসলেই সভ্য বলব নিজেদের?এক সময় পৃথিবীটা অনেক সুন্দর ছিল। বড়রা গল্প করত নদীর পাড়ে বসে গানের আসর, খেলার মাঠে ছেলেমেয়েরা একসাথে দৌড়ঝাঁপ করছে, সন্ধ্যায় সবাই মিলে গল্প করছে। এখন এসব যেন শুধুই গল্প। মানুষের ভেতর হিংসা, লোভ, দ্বেষ, প্রতিশোধ এসবই ভর করে আছে। ধর্মের নামে, দেশের নামে, কখনও বা সামান্য কথার কারণে মানুষ মানুষকে মেরে ফেলছে। বন্ধু হয়ে শত্রু হয়ে যাচ্ছে, ভাই ভাইকে অবিশ্বাস করছে। কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে আমাদের মাঝখানে।

আর কষ্টের ব্যাপার কী জানেন? আমরা যেন এসব দেখে অভ্যস্ত হয়ে গেছি। আগে যুদ্ধের খবর শুনে আঁতকে উঠতাম, এখন রোজকার খবর হয়ে গেছে। একটা দেশের মানুষ মরছে, আরেকটা দেশ অস্ত্র পাঠাচ্ছে কেউ জানতেও চায় না এইসব যুদ্ধের মাঝে কত মায়ের বুক খালি হচ্ছে, কত শিশুর মুখ থেকে হাসি হারিয়ে যাচ্ছে।তবে সব দোষ শুধু বড়লোক, রাজনীতিবিদ বা ক্ষমতাধরদের ঘাড়ে চাপালেই হবে না। আমাদের নিজেদেরও কিছু করার আছে। খুব বড় কিছু নয়, ছোট ছোট কাজ। যদি আমি আজ কারো সঙ্গে খারাপ ব্যবহার না করি, কারো দোষ মাফ করে দিতে পারি, নিজের ভেতরের হিংসা–বিদ্বেষ ফেলে দিতে পারি তাহলেই তো শুরু হবে বদল। একটা সমাজ বদলাতে হলে আগে একজন মানুষের মন বদলানো দরকার।

নতুন প্রজন্মকে বোঝাতে হবে, যুদ্ধ নয়, শান্তিই আসল শক্তি। ধর্ম, জাতি, ভাষার পার্থক্য দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। সবাই তো একই পৃথিবীর মানুষ। কারও তো এখানে চিরদিন থাকার সুযোগ নেই। আজ আমি আছি, কাল থাকব না। কিন্তু আমার রেখে যাওয়া পৃথিবীটা যেন এমন হয়, যেখানে পরের প্রজন্ম সুখে থাকতে পারে।আকাশে তাকালে দেখি তারা ঠিক আগের মতোই আছে। নদী ঠিক আগের মতোই বয়ে যায়। পাখিরাও গেয়ে চলে সেই চেনা সুর। শুধু বদলে গেছে মানুষের মন। আমরা হাসতে ভুলে গেছি, হাতে হাত রেখে হাঁটতে ভুলে গেছি, নিঃস্বার্থে ভালোবাসতে ভুলে গেছি। অথচ এগুলিই তো ছিল আসল জীবনের সৌন্দর্য।

তবু আমি বিশ্বাস করি, পৃথিবী আবার শান্ত হবে। সহজ হবে না ঠিকই, কিন্তু অসম্ভবও না। দরকার শুধু সাহসের। একজন যদি বদলায়, তার দেখাদেখি আরেকজন বদলাবে। আজ যদি আমি বদলাই, কাল যদি আপনিও বদলান তাহলেই একদিন এই পৃথিবী আবারও শান্তির স্বপ্ন দেখতে পারবে। দরকার শুধু একটু মন, একটু সাহস আর অনেকখানি ভালোবাসা। সেই দিন খুব দূরে নয়।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif